Web bengali.cri.cn   
মুক্তার কথা-২৫ জানুয়ারী
  2014-02-07 15:37:06  cri


মু: সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আ: আর বরাবরের মতোই সঙ্গে আছি আমি আলিমুল হক।

মু: আচ্ছা, বন্ধুরা, আপনারা জানেন, আর মাত্র কয়েকদিন বাদেই চীনের বসন্ত উত্সব শুরু হতে যাচ্ছে। প্রতিবছর এ উত্সবকে কেন্দ্র করে গোটা চীনজুড়ে সাজসাজ রব পড়ে যায়। চীনের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চীনারা ছুটে যায় নিজ নিজ জন্মস্থানে, পরিবারের সাথে মিলিত হয়ে উত্সব উদযাপন করার জন্য। ফলে, এই সময়টায় চীনের পরিবহন ব্যবস্থার ওপর ভীষণ চাপ পড়ে। আজকের অনুষ্ঠানের শুরুতেই বসন্ত উত্সবের সময় চীনের লক্ষ-কোটি মানুষের এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার গল্প বলবো। তারপর ফিরে যাবো মূল অনুষ্ঠানে।

আপনারা নিশ্চয়ই জানেন যে, চীনের লোকসংখ্যা বিশ্বের যে-কোনো দেশের চেয়ে বেশি। প্রায় ১৩০ কোটি লোকের বাস বিশাল এই দেশে। বসন্ত উত্সবের সময় এদের একটা উল্লেখযোগ্য অংশ কর্মস্থল থেকে জন্মস্থানে ফিরে যায়। বসন্ত উত্সব উপলক্ষ্যে চীনারা কয়েকদিন সরকারি ছুটি পায়। এই ছুটিটা তারা কাজে লাগায় পরিবারের সঙ্গে মিলিত হবার জন্য। আগেই বলেছি, বসন্ত উত্সবের সময় গোটা চীনের পরিবহন ব্যবস্থার ওপর চাপ পড়ে। এ সময় চীনে যে বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন যানবাহনে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে, একে বলা হয় 'বসন্ত উত্সব পরিবহন'। চীনা ভাষায় 'ছুনইউন'। প্রতি বছর চীনের জাতীয় আর্থ-বাণিজ্য কমিশন বসন্ত উত্সব পরিবহনের সময় ঘোষণা করে। জাতীয় রেলওয়ে ব্যুরো, পরিবহন মন্ত্রণালয়, বেসামরিক বিমান ব্যুরো সময়টাকে কেন্দ্র করে বিশেষ পরিবহন পরিকল্পনা প্রণয়ন করে। বসন্ত উত্সবের বিশেষ পরিবহন ব্যবস্থা সাধারণত ৪০ দিন স্থায়ী হয় এবং এ সময়কাল শুরু হয় চীনা চান্দ্র পঞ্জিকার দ্বাদশ মাসের ১৬ তারিখ। কারণ, তখন শহরে শহরাঞ্চলে কর্মরত কৃষকদের ছুটি শুরু হয়। তারা সেই ছুটিতে নিজ নিজ জন্মস্থানে ফিরে যায়।

চীনে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা হল রেলওয়ে। বসন্ত উত্সব পরিবহনের সময় ট্রেনের টিকিট কেনা একটি কঠিন কাজ। জাতীয় রেলওয়ে ব্যুরো এ সমস্যা সমাধানের জন্য ট্রেনের টিকিট বিক্রির বিশেষ ব্যবস্থা গ্রহণ করে। এসময় অতিরিক্ত ট্রেনও চালু করা হয়। কিন্তু এসব সত্ত্বেও, ওই ৪০ দিনের সময়কালে টিকিট কাটা খুবই কঠিন। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে লোকজনকে টিকিট সংগ্রহ করতে হয়। প্রতি বছর ওই ৪০ দিনে রেলওয়ে ৩০০ কোটি যাত্রী বহন করে। কিন্তু চীনা এত কষ্ট সহ্য করে হাসিমুখে। কারণ, কষ্টের পরই তারা পরিবারের সাথে মিলিত হতে পারে। পরিবারের সাথে মিলনের আনন্দ সব কষ্ট দূর করে দেয়। আচ্ছা আলিম, বাংলাদেশে কোনো গুরুত্বপূর্ণ উত্সবে এ ধরণের পরিবহন চাপ পড়ে কি?

আ: মুক্তা, বাংলাদেশ চীনের তুলনায় অনেক ছোট আয়তনের দেশ। তবে, আয়তন হিসেবে লোকসংখ্যা কিন্তু কম নয়। প্রায় ষোল কোটি। এই ষোল কোটি মানুষের মধ্যে প্রায় ৮৫ শতাংশ হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী। আপনি জানেন, মুসলিমদের ফিবছর দুটি ঈদ উত্সব আছে। ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা। তো, ঈদের সময় গ্রামের বাড়িতে গিয়ে অনেকেই ঈদ করেন। বিশেষ করে রাজধানী ঢাকা থেকে অনেক মানুষ গ্রামের বাড়ি যান আত্মীয়-স্বজনদের সাথে ঈদ করার জন্য। তখন ঈদের আগে ও পরে ঘরমুখো মানুষের প্রচণ্ড চাপ পরে পরিবহন ব্যবস্থার ওপর। ট্রেন-বাস-লঞ্চে সমান ভীর হয় যাত্রীদের। ঈদের সময় এসব পরিবহন যানের টিকিট পাওয়া ভীষণ কষ্টকর হয়। অনেক চড়া দামে তখন টিকিট বিক্রি হয়। তবে, সেই চাপ কোনো হিসেবেই চীনের বসন্ত উত্সবের পরিবহন চাপের সাথে তুলনীয় নয়। চীনের বসন্ত উত্সবকে কেন্দ্র করে লোক স্থানান্তরের যে ঘটনা প্রতিবছর ঘটে তা এক কথায় অনন্য।

মুক্তা: হ্যা, আপনি ঠিকই বলেছেন, পৃথিবীতে এ ধরনের ঘটনা আর দ্বিতীয়টি ঘটে না। আরেকটি কথা, বসন্ত উত্সবের সময় অসংখ্য লোক যেমন রাজধানী বেইজিং ছেড়ে বাইরে যায়, তেমনি অনেক লোক উত্সব পালনের জন্য বেইজিংয়ে আসেন।

আ: তো, সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে চীনের বসন্ত উত্সবের আগাম শুভেচ্ছা জানিয়ে বসছি আপনাদের চিঠিপত্র নিয়ে। আজকের প্রথম চিঠি লিখেছেন বাংলাদেশের ঢাকার সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের উপ-পরিচালক তাছলিমা আক্তার লিমা। তিনি লিখেছেন: সকালে পিঠাপুলি ও খেজুর রসের পায়েস খাওয়া এবং সেই সাথে ক্ষেত ভরা হলুদ সরষে ফুলে ভ্রমরের দোলা দেখতে সিআরআই বাংলা বিভাগের সকল বন্ধুকে আমন্ত্রণ জানাই। নতুন বছরের আগমনে শিশির ভেজা শিউলী ফুলের শুভেচ্ছাও জানাচ্ছি। প্রিয় মুক্তা আপু ও আলিম ভাইয়া কেমন আছেন? নতুন বছরে নতুন আনন্দে 'মুক্তার কথা' অনুষ্ঠানের মাধ্যমে সকল শ্রোতাবন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা দীর্ঘ সময় ধরে সিআরআই-এর সাথে ছিলাম এবং আগামীতেও থাকবো এ প্রতিশ্রুতি দিচ্ছি। নতুন বছরে সিআরআই শ্রোতাদের আরো নিত্য-নতুন অনুষ্ঠান উপহার দিবে বলে আমরা আশা করি। ২০১৩ সালে সিআরআই আমাদের যেসব অনুষ্ঠান উপহার দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। এজন্য আমি আমাদের সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের সবাইকে ধন্যবাদ জানাই।

মু: বন্ধু লিমা, আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি, নতুন বছরে আপনিসহ আপনার ক্লাবের সব সদস্য নিয়মিত আমাদেরকে চিঠি লিখবেন এবং আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন। ধন্যবাদ।

আ: চুয়াডাংগা জেলার গ্লোবাল সিআরআই রেডিও লিসনার্স ক্লাবের প্রফেসর আশরাফুল ইসলাম তার ইমেলে লিখেছেন: ২০১৪ সালের পহেলা জানুয়ারি চীন আন্তর্জাতিক বেতার বাংলা

বিভাগের ইতিহাসে এক অনন্য দিন। কারণ, এদিন থেকে শুরু হয় এফএম, মিডিয়ামওয়েভ ও শর্টওয়েভে একটানা তিন ঘন্টা বাংলা অনুষ্ঠান সম্প্রচার। যার প্রতি ঘন্টায় থাকছে স্বতন্ত্র অনুষ্ঠান। প্রথমদিনের অনুষ্ঠানে সিআরআই মহাপরিচালকের শুভেচ্ছাবাণী, নববর্ষের বিশেষ 'চলুন বেড়িয়ে আসি', সুবর্ণা আপুর উপস্হাপনায় 'বিশেষ সংগীতানুষ্ঠান', বিশেষ 'পূবের জানালা' ও নববর্ষের বিশেষ নাটক দারুণ উপভোগ করেছি। সুন্দর এ আয়োজনের জন্য আমি সিআরআইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন বছরের প্রথম অনুষ্ঠানে 'নতুন আনন্দে জাগো' শীর্ষক নাটকে স্বর্ণা আপু, জিনিয়া আপু ও প্রকাশ ভাইয়া দারুণ অভিনয় করেছেন। লিপন ভাইয়াকে ধন্যবাদ বিদায়মূহুর্তে শ্রোতাদেরকে খুব মজাদার একটি নাটক উপহার দেওয়ার জন্য। আমি সিআরআই বাংলা বিভাগের পরিচালক ম্যাডাম ইয়ু কোয়াং ইউকে অনুরোধ জানাবো, তিনি যেন চীনাদের দ্বারা অভিনীত নাটক প্রচারের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখেন।

মু: আচ্ছা, শ্রোতাদেরকে সুন্দর অনুষ্ঠান উপহার দেয়া হল আমাদের মূল লক্ষ্য। আশরাফুল ভাই, আপনাকে আমাদের নিয়মিত মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আরো বেশি শ্রোতা আমাদের নতুন অনুষ্ঠান সম্পর্কিত মতামত পাঠাবেন। আর হ্যা, ম্যাডাম ইয়ুকে আপনার অনুরোধ পৌঁছে দিয়েছি। আশা করি আপনার এখন থেকে নিয়মিত বিরতিতে চীনাদের দ্বারা অভিনীত নাটক শুনতে পাবেন।

আ: বাংলাদেশের কুমিল্লা জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের সভাপতি সোহাগ বেপারী লিখেছেন: সুপ্রিয় ভাইয়া ও আপু আমিসহ আমার শ্রোতা সংঘের সবাই গভীরভাবে শোকাহত বাংলার কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেনের মৃত্যুতে। যে চলে যায় সে আর কোনদিন ফিরে আসে না; যেমন করে ফিরে আসবে না অভিনেত্রী সুচিত্রা সেন। চিরবিদায় নিয়ে চলে গেছেন তিনি। তবে তিনি বেঁচে থাকবেন তার ভক্তদের হৃদয়ে যুগ যুগ ধরে।

মু: বন্ধু সোহাগ বেপারি, ভারতীয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তীর নায়িকা সুচিত্রা সেনের মৃত্যুতে আমরাও শোকাহত। তিনি দীর্ঘকাল লোকচক্ষুর অন্তরালে ছিলেন। শেষ পর্যন্ত পরিণত বয়সে পরপারে চলে গেলেন। আপনি ঠিকই বলেছেন, উত্তম-সুচিত্রা জুটির কথা বাংলার চলচ্চিত্রমোদী দর্শকরা কোনদিন ভুলবেন না। উত্তর কুমার অনেক আগেই প্রয়াত হয়েছেন। এখন চলে গেলেন সুচিত্রা। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

আ: পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের ডা এস এম এ হান্নান লিখেছেন: প্রতিদিন চীন আন্তর্জাতিক বেতারের তিন ঘন্টার অনুষ্ঠান শুনছি, ওয়েব সাইট ভিজিট করছি, ফোনে আলাপ করছি, সব মিলিয়ে সি আর আই এর সাথেই আছি। আন্তর্জাতিক সংবাদ, সংবাদ পরিক্রমা, নতুন বন্ধু এনামুল হক টুটুল-এর উপস্থাপনা ইত্যাদি আমাদের আকর্ষণ করছে। তাই তো সি আর আইকে ছাড়া একটি মুহূর্তও কল্পনা করা যায় না। সবশেষে আমি কনফুসিয়াস ক্লাসরুমে ভর্তির নিয়মকানুন জানতে চাই।

মু: বন্ধু হান্নান, আপনাকে আমাদের অনুষ্ঠানের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আমাদের নতুন বন্ধুকে আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। কনফুসিয়াস ক্লাশরুমে ভর্তি হওয়া সহজ। কনফুসিয়াস ক্লাশরুমের অফিসে যোগাযোগ করলেই আপনি সব নিয়মকানুন জানতে পারবেন। ভালো থাকবেন।

(গান)

আ: wK‡kviMÄ জেলার jvf‡dvU© B›Uvib¨vkbvj wW-Gw•s K¬vবের cÖavb Dc‡`óv Kwe Avãyj nvbœvb লিখেছেন: Avwg GKRb cÖexY mvwnZ¨Kgx©। GLb A‡bKUvB gvbwmKfv‡e Aeসাদগ্রস্ত। wKš' 25/30 eQi Av‡M hLb Avgvi ‡hŠeb wQ‡jv, ZLb Kíbvi RM‡Z Avgvi wePiY wQ‡jv Aবাধ। ZLb wek¦‡K GKvš—fv‡e wb‡Ri K‡i †`LZvg| ‡mw`b my`~‡ii Pxb‡KI Avwg Avgvi ü`‡q Avcb K‡i †cvlY KiZvg| GLbI Kwi| ZLb wjLZvg Pxbv evsjv †eZv‡i| Ges †mLvb †_‡K Avwg cyi®‹„ZI n‡qwQjvg| ZLb A‡bK †kªvZv‡KB Pxb ågণের my‡hvM †`Iqv n‡qwQj, wKš' `yf©vM¨ekZ Zv †Kv‡bv ARvbv Kvi‡Y eÜ n‡q hvq। nVvr B`vwbs †iwWI‡Z ïb‡Z †cjvg wmAviAvB-Gi bvg| ZLb cÖ¾¡wjZ n‡q ওঠে Avgvi myß ü`q| GLb cÖwZw`bB m‡Ü¨ 7Uvq wmAviAvB ïwb| bv n‡j †Kgb †hb A¯^w¯— †eva Kwi| Avi hLbB †iwWI wUDb Kwi ZLb LyeB Avb›` cvB evsjv Abyôvb ï‡b| Pxbv †eZvi †_‡K cvIqv †mB cyi®‹viwU AvRI Avgvi N‡i cÖ`k©bx e¯' wn‡m‡e msiw¶Z Av‡Q| †mUv †`‡L †`‡L AvRI Avwg Me© Abyfe Kwi| †KD wRÁvm Ki‡j eyK dzwj‡q e‡j †`B, G Avgvi gvbm Rb¥f~wg Px‡bi †`Iqv Dcnvi| wcÖq gy³v, Avwg Avgvi Rxeনের শেষ প্রান্তে G‡m †V‡KwQ| Avgvi K‡qKwU eB cÖKvwkZ n‡q‡Q| Zv‡`i GKwUÑ ÔKvbvKwoÕ Avcনাকে ï‡f"Qv¯^রূc cvVvjvg| Avkv Kwi eBwU co‡eb|

Pxb wek¦mf¨Zvi GK wekvj gyKzU e‡j Avwg g‡b Kwi| evsjv‡`‡ki myL`y‡Li m‡½ Avcbvদের Avš—wiK fve wewbgq Avgv‡K gy» K‡i| Avcbviv mevB fv‡jv _vKzb| PvuB wPu‡qb|

মুক্তা, আমাদের এই প্রবীণ শ্রোতা একটি কবিতা লিখে পাঠিয়েছেন। আমি কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি:

gvbe wkï

GKwU wkï ¶zavi hvZbvq

g„Z¨yi A‡c¶vq

ayK‡Q ayK‡Q|

cÂv‡ki gš^š—‡i

‡Kev Kviv

Abv`‡i

‡d‡j †M‡Q wkïwU‡i

eywoM½vui evjyP‡i|

Zvi g„Z¨y A‡c¶vq

eyK Uvb Uvb K‡i

wkïwU‡K wN‡i

`vuwo‡q Av‡Q KUv

¶zavZ© kKzb

wKQz¶Y c‡iB

wkïwUi gi‡`‡n

Pvjv‡e Zviv g‡nvrme|

wkïwU †kl ev‡ii g‡Zv

Zvi c„w_ex‡K

‡`‡L wbj GKevi

Zvi `„wói fvlv wQj:

ÔG c„w_ex gvbeZv k~b¨,

ag©k~b¨

নিষ্ঠুi KvivMvi|Õ

মু: কবি আব্দুল হান্নান, প্রথমেই আপনাকে সালাম জানাই। আপনি আপনার জীবনের বিপুল অভিজ্ঞতা নিয়ে এখনো আমাদের সঙ্গে আছেন জেনে ভালো লাগলো। আমরা আপনার দীর্ঘায়ূ কামনা করি। আপনি সুন্দর কবিতা লিখে পাঠিয়েছেন। আমাকে উপহার হিসেবে বই পাঠিয়েছেন জেনে ভীষণ খুশি হয়েছি। এটাকে উপহার নয়, বরং আপনার আশীর্বাদ হিসেবেই মনে করছি। বইটি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। হাতে পেলেই বইটি আমি এবং আমার সহকর্মী আলিম পড়বো এবং মতামত জানাবো। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন এই আশা রইল।

আ: ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার ইন্টারন্যাশন্যাল রেডিও লিসেনার্স ক্লাবের সম্পাদক দেবাশীষ গোপ লিখেছেন, ...

তিনি একটি প্রশ্ন করেছেন, …

মু: আচ্ছা, আমি এখন আপনার এ প্রশ্নের জবাব দেই। ২০১২ সাল পর্যন্ত চীনের মূলভূভাগের লোকসংখ্যা ছিল ১৩.৫৪০৪ বিলিয়ন বা প্রায় সাড়ে তের কোটি। এর মধ্যে শহরের লোকসংখ্যা ছিল ৭.১১৮২ বিলিয়ন বা প্রায় একাত্তর কোটি, যা মোট লোকসংখ্যার ৫২.৬ শতাংশ। অন্যদিকে গ্রামের লোকসংখ্যা ছিল ৬.৪২২২ বিলিয়ন বা প্রায় চৌষট্টি কোটি, যা মোট জনসংখ্যার ৪৭.৪ শতাংশ।

আ: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হামিম হোসেন মণ্ডল (বুলবুল) লিখেছেন: নতুন বছরেও ঢাকা ফেরত লিপন ভাইয়ার পরিবেশনায় 'বাংলায় গল্প বাংলার গল্প' অনুষ্ঠান শুনতে পেয়ে খুব ভালো লাগছে। এর জন্য সিআরআই বাংলাকে অনেক ধন্যবাদ জানাই। খুব দুঃখের খবর যে আমাদের মহানায়িকা সুচিত্রা সেন ইন্তেকাল করলেন গত ১৭জানুয়ারি। রমা দেবী অর্থাত্ মহানায়ক উত্তম কুমারের প্রিয় নায়িকা সূচিত্রা দেবী ছিলেন বাংলা ছায়াছবির প্রতিক। তাঁর স্বপ্নসুন্দরী রূপি আজও সকলের হৃদয়ে গেঁথে রয়েছে। গত ৩২ বছর যাবত্ তিনি স্বেচ্ছায় ক্যামেরার আড়ালে ছিলেন, এমনকি শেষকার্য পর্যন্তও তিনি তাঁর নতুন চেহারা অনুরাগিদের দেখাতে চাননি। তাঁর পবিত্র আত্মার প্রতি থাকলো অকৃত্রিম শ্রোধ্যা।

মু: বন্ধু হামিম, আপনাকে চিঠির জন্য ধন্যবাদ।

আ: দেখতে দেখেত সময় ফুরিয়ে এল। প্রিয় শ্রোতা, আপনাদের চিঠিপত্রে ঝাপি এখন বন্ধ করতে হবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেলের মাধ্যমে। আমাদের সঙ্গে যোগাযোগের ডাক ঠিকানা হচ্ছে: বাংলা বিভাগ, সি আর আই-১১ চীন আন্তর্জাতিক বেতার। PO.BOX NO: 4216, BEIJING, POST CODE NO: 100040, CHINA. আপনারা ঠিকানা ইংরেজিতে লিখলে ভাল। আমাদের ই-মেল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেল আমার নিজস্ব ইমেল ঠিকানায় পাঠালে ভালো হয়। ওয়েবসাইটের মাধ্যমে আপনি আমাদের অনুষ্ঠান, চীন ও চীন আন্তর্জাতিক বেতার সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে bengali.cri.cn। আপনার মতামত আপনি সরাসরি ওয়েবপেইজে লিখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক