Web bengali.cri.cn   
পাঠ-১৯ দামাদামি করা
  2012-09-25 17:33:49  cri

ক: বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং শিহাবের সঙ্গে চীনা ভাষা শিখার জন্য প্রস্তুতি নিয়েছেন? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

খ: প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন।

ক: সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শেখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

খ: আর আছি আমি শিহাবুর রহমান। নি হাও! প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং ব্যবসা-বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন।

ক: অনুষ্ঠানের শুরুতেই শ্রোতাদের কাছে একটা খবর জানিয়ে দেই। বাংলাদেশে প্রথম বারের মতো মাধ্যমিক স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের চীনা ভাষার দক্ষতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে গত রোববার। আঠারো জন শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের ছাত্র শায়ের শাবাব উত্স। দ্বিতীয় স্থান অধিকার করেছে স্কলাস্টিকা স্কুলের জিনিয়া ও অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের আন্না। তারা আগামী নভেম্বরে চীনের ইউননানে অনুষ্ঠেয় ফাইনালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

খঃ এটা অত্যন্ত ভাল একটি খবর। আমরা আশা করি, তারা ফাইনাল প্রতিযোগিতায় ভাল করবে। সুপ্রিয় শ্রোতা, আপনারা ভাল করে চীনা ভাষা শিখতে পারলে আপানাদেরও চীনে আসার সুযোগ পাবেন।

ক: হ্যাঁ, অবশ্যই। কত ক্লাসে চীনা ভাষায় কিভাবে দাম জিজ্ঞাস করা হয় আমরা শিখেছিলাম। মনে আছে?

খ: হ্যাঁ, অবশ্যই। এটা কত টাকা, চীনা ভাষায় বলা হয় 'জ্য ক্য তুও শাও ছিয়ান'।

ক: ঠিক বলেছেন, আপনি দাম জিজ্ঞাস করার সময় বলতে পারেন 'জ্য ক্য তুও শাও ছিয়ান' ।

খ: স্বর্ণা, চীনে অনেক বাজার আছে সেখানে দরকষাকষি করা যায়। কিভাবে দাম কমানোর কথা বলতে যায় - আজ সেটা শিখাবেন কি?

কঃ হ্যাঁ, অবশ্যই শিখাবো। তাহলে শুনুন আজকের প্রধান প্রধান বাক্য।

******প্রধান প্রধান বাক্য

ক: নি শিয়াং মাই শেন মা?

খ: ছেন ই। জ্য ক্য তুও শাও ছিয়ান?

ক: সান পাই।

খ: থাই কুই লা। ফিয়ান ই তিয়ান।

ক: আর পাই উ।

খ: আর পাই।

ক: ছং চিয়াও।

**********

ক: আপনি কোনো দোকানে গেলে দোকানদার প্রথম আপনাকে জিজ্ঞাস করবে - আপনি কি কিনতে চান? সেটা চীনা ভাষায় বলা হয় 'নি শিয়াং মাই শেন মা?" নি-তুমি, শিয়াং-চাওয়া, মাই-কেনা, শেন মা-কি।

খ: আপনি কী কিনতে চান, চীনা ভাষায় বলা হয় 'নি শিয়াং মাই শেন মা?" এখানে 'নি' আমরা আগেই শিখেছি। এর অর্থ তুমি। 'শিয়াং' এবার প্রথম শিখলাম, মানে চাওয়া। 'মাই' হলো কেনা, আর 'শেন মা' মানে কি।

ক: হ্যাঁ, 'নি শিয়াং মেই শেন মা', আপনি কী কিনতে চান। এখানে কেনার চীনা শব্দের উচ্চারণ হলো 'মাই', তৃতীয় টোন। আপনি চতুর্থ টোন বললে তার অর্থ কিন্তু উল্টা হয়ে যাবে। কারণ চতুর্থ টোন হলে অর্থ হলো বেচা, বিক্রি করা।

খ: ও, আচ্ছা,তাহলে সঠিক উচ্চারণ করতে হবে, নইলে অর্থ একদম উল্টে যাবে। তৃতীয় টোনে 'মাই' মানে কেনা, আর চতুর্থ টোনে 'মাই' মানে বেচা।

ক: হ্যাঁ, ঠিক বলেছেন। আর শিহাব, আপনি দোকানে গেলে বেশির ভাগ কী কিনেন?

খ: আমি তো শার্ট জাতীয় কিছু কিনি সাধারণত।

ক: হ্যাঁ, শার্ট, জামা, চীনা ভাষায় বলা হয় 'ছেন ই'।

খ: আচ্ছা, 'ছেন ই' মানে জামা অথবা শার্ট। তাহলে এ শার্টের দাম কত?

ক: তা আমরা গত ক্লাসে শিখেছিলাম, 'জ্য ক্য ছেন ই তুও শাও ছিয়ান?'

খ: এ শার্টটি কত টাকা, চীনা ভাষায় বলা হয় 'জ্য ক্য ছেন ই তুও শাও ছিয়ান'।

ক: এটার দাম তিন'শ ইউয়ান, 'সান পাই খুয়াই'। শত, চীনা ভাষায় বলা হয় 'পাই'। তাই তিন'শকে বলা হয় 'সান পাই'।

খ: না, বেশি দামি।

ক: 'থাই কুই লা'। 'কুই' মানে দামি, আর সস্তা হল 'ফিয়ান ই'।

খ: আচ্ছা, 'থাই কুই লা' মানে বেশি দামি হয়েছে। একটু কমাতে হবে।

ক: তাহলে বলতে পারেন, 'ফিয়ান ই তিয়ান', 'ফিয়ান ই' মানে সস্তা, 'তিয়ান' মানে একটু। একটু সস্তা করে দিন, 'ফিয়ান ই তিয়ান'।

খ: 'ফিয়ান ই তিয়ান' একটু সস্তা করে দিন, একটু কমিয়ে দিন।

ক: আচ্ছা, তাহলে পঞ্চাশ কমাবো, দু'শ পঞ্চশ, কেমন? 'আর পাই উ'। এখানে 'আর পাই' মানে দুই'শ। যেহেতু দুই'শ-এর কথা বলেছেন, তাই পেছনে পঞ্চাশকে সহজভাবে পাঁচ-'উ' বলা যায়। আর যদি দুই'শ পাঁচ হয় তাহলে চীনা ভাষায় বলা হয় 'আর পাই লিং উ', মানে দু'শ শূন্য পাঁচ।

খ: আচ্ছা, বুঝলাম, দু'শ পঞ্চশ চীনা ভাষায় বলা হয় 'আর পাই উ'। আর দু'শ পাঁচ চীনা ভাষায় বলা হয় 'আর পাই লিং উ'। না, দু'শ পঞ্চাশ হলেও বেশি হয়েছে। দুই'শ, 'আর পাই'।

ক: ঠিক আছে, ডিল, 'ছং চিয়াও'। 'ছং চিয়াও' মানে ইংরেজিতে 'ডিল'। যখন দু'জন একটি ব্যবসা নিয়ে একমত হন তখন বলা হয় 'ছং চিয়াও'।

খ: আচ্ছা, 'ছং চিয়াও' মানে ব্যবসা হয়েছে। খুব ভাল, আমি এ শব্দটা খুব পছন্দ করি।

ক: হ্যাঁ, আপনি তো সস্তা দাম দিয়ে জামা কিনতে পেরেছেন, অবশ্যই খুশি হবেন।

খ: আসলে দামাদামি করা বেশ মজার ব্যাপারে।

******প্রধান প্রধান বাক্য

ক: নি শিয়াং মাই শেন মা?

খ: ছেন ই। জ্য ক্য তুও শাও ছিয়ান?

ক: সান পাই।

খ: থাই কুই লা। ফিয়ান ই তিয়ান।

ক: আর পাই উ।

খ: আর পাই।

ক: ছং চিয়াও।

**********

ক: সুপ্রিয় শ্রোতা, কিভাবে দামাদামি করতে হয় আপনারা শিখেছেন তো? এখানে আপনাদের জন্য একটা ছোট প্রশ্ন রাখি। প্রশ্নটি হলো 'একটু সস্তা করে দিন' চীনা ভাষায় কিভাবে বলা হয়?

খ: 'একটু সস্তা করে দিন' - চীনা ভাষায় কিভাবে বলা হয়, তা জানা থাকলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn

ক: যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

খ: আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে। জাই চিয়েন! (ইয়াং ওয়েই মিং/এসআর)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক