Web bengali.cri.cn   
সাবেরা আহমেদের সাক্ষাত্কার
  2012-11-16 19:38:14  cri
'ব্যবসা আড্ডা' বাংলাদেশের মহিলা উদ্যোক্তা এবং তথ্যপ্রযুক্তি ও শিক্ষা পরামর্শক সাবেরা আহমেদের সঙ্গে। তিনি কথা বলেছেন নিজের ব্যবসায়ের সূচনা ও অগ্রযাত্রা নিয়ে, আলোকপাত করেছেন নারী ব্যবসায়ীদের সামনের নানা সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে এবং পথ দেখিয়েছেন কীভাবে সে সব সমস্যা-চ্যালেঞ্জ অতিক্রম করা যায়।
মন্তব্য
লিঙ্ক