Web bengali.cri.cn   
পাঠ-২০ আজকের আবহাওয়া খুব ভাল
  2012-10-02 20:03:03  cri

ক: বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং শিহাবের সঙ্গে চীনা ভাষা শিখার জন্য প্রস্তুতি নিয়েছেন? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।

ক: সুপ্রিয় শ্রোতা, পুরষ্কার পাওয়া বাকি চারজন শ্রোতার কাছে গত মঙ্গলবার পুরষ্কার পাঠালাম। আশা করি আপনারা সময় মতো পাবেন।

খ: স্বর্ণা, আমাদের ওয়েবসাইটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কিটিং বিভাগের ছাত্র রাজিউর রহমান লিপসন লিখেছেন, তিনি চীনা ভাষা শিখতে খুব আগ্রহী এবং চীনে এমবিএ অধ্যায়ন করতে চান। কিন্তু রাজশাহীতে চীনা ভাষা শেখার কোনো প্রতিষ্ঠান নেই। তিনি জানতে চেয়েছিলেন ওয়েবসাইট থেকে আমাদের ক্লাসগুলো ডাউনলোড করা যায় কিনা।

ক: রাজিউর রহমান লিপসন, আমি খুব দুঃখিত যে আমাদের অনুষ্ঠান এখনো ডাউলোড করা যায় না। কিন্তু কনফুসিয়াস ক্লাসরুমের নতুন ওয়েবসাইট এখন তৈরি করা হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে আপনি অনলাইনে আমাদের সব ক্লাস খুঁজে পাবেন।

খ: আচ্ছা, স্বর্ণা, আজকের ক্লাসে তাহলে কি বিষয় থাকবে?

ক: বাংলায় একটা শব্দ আছে-আড্ডা। আড্ডা, চীনা ভাষায় বলা হয়, 'লিয়াও থিয়ান', তার প্রাথমিক অর্থ হল আবহাওয়া নিয়ে আলোচনা। ব্রিটিশ মানুষরাও দেখা হলে প্রথমে আবহাওয়া নিয়ে কথা বলে। তাহলে আজকের ক্লাসে আমরা আবহাওয়া নিয়ে আলাপ করবো, কেমন?

খ: হ্যাঁ, খুব ভাল হয় তাহলে।

ক: আচ্ছা, প্রথমে শুনুন আজকের প্রধান প্রধান বাক্য।

******প্রধান প্রধান বাক্য

ক: চিন থিয়ান থিয়ান ছি পু ছুও।

খ: পু লেং ইয়ে পু রে।

ক: পেইচিং দ্য ছিউ থিয়েন হেন শু ফু।

খ: ওয়া হেন শি হুয়ান ছিউ থিয়েন।

**********

ক: শিহাব, আজকের আবহাওয়া কেমন?

খ: খুব সুন্দর, খুব গরম না আবার খুব ঠাণ্ডাও না।

ক: হ্যাঁ, আমিও পেইচিংয়ের শরত্কাল খুব পছন্দ করি। তাহলে আজকের অনুষ্ঠানে আমরা সুন্দর আবহাওয়া সম্পর্কিত কিছু চীনা ভাষা শিখবো।

খ: প্রথম যে শব্দটা জানতে হবে, সেটা হলো চীনা ভাষায় আবহাওয়াকে কি বলা হয়।

ক: আবহাওয়াকে চীনা ভাষায় বলা হয় 'থিয়েন ছি',এখানে 'থিয়েন' মানে আকাশ, আর 'ছি' মানে বাতাস।

খ: আচ্ছা,'আকাশ বাতাস' হলো আবহাওয়া-'থিয়েন ছি'। আজকের আবহাওয়া খুব ভাল। এটা চীনা ভাষায় কি এভাবে বলা যায়? 'চিন থিয়েন থিয়েন ছি হেন হাও'।

ক: হ্যাঁ, আপনি খুব ভাল বলেছেন। 'চিন থিয়েন' মানে আজকে। 'থিয়েন ছি' মানে আবহাওয়া। 'হেন' মানে খুব। 'হাও' মানে ভাল। 'চিন থিয়েন থিয়েন ছি হেন হাও', আজকের আবহাওয়া খুব ভাল।

খ: স্বর্ণা, আমি মাঝে মাঝে শুনি চীনা বন্ধুরা বলেন 'পু ছুও, পু ছুও', তার অর্থ কী?

ক: তার অর্থ হলো 'মন্দ না'। 'পু' মানে না, 'ছুও' মানে ভুল। যেমন 'ওয়া ছুও লা', মানে আমার ভুল হয়েছে। এখানে 'পু ছুও' মানে মন্দ না, খুব ভাল।

খ: ও, আচ্ছা, তাহলে সেই বাক্যটি আমি আবার এভাবে বলতে পারি 'চিন থিয়েন থিয়েন ছি পু ছুও', তাই না?

ক: হ্যাঁ, আজকের আবহাওয়া খুব ভাল - চীনা ভাষায় আবার বলতে পারেন 'চিন থিয়ে থিয়ে ছি পু ছুও'। 'চিন থিয়েন' মানে আজকে, 'থিয়েন ছি' মানে আবহাওয়া, 'পু ছুও' মানে খারাপ না, খুব ভাল।

খ: হ্যাঁ, আজকে বেশি ঠাণ্ডা না আবার বেশি গরমও না – এ বাক্যটি চীনা ভাষায় কিভাবে বলা হয়?

ক: তাহলে ঠাণ্ডা আর গরমের চীনা ভাষা জানতে হবে। ঠাণ্ডা, চীনা ভাষায় বলা হয় 'লেং'। গরম, চীনা ভাষায় বলা হয় 'রে'। খুব গরম হলে, বলতে পারেন, 'হেন রে'। খুব ঠাণ্ডা হলে, বলতে পারেন 'হেন লেং'।

খঃ আচ্ছা, ঠাণ্ডার চীনা ভাষা হলো 'লেং'। আর গরমের চীনা ভাষা হল 'রে'। খুব ঠাণ্ডা - চীনা ভাষায় বলা হয় 'হেন লেং'। খুব গরমের চীনা ভাষা হল 'হেন রে'।

কঃ আর 'ঠাণ্ডাও না, গরমও না' – এ বাক্য চীনা ভাষায় বলা যায়, 'পু লেং ইয়ে পু রে'। 'পু' মানে না। 'পু লেং' মানে ঠাণ্ডা না। 'পু রে' মানে গরম না। 'ইয়ে' মানে ও।

খঃ ও, আচ্ছা, 'পু লেং ইয়ে পু রে' মানে ঠাণ্ডাও না, গরমও না।

ক: হ্যাঁ, পেইচিংয়ের শরত্কাল সাধারণত এ রকম - ঠাণ্ডাও না, গরমও না। মাঝে মাঝে মৃদু বাতাস বহে, খুব আরাম লাগে।

খ: আচ্ছা, শরত্কালকে তাহলে চীনা ভাষায় কী বলা হয়?

ক: শরত্কালকে চীনা ভাষায় বলা হয় 'ছিউ থিয়েন'। আর চীনা ভাষায় বসন্তকাল হলো 'ছুন থিয়েন', গ্রীষ্মকাল 'শিয়া থিয়েন', শরত্কাল 'ছিউ থিয়েন', আর শীতকাল 'তুং থিয়েন'।

খঃ আচ্ছা, বসন্তকাল হলো 'ছুন থিয়েন', গ্রীষ্মকাল 'শিয়া থিয়েন', শরত্কাল হল 'ছিউ থিয়েন' আর শীতকাল 'তুং থিয়েন'।

ক: হ্যাঁ, এ চারটি ঋতুর মধ্যে আমি শরত্কালকে সবচেয়ে বেশি পছন্দ করি। এক কারণ হলো আমার জন্ম হয়েছে শরত্কালে। আরেকটি কারণ হলো শরত্কাল ফসলের সময়।

খ: হ্যাঁ, আমিও পেইচিংয়ের শরত্কাল খুব পছন্দ করি। এখনকার আবহাওয়া খুব আরামদায়ক। আচ্ছা, 'আরামদায়ক'-এর চীনা প্রতিশব্দ কী?

ক: আরামকে চীনা ভাষায় বলা হয় 'শু ফু'। পেইচিংয়ের শরত্কাল খুব আরামদায়ক, এর চীনা বাক্য হলো 'পেইচিং দ্য ছিউ থিয়েন হেন শু ফু'। 'ছিউ থিয়েন' শরত্কাল। 'শু ফু' আরামদায়ক, 'হেন শু ফু', খুব আরামদায়ক।

খ: 'পেইচিং দ্য ছিউ থিয়েন হেন শু ফু', পেইচিংয়ের শরত্কাল খুব আরমদায়ক।

ক: আমি শরত্কাল খুব পছন্দ করি, চীনা ভাষায় বলা হয় 'ওয়া হেন শি হুয়ান ছিউ থিয়েন'। 'শি হুয়ান' মানে পছন্দ করা। 'হেন শি হুয়ান' মানে খুব পছন্দ করি।

খ: 'ওয়া হেন শি হুয়ান ছিউ থিয়েন', আমি শরত্কাল খুব পছন্দ করি।

ক: আর আমিও, 'ওয়া ইয়ে শি'।

খ: 'ওয়া ইয়ে শি', আমিও।

******প্রধান প্রধান বাক্য

ক: চিন থিয়ান থিয়ান ছি পু ছুও।

খ: পু লং ইয়ে পু রে।

ক: পেইচিং দ্য ছিউ থিয়েন হেন শু ফু।

খ: ওয়া হেন শি হুয়ান ছিউ থিয়েন।

ক: ওয়া ইয়ে শি।

**********

ক: সুপ্রিয় শ্রোতা, আজকের প্রশ্ন হলো 'আজকের আবহাওয়া খুব ভাল' চীনা ভাষায় কিভাবে বলা হয়?

খ: 'আজকের আবহাওয়া খুব ভাল' চীনা ভাষায় কিভাবে বলা হয়, তা জানা থাকলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn

ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন!(স্বর্ণা/এসআর)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক