Web bengali.cri.cn   
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামের সাক্ষাত্কার
  2012-12-18 18:24:11  cri
 প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। আমি – পেইচিং থেকে আপনাদের সকলকে 'খোলামেলা' অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।

বন্ধুরা, ক্রিকেট খেলার ইতিহাস এক'শ বছরেরও বেশি। তবে, ক্রিকেট এখনো সাধারণ চীনা নাগরিকদের কাছে একটি তুলনামূলভাবে নতুন খেলা। ২০০৫ সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সমর্থন ও সাহায্যে ক্রিকেট আনুষ্ঠানিকভাবে চীনে প্রবেশ করে। এখন পেইচিং, থিয়েনচিন, শাংহাই, ছোছিং, চেনচিয়াং, কুয়াংতুং, শানতুং, হেইলোংচিয়াং এবং লিয়াওনিং---এই নয়টি প্রদেশে ক্রিকেট খেলা চালু হয়েছে।

মোহাম্মদ আমিনুল ইসলাম বাংলাদেশের জনপ্রিয় ও নামকরা ক্রিকেট খেলোয়াড় ছিলেন। ২০০৭ সালে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা হিসেবে চীনে এসে চীনের প্রথম নারী ক্রিকেট দল প্রতিষ্ঠা করেন। চলতি বছর কুয়াংচৌতে অনুষ্ঠিত 'মহিলা টি-টোয়েন্ট এশিয়া কাপ ক্রিকেট' চলাকালে মোহাম্মদ আমিনুল ইসলামের সঙ্গে পরিচিত হবার সুযোগ হয় আমার। চীনে ক্রিকেট প্রসারে তার প্রয়াসের কথা শুনে আমার বেশ ভালো লেগেছে।

বন্ধুরা, 'খোলামেলা' অনুষ্ঠানে এখন শুনুন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্রিকেট উন্নয়ন কর্মকর্তা ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় মোহাম্মদ আমিনুল ইসলামের সাক্ষাত্কার। (ইয়ু / আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক