Web bengali.cri.cn   
জানুয়ারি মাসে দৃষ্টির সীমানায় অনুষ্ঠানে শ্রোতার চিঠি
  2014-01-27 15:04:44  cri


১. আচ্ছালামু আলাইকুম,

প্রিয় শুয়েইফেইফেই-শিখা আপু,নী হাও মা? আপনি কেমন আছেন? আশা করি পৃথিবীর সৃষ্টি কর্তা মহান আল্লাহ্‌র অশেষ রহমত ও বরকতের উছিলাই আমার প্রিয় স্বপ্নের সুন্দর নীলা ভূমির দেশ চীন দেশে অনেক অনেক এবং অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। ভালো থাকেন আমি আল্লাহর কাছে সেই কামনাই কড়ছি। গত ১৩ জানুয়ারি "দৃষ্টির সীমানায়'' অনুষ্ঠানে "অফিস থেকে অনুপস্থিত থাকার সবচেয়ে আশ্চর্য অজুহাত'' সম্পর্কে অনুষ্ঠানটি শুনতে পেলাম। অনুষ্ঠানটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক কিছু জানতে পেড়েছি যা নাকি আমার বাস্তব জীবনে কাজে লাগবে বলে আশা করি। যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা ব্যুরোর বিশেষজ্ঞ জন বিলকে নিয়ে একটি কথা না বললেই নয় ,তা হলো বাংলাদেশে একটি প্রবাদ কথা আছে "বেশি সুখে থাকলে নাকি ভুতে কিলায়"।

ইসলাম ধর্মের ও একটি কথা আছে যে, মিথ্যা কথা বলা মহা পাপ। আর পাপ নাকি বাপকে ও ছাড়ে না। জন বিল এর ক্ষেত্রে ও কিন্তু তাই ঘটেছে। এইদিকে কিন্তু জন বিল ছিলেন যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা ব্যুরোতে সবচেয়ে বেশি বেতন পাওয়া কর্মকর্তাদের অন্যতম। তার বার্ষিক বেতন ছিল প্রায় ১.৬৪ লাখ মার্কিন ডলার। যা নাকি আসলেই অনেক ভালো বেতন ছিল। বিদাতার আরেকটি কথা আছে যারা ভালো থাকার পরে ও সন্তুষ্ট থাকে না এবং আল্লাহর কাছে শুক্রিয়া ও কৃতজ্ঞতাবোধ করে না তাদের কে তিনি পছন্দ করেন না এবং শেষ পর্যন্ত তাদের পরিণতি ভালো হয় না।

পরিশেষে বলা যায় তিনি অনেক অনেক অপরাদ করেছেন পরে তা বুঝতে পেরেছিলেন । কিন্তু তাতে কি আর করার , তিনি যে অনেক দেরি করে ফেলেছেন । যদি ২০ বছর আগে বুঝতে পারতেন তাহলে তাকে এই সুন্দর চাকরি হারাতে হতো না এবং জেল ও যেতে হতো না। তো যাই হোক এই প্রতিবেদন থেকে আমাদের সকলকে কিন্তু একটি জিনিস শিক্ষণীয় আছে । তাহলো আমাদের সবার কর্মক্ষেত্রে নিজেরদেরকে সৎভাবে পরিচালনা করতে পারলে মনে হয় জন বিল এর মতো জেল বা অন্য কোন বিপদে পড়তে হবে না । আল্লাহ্‌ জেনো আমাদের সবাইকে বিপদ আপদ থেকে রক্ষা করে এবং সেইফ রাখে। ধন্যবাদ শুয়েইফেইফেই-শিখা আপু কে এতো সুন্দর ও মূল্যবান একটি প্রতিবেদন আমাদের উপহার দেওয়ার জন্যে। এই কথা বলেই তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি

আল্লাহ্‌ হাফেজ। শিয়ে শিয়ে, চাই চিয়েন। উয়ান আন। সায় ফিং।

নামঃ সৈয়দ আসিফুল ইসলাম ( প্রেসিডেন্ট)

ক্লাবের নামঃ- সিআরআই কনফুসিয়াস লিস্যানার্স ক্লাব ।

ঠিকানাঃ- ৬৮ নং উলন, রামপুরা , ঢাকা -১২১৯, বাংলাদেশ ।

২. প্ৰিয়, মিষ্টি ভাষি শুয়ে ফেই ফেই আপু ও নবাগত এনামুল হক টুটুল ভাই । আন্তরিক শুভেচ্ছা আপনাদের জন্য। আমরা CRI বাংলা বিভাগের প্ৰতিটি অনুষ্ঠানের মত " দৃষ্টির সীমানায় "অনুষ্ঠানেরও নিয়মিত শ্ৰোতা ও পত্ৰদাতা। অনুষ্ঠানটি আমাদের ভীষন ভাল লাগে ।যেমন - ১৩.০১.১৪ ইং ফেই ফেই আপু ও

এ.হক টুটুল ভাইয়ের প্ৰাণবন্ত ও আন্তরিকতা ভরা উপস্হাপনে, USA এর "পরিবেশ সুরক্ষা বুরোর"করমো করতা 'জন বিল' যিনি মিথ্যে CIA এর এজেন্ট হিসেবে কাজ করার অজুহাত দেখিয়ে অফিস ফাঁকি দিয়ে অন্যত্ৰ ফুরতি করে বেড়াতেন কিন্তু বেতন নিতেন ষোলআনা তার সমপরকে বিস্তারীত আলোচনাটি, আমি বলব ফলপ্ৰসু ও উপকারী ছিল । কেননা, আমরা যারা বিভিন্ন চাকুরীর সাথে জড়িত তারা এ আলোচনার নেগেটিভ সাইড কে পরিহার করে আমাদের নিজ নিজ করমালয়কে অধিক কারজোকরী ও ফলপ্ৰসু করে তুলতে পারি । ধন্যবাদ আপনাদের দুজন ও CRI বাংলা বিভাগকে এমন আলোচনা আমাদের উপহার দেবার জন্য ।

### প্ৰফেসর সাইফুল ইসলাম থান্দার ।

পরিচালক , লেকচারাস রেডিও লিসেনাস ক্লাব এন্ড

লাইব্ৰেরী , গ্ৰাম : পুরান তাহির পুর , পোস্ট : আলিয়াবাদ , ভায়া : তাহির পুর-৬২৫১ , উপজেলা : দূরগাপুর , জেলা : রাজশাহী , বাংলাদেশ।

৩.

জানুয়ারি ০৭, ২০১৪ ইং

শুয়েই ফেই ফেই শিখা

দৃষ্টির সীমানায় অনুষ্ঠান

জানুয়ারি ৬, ২০১৪ প্রচারিত দৃষ্টির সীমানায় অনুষ্ঠান সম্পর্কিত মতামত।

সুহৃদ শিখা আপু,

নতুন বছরের শুরুতে আন্তরিক প্রীতি ও ভালবাসা নিবেন। আশা করি বাংলা বিভাগের সকলকে নিয়ে কুশলে আছেন। আমিও ভালো আছি।

বছরের প্রথম দৃষ্টির সীমানয় ভারতের শুধু মেয়েদের জন্য প্রথম রাষ্ট্রীয় ব্যাংক চালু হওয়া, তার কারণ ও প্রভূত বিষয় জানলাম। প্রথমেই মনে হচ্ছে নারী আন্দোলনের দিকে চলে যাচ্ছেন! এটা মোটেও ঠিক হবে না কেননা দৃষ্টির সীমানা অনুষ্ঠান আমরা পুরুষরাও শুনি। তবে হ্যাঁ অনুষ্ঠান শুনতে বা ব্যাংকের কার্যক্রম খারাপ লাগেনি। এটার প্রয়োজন আছে বলে আমি মনে করি কিন্তু আমাদের পুরুষ শাসিত সমাজে এখনও মেয়েরা অবহেলিত।

যে কারণে এই সভ্য সমাজে এখন দেখা যায় এমবিবিএস পাশ করা স্বনাম ধন্য ডাক্তার হজ্জ করতে যাবার সময় স্ত্রীকে একটি গৃহে বন্দি করে যান, হঠাৎ করেই উঠে আসে মেয়েদের বন্দি করে নির্যাতন করার ঘটনা। যা এই সভ্য সমাজে এবং আধুনিক যুগে কখনও ঘটার কথা নয়। তবুও মাঝে মাঝে পত্রিকায় পাতায় চোখ আটকে আসে! আমরা কোন সমাজে বাস করছি।

ভারতের এই ব্যাংক সামনে এগিয়ে যাক এবং সকল উদ্যোমী নারী লোন নিয়ে ভালো করে, সমাজে মাথা উচুঁ করে চলবে এই কামনা করি।

চীনে মজার মজার কৃষ্টি রয়েছে বলে আমি জানি। সম্ভব হলে চীনা কৃষ্টি নিয়ে অনুষ্ঠান করুন। সবার ভালো লাগার কথা।

নতুন বছরে নতুন ভাবে দৃষ্টির সীমানা শুরু হোক এই প্রত্যয় ব্যক্ত করে ইতি টানছি। ভালো থাকবেন।

প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম রিপন

মহা-পরিচালক

উত্তরণ সিআরআই লিসেনার্স ক্লাব, কচুক্ষেত, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬

৪.

প্ৰিয়, মিষ্টি ভাষি শুই ফেই ফেই আপু ও এনামুল হক টুটুল ভাই। "দৃষ্টির

সীমানায় " অনুষ্ঠানটি আমাদের ভীষন প্রিয়। ২০.০১.১৪ ইং আপনাদের প্ৰাণবন্ত উপস্হাপনে, সশস্র ব্যক্তি বা বন্দিরা কীভাবে কারাগার থেকে পালিয়ে যায়।

শিরোনামে সম্পূর্ণ আলাদা ও ভিন্ন স্বাদের ব্যতিক্রমী এক আলোচনা উপভোগ করলাম। পত্র-পত্রিকায়, নাটকে, সিনেমায়, গল্পে -পড়েছি, দেখেছি কারাগার থেকে বন্দিরা কারাগারের গেট ভেঙ্গে,কারা রক্ষিকে গুলি করে পালিয়ে গেছে।

কিন্তু কারাগারে সুড়ঙ্গ খনন করে সে পথ দিয়ে বন্দি পালিয়ে যাবার ঘটনার তথ্য CRI এর প্রতিবেদন থেকে জানতে পেরে ভাল লাগলো। তাছাড়া মধ্যপ্রাচ্যের কারাগার থেকে বন্দি পালানোর বিশেষ মাস সমুহের যৌক্তিক কারনও শুনলাম । যা

খুব অর্থবহ আর আকর্ষনীয় লাগলো।

চমত্কার এ পরিবেশনার জন্য আপনাদের দুজনকেই শুভাসিত রজনীগন্ধার শুভেচছা জানিয়ে এবং আগামীতে আরো ভিন্ন কোন স্বাদের প্রতিবেদন শোনার ইচ্ছা পোষন করে আজ ইতি টানলাম।

প্ৰফেসর সাইফুল ইসলাম থান্দার। পরিচালক, লেকচারার্স রেডিও লিসেনার্স

ক্লাব এন্ড লাইব্ৰেরী, গ্ৰাম : পুরান তাহির পুর, পোস্ট : আলিয়াবাদ, ভায়া

: তাহির পুর-৬২৫১, উপজেলা : দূর্গাপুর, জেলা : রাজশাহী, বাংলাদেশ।

৫.

সুপ্রিয়,

সুয়েই ফেই ফেই আপু ও এনামুল হক টুটুল ভাইয়া; আপনাদের প্রতি শীতের শিশির সিক্ত রজনী গন্ধার শুভেচ্ছা রইল । আশা রাখি আপনারা ভাল আছেন । আজকের অনুষ্ঠানে আমার চিঠি পড়ার কথা বলা হলেও তা পড়া হয়নি । নতুন বছরে আপনারা 'দৃষ্টির সীমানায়' অনুষ্ঠানকে আর ও প্রানবন্ত করে রাখতে পারবেন এ আশা রাখছি । ২০, জানুয়ারির অনুষ্ঠানে "সশস্ত্র ব্যক্তি কিভাবে কারাগার থেকে পালিয়ে যায়" সে সম্পর্কে আলোচনা ও পর্যলোচনা শুনলাম । অনুষ্ঠানটি খুবই ভাল লেগেছে । সশস্ত্র ব্যক্তিরা খুব গরমের সময় ও রমজানের সময় কারগার থেকে পালানোর উপযুক্ত সময় মনে করে । বিভিন্ন কৌশল অবলম্বন করে তারা কারাগার থেকে পালাতে চেষ্ঠা করে । কোন সময় সফল হয়, আবার ধরা ও পড়ে । এ প্রতিবেদন থেকে অনেক মুল্যবান তথ্য জানতে পারলাম ।

অবশেষে, নতুন বছরে আপনাদের সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করে লিখা আজকের মত ইতি টানছি ।

শুভেচ্ছান্তে;

মোঃ এনামুল হক

রাজশাহী, বাংলাদেশ ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক