Tuesday Apr 8th   2025 
Web bengali.cri.cn   
পশ্চিমদেশ অভিমুখে যাত্রা-৭: পদ্মপুষ্প গুহা
  2013-08-05 18:40:38  cri


আচার্য ও তাঁর তিন শিষ্য পশ্চিম দেশের দিকে যাচ্ছেন তো যাচ্ছেন। এক দিন সুন উখোং মেঘে চড়ে আগে আগে যাচ্ছিলো। এমন সময় তার সঙ্গে দেখা হলো এক দেবদুতের। দেবদুত সতর্ক করে দিয়ে বললেন, সামনের পাহাড়ে দুই দানব আছে। তারা যাদু বিদ্যায় ওস্তাদ এবং অনেক রুপ নিতে পারে। কাজেই সাবধান।

উখোং তখনি মেঘ থেকে নিচে নেমে এলো। কিন্তু কাউকে কিছু না বলে কাঁদার ভান করলো।

আপনারা জানেন, উখোং কেন কাঁদার ভান করলো? এ পর্বে উখোং আর তার আচার্য কী বিপদ সম্মুখীন হবে? তা জানার জন্য গল্পটি শুনুন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক