Web bengali.cri.cn   
চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ
  2013-07-12 09:36:20  cri

চীন আন্তর্জাতিক বেতারের বাংলা ভাষা অনুষ্ঠান সম্প্রচার ১৯৬৯ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এখন বাংলা ভাষা অনুষ্ঠান সম্প্রচারের পাশাপাশি, বাংলা ভাষার ওয়েবসাইট (bengali.cri.cn), বাংলা ভাষার পত্রিকা 'পূবের জানালা' আর বাংলাদেশের ঢাকায় সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কাজের খাত। বাংলা ভাষার ওয়েবসাইট চালু হয় ২০০৪ সালের ১ নভেম্বর। এটা হচ্ছে চীনের সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতিসহ নানা ক্ষেত্রের তথ্য জানার এক সুবিধাজনক উপায়। এখন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত বাংলাদেশের রাজধানী ঢাকায় ১০৩.২MHz, চট্টগ্রামে ১০৫.৪MHz স্পষ্টভাবে সিআরআইয়ের বাংলা ভাষার এফএম অনুষ্ঠান শোনা যায়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক