Web bengali.cri.cn   
লৌইয়াং পিয়ানি ফুল সংস্কৃতি দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে মা ওয়েগুং
  2012-08-31 15:41:48  cri

(বাম দিকে লৌইয়াং শহরের ডেপুটি মেয়র শি বিংরুই,  ডান দিকে সিআরআই'র উপ প্রধান সম্পাদক মা ওয়েগুং )

১১ এপ্রিল স্থানীয় সরকারের আমন্ত্রণে চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই'র উপ প্রধান সম্পাদক মা ওয়েগুং ২৯তম লৌইয়াং পিয়ানি ফুল সংস্কৃতি দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও লৌইয়াং শহরের সরকারের ডেপুটি মেয়র শি বিনরুই ও পর্যটন ব্যুরোর পরিচালক ওয়েই লিফেং তাঁর সঙ্গে বৈঠক করেছেন। তাঁরা চীনের বিখ্যাত্ নগর ওয়েবসাইট প্রতিষ্ঠার জন্য মত বিনিময় করেছেন।

মা ওয়েগুং প্রথমে সিআরআই'র বহু ভাষা ও বহু ধরণের পদ্ধতিতে প্রচারের সুবিধা এবং চীনের বিখ্যাত্ নগর ওয়েবসাইট প্রতিষ্ঠার কথা ব্যক্ত করেছেন। লৌইয়াং সিআরআই'র ২০১০ সালের চীনা নগরীর রাংকিংয়ে দশটি জনপ্রিয় নগরের মধ্যে একটি নগর হিসেবে প্রথম দফায় চীনের বিখ্যাত্ নগর ওয়েবসাইটে দেয়া হবে।

লৌইয়াং শহরের ডেপুটি মেয়র শি বিংরুই লৌইয়াং শহরের সরকারের পক্ষ থেকে সিআরআই'র ৭০ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ৭০ বছরের বৈদেশিক প্রচারের মাধ্যমে সিআরআই'র যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। লৌইয়াংয়ের সংস্কৃতি ও পর্যটনের সম্পদ সমৃদ্ধ। তিনি আশা করেন, সিআরআই'র মাধ্যমে সারা বিশ্বের শ্রোতাদেরকে লৌইয়াং সম্পর্কে জানানো হবে। (ছাই ইউয়ে)

মন্তব্য
মন্তব্য
লিঙ্ক