Web bengali.cri.cn   
পশ্চিমদেশ অভিমুখে যাত্রা-২২: বৃষ্টি নামিয়ে দুর্দশা মোচন
  2013-11-25 15:16:21  cri


জোড়াগুহার চিতাবাঘ দানব দমন করে আচার্য ও তার শিষ্য পশ্চিম দেশের পথে যেতে যেতে একদিন এক নগর প্রাচির দেখলেন। আচার্য মনে করলেন, এটা ভারতবর্ষের কাছাকাছি থিয়ানচু অঞ্চল। উখোং জানালো যে আচার্যের অনুমান ঠিক নয়।

সবাই নগরে প্রবেশ করলো। দেখা গেলো লোকজন কম এবং তারা বিষাদমগ্ন।

এ নগরে আচার্য ও তাঁর শিষ্যরা কেমন সময় কেটেছেন? তা জানার জন্য এ গল্পটি শুনুন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক