Web bengali.cri.cn   
পাঠ-২: পরিচয় দেওয়া
  2012-08-29 17:29:44  cri
    বাংলায় চীনা ভাষা শিখুন। সুপ্রিয় শ্রোতা, হাতে খাতা-কলম নিয়ে স্বর্ণা এবং শিহাবের সঙ্গে চীনা ভাষা শিখার জন্য প্রস্তুতি নিয়েছেন? চলুন, কনফুসিয়াস ক্লাসরুমের ক্লাস শুরু হচ্ছে।

    কঃ প্রতিদিন মাত্র পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি অনেক চীনা ভাষা শিখতে পারেন। সুপ্রিয় শ্রোতা, আপনারা এখন চীন আন্তর্জাতিক বেতারের এক নতুন চীনা ভাষা শিখার অনুষ্ঠান 'কনফুসিয়াস ক্লাসরুম' শুনছেন। আপনাদের সঙ্গে আছি আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা।

    খঃ আর আছি আমি শিহাবুর রহমান। প্রিয় শ্রোতা, 'কনফুসিয়াস ক্লাসরুম' অনুষ্ঠান থেকে আপনারা প্রাথমিক চীনা ভাষা এবং বাণিজ্যে প্রয়োজনীয় চীনা ভাষা শিখতে পারবেন। স্বর্ণা, নি হাও মা?

    কঃ শিহাব, ওয়া হেন হাও। সিয়ে সিয়ে। নি না?

    খঃ ওয়া ইয়ে হেন হাও।

    কঃ বাহ! শিহাব, খুব ভাল শিখেছেন।

    খঃ আপনাকে ধন্যবাদ স্বর্ণা। আমি একটু একটু করে চীনা ভাষা শিখছি। কারণ আমার ভাল শিক্ষক আছেন। আচ্ছা স্বর্ণা, পেইচিংয়ে আমার প্রায় নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়। তো চীনা ভাষায় কিভাবে পরিচয় দিতে হয় - সেটা জানা খুব জরুরি।

    কঃ চিন্তা করবেন না। আজকের ক্লাসে শিখাবো চীনা ভাষায় কিভাবে পরিচয় দিতে হয়। প্রথমে শুনুন, আজকের প্রধান প্রধান বাক্য।

    ******প্রধান প্রধান বাক্য

    কঃ নি হাও, ওয়া শি ইয়াং ওয়েই মিং, শি জুং কুও রেন।

    খঃ নি হাও, ওয়া শি শিহাব, শি মেং চিয়া লা কুও রেন।

    কঃ থা শি শুই?

    খঃ থা শি শান্তা। থা ইয়ে শি মেং চিয়া লা কুও রেন।

    **********

    কঃ পরিচয় প্রয়োজন হয় দু'জন বা আরো বেশি মানুষের মধ্যে প্রথম দেখা হওয়ার সময়। মাঝে মাঝে অন্য কাউকেও পরিচয় করিয়ে দেওয়া লাগে। কিন্তু প্রথমে জানতে হবে কিভাবে নিজের পরিচয় দিতে হয়। নি হাও! ওয়া শি ইয়া ওয়েই  মিং, শি জুং কুও রেন।

    খঃ নি হাও, ওয়া শি শিহাব, শি মেং চিয়া লা কুও রেন।

    কঃ প্রথমে বলতে হবে আপনার নাম; তারপর আপনি কোন দেশের মানুষ। ওয়া শি স্বর্ণা। 'ওয়া' - আমি, 'শি' ইংরেজি 'be' verb-এর মতো, এখানে মানে হই। 'ওয়া শি' মানে আমি হই। 'জুং কুও' - চীন। 'রেন' - মানুষ। 'জুং কুও রেন' - চীনা মানুষ।

    খঃ 'ওয়া' - আমি, 'শি' -হই। 'জুং কুও' - চীন। 'রেন' - মানুষ। 'জুং কুও রেন' - চীনা মানুষ।

    কঃ হ্যাঁ, চীনা ভাষায় 'শি'র মানে ইংরেজি be-এর মতো। এটা ক্রিয়ার কাল বা বক্তার রূপ পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হবে না। যেমন I am বা আমি হই - 'ওয়া শি', You are বা তুমি হও - 'নি শি', He is বা সে হয় 'থা শি'।

    খঃ I am - 'ওয়া শি', You are - 'নি শি', He is - 'থা শি'। আচ্ছা স্বর্ণা, আমার মনে হয়, এটা হলো চীনা ভাষা সহজ হওয়ার জায়গা। ক্রিয়ার কাল বা বক্তার রূপের সঙ্গে পরিবর্তন হয় না।

    কঃ হ্যাঁ, ঠিকই বলেছেন। আর আপনার জাতীয়তা বলার সময় প্রথমে দেশের নাম বলবেন, তারপর যোগ দেবেন 'রেন' শব্দ, মানে মানুষ। যেমন, চীনকে চীনা ভাষায় বলা হয় 'জুং কুও'। আর চীনা মানুষকে বলা হয় 'জুং কুও রেন'।

    খঃ হ্যাঁ বুঝলাম। আর বাংলাদেশকে চীনা ভাষায় কি বলা হয়?

    কঃ মেং চিয়া লা কুও।

    খঃ মেং চিয়া লা কুও। তাহলে বাংলাদেশি বা বাংলাদেশের মানুষকে বলা হয়, 'মেং চিয়া লা কুও রেন'। তাই না স্বর্ণা?

    কঃ হ্যাঁ, ঠিকই বলেছেন। 'মেং চিয়া লা কুও রেন'। 'ওয়া শি মেং চিয়া লা কুও রেন। আমি বাংলাদেশি।

    খঃ 'ওয়া শি মেং চিয়া লা কুও রেন। আমি বাংলাদেশি।

    কঃ আর আমি যদি তৃতীয় মানুষের পরিচয় জানতে চাই, তাহলে বলবো, 'থা শি শুই'? মানে তিনি কে, বা সে কে? 'থা' - সে অথবা তিনি। 'শি' - is, 'শুই' - কে।

    খঃ 'থা শি শুই'? 'থা' - সে অথবা তিনি। 'শি' - is, 'শুই' - কে।

    কঃ উত্তরে বলতে পারেন, 'থা শি শান্তা', মানে তিনি শান্তা। আর গত ক্লাসে আমরা শিখেছি, 'ইয়ে' মানে too, also অর্থাত্ ও। তিনিও বাংলাদেশি, 'থা ইয়ে শি মেং চিয়া লা কুও রেন'।

    খঃ 'থা শি শান্তা', মানে তিনি শান্তা। 'থা ইয়ে শি মেং চিয়া লা কুও রেন', তিনিও বাংলাদেশি।

    ******প্রধান প্রধান বাক্য

    কঃ নি হাও, ওয়া শি ইয়াং ওয়েই মিং, শি জুং কুও রেন।

    খঃ নি হাও, ওয়া শি শিহাব, শি মেং চিয়া লা কুও রেন।

    কঃ থা শি শুই?

    খঃ থা শি শান্তা। থা ইয়ে শি মেং চিয়া লা কুও রেন।

    **********

    খঃ স্বর্ণা, আমি বুঝেছি। 'ওয়া শি শিহাব' মানে আমি শিহাব। আর 'ওয়া শি মেং চিয়া লা কুও রেন', মানে আমি বাংলাদেশি।

    কঃ দেখুন, শিখেছেন তো। আর চীনা ভাষায় ভারতকে বলা হয়, 'ইন তু'। আর ভারতীয় মানুষকে বলা হয়, 'ইন তু রেন'।

    খঃ আচ্ছা, 'ইন তু' - ভারত। 'ইন তু রেন', ভারতীয় মানুষ। স্বর্ণা, সব দেশের নাম কি চীনা ভাষায় আছে?

    কঃ হ্যাঁ, সমস্যা নেই। আমরা আস্তে আস্তে শিখবো সেগুলো। সুপ্রিয় শ্রোতা, আপনারা শিখেছেন তো? এখানে আপনাদেরকে একটা ছোট প্রশ্ন করবো। চীনা ভাষায় কিভাবে নিজের জাতীয়তা বলা হয়?

    খঃ উত্তর জানলে ইমেল পাঠাতে পারেন আমাদের কাছে। আমাদের ইমেল ঠিকানা হচ্ছে: ben@cri.com.cn

    কঃ যারা সঠিক উত্তর পাঠাবেন, তারা পেতে পারেন কিছু ছোট উপহার। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।

    খঃ আগামী শনিবার আবার কথা হবে, চীনা ভাষা নিয়ে।

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক