Web bengali.cri.cn   
মুক্তার কথা-১৮ জানুয়ারী
  2014-01-30 19:05:23  cri


মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা। শুরুতেই আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভ কামনা। হ্যাপি নিউ ইয়ার।

আ: হ্যাপি নিউ ইয়ার সুপ্রিয় শ্রোতা। নতুন বছর আপনাদের জন্য বয়ে আনুক সুখ, সমৃদ্ধি ও শান্তি। এই কামনা করে শুরু করছি আজকের মুক্তার কথা অনুষ্ঠান। আজকের প্রথম চিঠি লিখেছেন বাংলাদেশের বগুড়া জেলার সাইফুল ইসলাম। তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমাদের চিঠি লিখেছেন। তিনি আরো লিখেছেন, ....

মু: আচ্ছা, বন্ধু সাইফুল, আপনাকেও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।

আ: সিরাজগঞ্জ জেলার সূচনা সমাজ কল্যাণ সংঘের মিজানুর রহমান তার চিঠিতে লিখেছেন: আমাদের ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা নিবেন। আমরা চীন আন্তর্জাতিক বেতারের 'সুরের ধারায়' অনুষ্ঠানটি নিয়মিত শুনে থাকি। খুবই সুন্দর এই অনুষ্ঠানটি। এশিয়াসহ চীনের খ্যাতনামা শিল্পীদের গান শুনতে পাই এখানে।

মু: বন্ধু রহমান, আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। 'সুরের ধারায়' অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগে জেনে আমাদেও ভালো লাগলো। আশা করি আপনি এবং আপনারা আমাদের অন্যান্য অনুষ্ঠানও নিয়মিত শুনবেন। আশা করি সেসব অনুষ্ঠানও আপনাদের সমান ভালো লাগবে।

আ: রাজশাহী জেলার ফাহিম মুন্তাসির শোভন তার ইমেলে লিখেছেন: আপনাদের সবাইকে নতুন বছর ২০১৪-এর শুভেচ্ছা জানাচ্ছি। ২০১৩ সাল আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে। আশা রাখি নতুন বছরে সবাই ভাল থাকবেন, নতুন বছরে সবার জীবন সাফল্যমন্ডিত হবে। আমি আপনাদের পুরাতন শ্রোতা। প্রত্যেকটি অনুষ্ঠান নিয়মিত শুনি এবং মতামত পাঠানোর চেষ্টা করি। অনেক দিন হলো, বাংলা বিভাগ থেকে কোনোকিছু আমার ঠিকানায় পাঠানো হচ্ছে না। কয়েকটি অনুষ্ঠানের ক্যুইজ বিজয়ী হয়েও এখন পর্যন্ত পুরস্কার পাইনি।

মু: আচ্ছা, প্রিয় শ্রোতা, নতুন বছর আপনার জন্যও মঙ্গল বয়ে আনুক। নতুন বছরে আমরা আপনাদের জন্য আরো সুন্দর অনুষ্ঠান তৈরির চেষ্টা অব্যাহত রাখবো। আর আপনি কেন ক্যুইজ বিজয়ী হয়েও পুরস্কার পাননি, তা আমাদের বোধগম্য নয়। আপনি কোন কোন অনুষ্ঠানের ক্যুইজে পুরস্কৃত হয়েছেন জানাবেন। আপনাদেরকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই।

আ: রাজশাহী জেলার মোঃ উজ্জল হোসেন তার ইমেলে মূলত আমাদের সহকর্মী লতাকে উদ্দেশ্য করে লিখেছেন। তিনি লিখেছেন: প্রিয় লতা ভাই, আপনি সহ আপনার পরিবারের প্রতি আমার প্রাণ ভরা নতুন বছরের আন্তরিক ভালবাসা ও শুভেচ্ছা। আপনার অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছি অনেক অজানা তথ্য ও অর্জন করেছি অনেক জ্ঞান এবং মূল্যবান পরামর্শ। নতুন বছরের শুভেচ্ছা জানাই আপনাকে। পুরাতন বছরের দুঃখ-কষ্ট ও বেদনা দূর হয়ে যাক; রয়ে যাক যত হাসি, আনন্দ ও ভালবাসা। নতুন বছরে শুরু হোক আপনার শুভযাত্রা। আমরা রয়েছি আপনাদের পাশে; শক্তহাতে ধরেছি সিআরআই-এর হাত। কখনো যা ছেড়ে দেব না। আপনার কথা আমার কাছে বেশ ভালো লেগে। তবে আরো খুশি হয়েছি আমাদের মনে রাখা, সম্মান দেখানোর জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং দীর্ঘজীবি হউন। আশা করি, নতুন বছরের জন্য আপনি আরও সুন্দর ও ভালো অনুষ্ঠান আমাদের উপহার দিবেন।

মু: আমাদের এই শ্রোতা সহকর্মী লতাকে এই চিঠি লিখেছেন। লতা এখন ঢাকায় সিআরআই কনফুসিয়াস ক্লাসরুমের কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। তার মানে, আগামী দু'বছর তিনি আমাদের সঙ্গে থাকছেন না। আমি এখানে লতার পক্ষ থেকে বন্ধু উজ্জল হোসেনকে ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করি, লতা বাংলাদেশে বসে আপনার এ চিঠি শুনতে পেরেছেন। শ্রোতাবন্ধুরা, আপনারা যারা আগ্রহী তারা ঢাকায় আমাদের কনফুসিয়াস ক্লাসরুমে লতার সঙ্গে চীনা ভাষা শিখতে পারেন। আপনাকে চিঠি লেখার জন্য আবারো ধন্যবাদ জানাই।

আ: ঢাকার ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাবের প্রেসিডেন্ট মো: সোহেল রানা হৃদয় তার ইমেলে লিখেছেন: এসেছে নতুন বছর ২০১৪। নতুন বছরে আপনাদের জীবন ভাল কাটুক, বয়ে আনুক সমৃদ্ধি, মুছে যাক গ্লানি আর কষ্ট।

মু: বন্ধু সোহেল রানা হৃদয়, আপনাকে চিঠির জন্য ধন্যবাদ। নতুন বছর আপনার জীবনেও বয়ে আনুক সুখ ও সমৃদ্ধি। পুরনো বছরের মতো নতুন বছরেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এই প্রত্যাশায়।

আ: নওগাঁ জেলার সোনালী স্বদেশ বেতার শ্রোতা সংঘের সভাপতি মো: শামিম রেজা তার ইমেইলে লিখেছেন: পত্রের প্রথমে আপনাদেরকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। আশা নয় দৃঢ় বিশ্বাস আপনারা ভালো আছেন। সোনালী স্বদেশ বেতার শ্রোতা ক্লাবের উদ্যোগে ৪৩তম বিজয় দিবস উপলক্ষে গত ২৫ ডিসেম্বর আমরা খেলাধুলার আয়োজন করেছিলাম। সেই খেলাধুলার বিভিন্ন ছবি তোলা হয়েছে যদি আমি আপনাদের কাছে পাঠাই তাহলে কি সি আর আই এর ওয়েবসাইটে ছবি গুলো প্রকাশ করবেন? আমাদের এই ক্লাবকে সি আর আই আর্ন্তজাতিক বেতারে তালিকাভুক্ত করার জন্য অনুরোধ করছি। নতুন বছরে মুক্তার কথায় যেন বেশি বেশি চিঠি পড়া হয় । আর আমার এই মেইলটি পড়ে শুনালে খুশি হতাম।

মু: বন্ধু রেজা, আমরা অবশ্যই আপনার ক্লাবসহ সব শ্রোতা সংঘের অনুষ্ঠানের ছবি আমাদের ওয়েবসাইটে দিতে চাই। আপনি চট করে ছবিগুলো পাঠান। আর নতুন বছরে আমরা চেষ্টা করবো বেশি বেশি শ্রোতার চিঠি পড়তে। আপনার ইমেইল পড়ে শোনানো হলো। আশা করি খুশি হয়েছেন। আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই।

আ: কুমিল্লা জেলার ইন্টারন্যাশনাল সিআরআই নারী জাগরণ লিসেনার্স ক্লাবের সালমা আক্তার সাথী তার ইমেইলে লিখেছেন: চিঠির শুরুতে শুভেচ্ছা নিবেন। আমাদের শ্রোতা সংঘের পক্ষ থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সকল কর্মকর্তাকে এবং সিআরআই-এর সকল শ্রোতাকে ২০১৪ সালের শুভেচ্ছা জানাই। আসুন আমরা ২০১৪ সালকে আপন মনে বরণ করি এবং বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ দেশ হিসাবে গড়ে তুলি। আমার অনুরোধ, নতুন বছরে শিশুদের জন্য একটি অনুষ্ঠান চালু করবেন, যার নাম হতে পারে 'কিশোর মেলা'। আশা করি ভেবে দেখবেন।

মু: বন্ধু সাথী, আপনাকে চিঠির জন্য ধন্যবাদ। আপনার প্রস্তাব আমরা বিবেচনা করবো। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা জানাই। আশা করি নতুন বছরেও আপনি এবং আপনার ক্লাবের সদস্যরা আমাদের সঙ্গে থাকবেন।

আ: আমাদের শ্রোতা ইয়ামিন হোসেইন

তার ইমেল লিখেছেন: প্রতি সপ্তাহের 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠান আমি প্রাণভরে উপভোগ করি। এই অনুষ্ঠান আমার খুব লাগে। বিশ্বের নানা প্রান্তে ঘটে-যাওয়া বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে জানতে পারছি। এ প্রসঙ্গে জানাতে চাই যে, গত ২৭.১২.১৩ তারিখে বাংলাদেশের ৪৩তম বিজয় দিবস উপলক্ষে বিশেষ প্রতিবেদনটি আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে, অনেকদিন পর আবাম সালাউদ্দিন সাহেবের কন্ঠস্বর শুনে পুরনো স্মৃতি রোমন্থন করে ফেললাম। এই সুন্দর প্রতিবেদনের জন্য আবারো ধন্যবাদ জানাই। সবশেষে আমি 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠানের জন্য একটি হট টপিক প্রস্তাব করতে চাই। সেটি হল: ২৮.১২.১৩ তারিখে ভারতের দিল্লীর রামলীলা ময়দানে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস সৃষ্টি করলেন আরভিন্দ কেজরিওয়াল। এই বিষয়ে 'চলতি প্রসঙ্গে' একটি বিশেষ প্রতিবেদন শুনতে চাই। আশা করি আমার প্রস্তাবটি বিবেচনা করা হবে এবং আমি একটি সুন্দর পুরস্কার পাব।

মু: আচ্ছা, বন্ধু ইয়ামিন হোসেইন, আপনাকে মতামত দেয়ার জন্য ধন্যবাদ জানাই। আমি আপনার ইমেল আমাদের সহকর্মী চলতি প্রসঙ্গের উপস্থাপিকা জিনিয়াকে দিয়েছি। কিন্তু আপনি আপনার কোনো ঠিকানা লিখেননি। আশা করি, আপনি ভবিষ্যতে ইমেলে আপনার ঠিকানা লিখবেন। আপনাকে ধন্যবাদ।

আ: চুয়াডাঙ্গা জেলার গ্লোবাল সিআরআই রেডিও লিসনার্স ক্লাবের প্রফেসর আশরাফুল ইসলাম তার ই-মেইলে লিখেছেন: স্বাগত ২০১৪! শুভ খ্রিষ্টীয় নববর্ষ। ২০১৩ সালের কষ্ট, হতাশা আর উদ্বেগকে পেছনে ফেলে, ভাল কিছু অর্জনের প্রত্যাশা নিয়ে শুরু হোক আরেকটি নতুন বছর। কামনা করি, নতুন বছর সবার জীবনে বয়ে আনবে স্বস্তি আর অনাবিল আনন্দ। প্রত্যাশা করি, বিশ্বজুড়ে দেশে দেশে ফিরে আসবে শান্তি, সমৃদ্ধি ও গতিময়তা। সেই ধারাবাহিকতায় চীন আন্তর্জাতিক বেতার নতুন বছরে আরো সমৃদ্ধ হয়ে উঠুক এটা আমার একান্ত চাওয়া। নতুন বছরে আমি চীনা জনগণ, সিআরআই বাংলা বিভাগের প্রধান ও সিআরআইয়ের সকল কলাকুশলী বন্ধুদেরকে জানাই আমার হার্দিক শুভেচ্ছা। আপনাদের সবার জীবন সুন্দর ও কল্যাণময় হোক; সাফল্য ও সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবনের প্রতিটি ক্ষণ। শুভ নববর্ষ।

মু: প্রিয় আশরাফুল ইসলাম, আপনার জীবনেও নতুন বছর নিয়ে আসুক প্রশান্তির আমেজ; আনুক সুখ ও সাফল্য। আমরা আরও আশা করি, নতুন বছরে আমরা আরও সুন্দর ও নতুন অনুষ্ঠান তৈরির মাধ্যমে সমৃদ্ধ হতে পারবো। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই বরাবরের মতো। আপনাকে চিঠির জন্য ধন্যবাদ।

(গান)

আ: ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইসমাইল মালিত্যা তার ইমেলে লিখেছেন: আমি বহু দিন ধরেই চীন আন্তর্জাতিক বেতার শুনি। তবে এই প্রথম মেইল পাঠালাম, নতুন বছরের শুভেচ্ছা জানাতে। শুভ নববর্ষ ২০১৪।

মু: আমাদের বন্ধু ইসমাইল এই প্রথম আমাদের লিখেছেন। আমরা আশা করি তিনি ভবিষ্যতে ঘন ঘন আমাদের লিখবেন। আমরাও তাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই, জানাই ধন্যবাদ।

আ: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার হামিম হোসেন মণ্ডল (বুলবুল) লিখেছেন: নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আমার ইমেইলের উত্তর ইমেইলের মাধ্যমে পেয়ে ভালো লেগেছে। নতুন বছরে অনুষ্ঠানে ইমেইল পড়ে শোনানোর পাশাপাশি, ইমেইলে তার উত্তরও পাবো আশা করি। নতুন বছর সবার শুভ হোক, অনাবিল আনন্দ নিয়ে আসুক প্রত্যেকের জীবনে। ধন্যবাদ!

মু: বন্ধু হামিম, আমরা প্রতিনিয়ত শ্রোতাদের অসংখ্য ইমেইল পাই। সবগুলো ইমেইলের জবাব দেওয়া সম্ভব হয় না। কিন্ত তার মানে এই নয় যে, আমরা আপনাদের সব ইমেইল পড়ি না। আপনার লিখুন, আমরা উত্তর দেবার চেষ্টা অব্যাহত রাখবো। ভালো থাকবেন। নতুন বছর আপনার জন্যও বয়ে আনুক অনেক অনেক সুখ ও সমৃদ্ধি।

আ: বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের মহ: হাফিজুর রহমান লিখেছেন: চীন আন্তর্জাতিক বেতারের-এর সকল কর্মকর্তা ও শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও ভালবাসা জানাই। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ হচ্ছে আমার স্বপ্ন, আমার গর্ব, আমার বিনি সুতোর মালা, আমার জ্ঞান তরী, আমার কল্পনার বাগান, আমার জীবনের বিনোদন, আমার অন্তরের হীরের মুকুট। কামনা করি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ তার আধুনিক ও বৈচিত্র্যময় বিনোদনের ডালি নিয়ে অবিরাম গতিতে চলতে থাকবে। আমি একদিন ও অনুষ্ঠান শোনা বাদ দিই না। ১৯৮৯ সাল থেকে নিয়মিত অনুষ্ঠান শুনে আসছি; যোগাযোগ রেখে চলেছি। দীর্ঘ দিনের অভিজ্ঞ বেতার সাংবাদিক ও সম্প্রচারকদের শ্রম ও মেধায় চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ হচ্ছে একটি জনপ্রিয় সংবাদমাধ্যম। সংবাদ, সংবাদভাষ্য ও বিশ্লেষণ, বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার, শিল্প ও বিনোদন, স্বাস্থ্য ও বিজ্ঞান, শিক্ষা ও যুবসংবাদ, মহিলাদের সমস্যা ও তার প্রতিকার এবং অগ্রগতি, কিশোর- কিশোরীদের উপযোগী তথ্য ও উপস্থাপনা, খেলাধুলোর খবরাখবরসহ প্রতিদিন নানান ধরণের অনুষ্ঠান উপস্থাপন করছে অগণিত শ্রোতাদের উদ্দেশ্যে। চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগে প্রচারিত সাপ্তাহিক আয়োজন সব মিলিয়ে এক কথায় বলতে গেলে অনবদ্য। সংবাদ পরিক্রমা এবং বিশ্ব সংবাদ অত্যন্ত সময় উপযোগী। তা ছাড়া বছরের বিভিন্ন সময় জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ উপহার দেয় বেশ কিছু বিশেষ অনুষ্ঠান যা আমাদের মনকে ভরিয়ে দেয়। থাকে ভালো কিছু উপহার সামগ্রীসহ জ্ঞান যাচাইমূলক প্রতিযোগতা। বিশ্বব্যাপী চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সংবাদদতাদের পাঠানো বস্তুনিষ্ঠ সর্বসাম্প্রতিক সংবাদ ভারত ও বাংলাদেশে বাঙালি শ্রোতাদের জন্য নির্ভরযোগ্য সংবাদের এক নিশ্চিত উৎস। আর সেই সঙ্গে রয়েছে বিভিন্ন বিষয়ে অজস্র তথ্য । মাল্টি-মিডিয়ার এই যুগে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ, বেতারের মাধ্যমে অগ্রনী ভুমিকা পালন করছে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে। জীবনে চলার প্রতিটি ক্ষেত্রে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই। তুলনাবিহীন এই বেতার বাংলা অনুষ্ঠানের উন্নয়ন, সমৃদ্ধি, সুনাম ও সুখ্যাতি কামনা করি।

মু: আমাদের বন্ধু হাফিজুর রহমান আমাদের অনেক প্রশংসা করেছেন। বন্ধু হাফিজ, আপনাকে ধন্যবাদ। তবে প্রশংসার পাশাপাশি আমরা আপনার মতামতও চাই। কীভাবে অনুষ্ঠান সাজালে তার মান আরও বাড়বে, সে বিষয়ে আপনার সুচিন্তিত মতামত আমাদের পাঠিয়ে দিন। আপনাকে অনেক ধন্যবাদ।

আ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেলের মাধ্যমে। আমাদের সঙ্গে যোগাযোগের ডাক ঠিকানা হচ্ছে: বাংলা বিভাগ, সি আর আই-১১ চীন আন্তর্জাতিক বেতার। PO.BOX NO: 4216, BEIJING, POST CODE NO: 100040, CHINA. আপনারা ঠিকানা ইংরেজিতে লিখলে ভাল। আমাদের ই-মেল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেল আমার নিজস্ব ইমেল ঠিকানায় পাঠালে ভালো হয়। ওয়েবসাইটের মাধ্যমে আপনি আমাদের অনুষ্ঠান, চীন ও চীন আন্তর্জাতিক বেতার সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে bengali.cri.cn। আপনার মতামত আপনি সরাসরি ওয়েবপেইজে লিখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক