Web bengali.cri.cn   
চীনা সংস্কৃতি: চীনের রং
  2012-12-11 20:09:40  cri

    সুপ্রিয় শ্রোতা, আপনি যদি কোনো চীনা মানুষকে জিজ্ঞাস করেন, চীনের প্রতীক কী রং? অনেকেই কিন্তু বলবেন লাল রং। আজকের 'স্বর্ণার সাথে শিখুন' আসরে আমরা চীনা সংস্কৃতিতে বিভিন্ন রংয়ের বিভিন্ন অর্থ নিয়ে কথা বলবো। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং, স্বর্ণা। ওয়া শি স্বর্ণা, তা চিয়া হাও।

    লাল রং, চীনা ভাষায় বলা হয় 'হুং স্য'। লাল রংকে চীনা জাতির রং বলা যায়। কারণ প্রাচীনকাল থেকে চীনা মানুষ বিশ্বাস করে লাল রং মন্দ বা অশুভ সব কিছু দূর করতে পারে। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কেন নিষিদ্ধ নগরীর দেয়ালের রং পুরোটা লাল এবং কেন বসন্ত উত্সবের সময় চীনা মানুষ লাল কাপড় পরতে এবং লাল লণ্ঠন ঝুলাতে পছন্দ করে।

    লাল রং আগুনের প্রতীক। তাই লাল রং আবার চীনের স্বাধীনতা ও বিপ্লবের প্রতীক। চীনের স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিবাহিনীকে বলা হতো 'লাল ফৌজ', আর স্বাধীনতা যুদ্ধ-সংক্রান্ত স্মৃতিকে বলা হয় 'লাল স্মৃতি'। এবং নয়া চীন প্রতিষ্ঠার পর চীনের জাতীয় পতাকার রংও লাল করা হয়। চীনা মানুষের মতে, লাল রঙের বিশেষ ভূমিকা আছে বলে এখন লাল রংকে চীনা মানুষের ভাগ্যের রং বলে মনে করা হয়।

    দৈন্যদিন জীবনে লাল রংয়ের অর্থ উল্লাস, আশাবাদ ও ভাগ্য। তাই বসন্ত উত্সবের সময় প্রত্যেক পরিবার লাল রং দিয়ে তাদের বাড়িঘর সাজায়। দরজার ওপরেও লাল রংয়ের ছবি আঁকানো হয়। বিয়ে করার সময়ও নতুন বৌ লাল রংয়ের ঐতিহ্যবাহী 'ছি ফাও' পরে এবং তাদের নতুন বাসাও লাল রং দিয়ে সাজানো হয়। এটা হলো নতুন জীবনের জন্য শুভ কামনা।

    লাল রং হলো ভবিষ্যত্ জীবনের ব্যাপারে মানুষের শুভকামনা। যেমন ২০০৮ সালে অলিম্পিকের সময় লাল রং পেইচিংয়ের সব জায়গায় দেখা যেতো। তার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে ও সাফল্যের সঙ্গে অলিম্পিক আয়োজনের আশা প্রতিফলিত হয়।

    লাল ছাড়া চীনে আরেকটি জনপ্রিয় রং আছে। সেটি হলো হলুদ। চীনা ভাষায় বলা হয় 'হুয়াং স্য'। আগে হলুদ রং ছিল রাজবংশের প্রতীক। এ জন্য সাধারণ মানুষের জন্য এ রং ব্যবহার করা নিষিদ্ধ ছিল।

    প্রাচীনকালে হলুদ রং ছিল রাজা এবং রাজবংশের একচেটিয়া রং। তাই, হলুদ রং ছিল ক্ষমতা, আভিজাত্য আর মহাভাগ্যের প্রতীক। চীনের জাতীয় পতাকায় লাল পটভূমিতে পাঁচটি হলুদ রংয়ের তারা আছে।

    কিন্তু বর্তমানে হলুদ রংয়ের আরেকটি অর্থ আছে। সেটি হলো অশ্লীল রচনা। এ জন্য এমন ছবি বা বইকে বলা হয় হলুদ চলচ্চিত্র বা হলুদ বই।

    আর সাদা রংকে চীনা ভাষায় বলা হয় 'পাই স্য'। চীনা মানুষ সাদা রং খুব পছন্দ করে না। কারণ সাদা আর কাল রং হলো মৃত্যুর প্রতীক। চীনে সত্কারে সাদা আর কাল রং বেশি ব্যবহার করা হয়। কারণ ছাইয়ের রং হল সাদা। কিন্তু পশ্চিমা সংস্কৃতির প্রভাবে আজকাল বিয়ের অনুষ্ঠানে নতুন বউরা সাদা রংয়ের গাউন পরে।

    সুপ্রিয় শ্রোতা, আজকে আমরা চীনা সংস্কৃতিতে বিভিন্ন রংয়ের বিভিন্ন অর্থ নিয়ে আলাপ করেছি। চীনা সংস্কৃতি সম্পর্কে আরও জানতে চাইলে প্রশ্নগুলো ইমেলে আমার কাছে পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn। আগামী আসরে আবার কথা হবে। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। জাই চিয়েন। (ইয়াং ওয়েই মিং/এসআর)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক