
চীনের টিভি নাটক বার্মিজ ভাষায় অনুবাদ করবে সি আর আই

2012-09-14 18:42:29 cri
চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালক ওয়াং কেং নিয়ান এবং মায়ানমারের উপ-প্রচারমন্ত্রী উ ইয়ে তুত এ চুক্তিতে স্বাক্ষর করেন।
চীনের রাষ্ট্রীয় টিভি, বেতার ও চলচ্চিত্র ব্যুরো এবং মায়ানমারের প্রচার মন্ত্রণালয়ের সমর্থনে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
মায়ানমারের প্রেসিডেন্ট উ থাইন সেইন এবং ওই দেশটি সফররত চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান উ পাং কুও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (শুয়েইফেইফেই/এসআর)
মন্তব্য

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
