Web bengali.cri.cn   
মুক্তার কথা-০৪ জানুয়ারী
  2014-01-16 20:27:40  cri


মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আ: সঙ্গে আছি আমি আলিমুল হক। প্রথমে শ্রোতাদেরকে নববর্ষের শুভেচ্ছা জানাই।

মু+আ: শুভ নববর্ষ!

মু: ১লা জানুয়ারি ২০১৪ চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) বাংলা বিভাগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষ্যে বাংলাদেশে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের সভাপতি দিদারুল ইকবাল বাংলাদেশের বিভিন্ন ক্লাবের শ্রোতাদের নিয়ে একটি বিশেষ টেলি কনফারেন্স আয়োজন করতে চান। তাহলে আজকের অনুষ্ঠানে আমরা যে শ্রোতাদের সাথে আলোচনা করেছি।

আ: আমি এখানে প্রথমে অংশগ্রহণকারী শ্রোতাদের নাম তালিকা ঘোষণা করবো। তাঁরা হলেন, বগুড়া জেলার সাইফুল ইসলাম, নওগাঁ জেলার খন্দকার রফিকুল ইসলাম, খুলনা জেলার মিঠুন কান্তি রায়, ফরিদপুর জেলার ওহিদুল ইসলাম, ঢাকার সৈয়দ আসিফুল ইসলাম, রাজবাড়ী জেলার বাঁধন রুদ্র, জামালপুর জেলার আব্দুর রহমান, মাগুড়া জেলার আশরাফুল ইসলাম মিন্টু, সিরাজগঞ্জ জেলার মাস্টার তুহিন এবং অবশ্যই আমাদের পুরোন বন্ধু এবং সিআরআই'র মনিটার দিদারুল ইকবাল।

মু: আমরা প্রথমে দিদারুল ইকবালকে স্বাগত জানাই। দিদারুল ইকবাল। আমার প্রথম একটি প্রশ্ন রয়েছে যে, আপনি এত বেশি বছরে আমাদের অনুষ্ঠানের মনোযোগ দেয়া এবং আমাদের অনুষ্ঠান প্রচারের জন্য এত বেশি আবদান রাখার কারণ হল কি? আপনার চালিকাশক্তি হল কি?

....

মু: আচ্ছা, আলিম, তিনি অনেক ভাল বলেছেন, তাইনা?

আসলে দিদারুল ইকবালের মত শ্রোতা আরো অনেক। এখন আমরা এবারের টেলি কনফারেন্সে অন্য অংশগ্রহণকারী শ্রোতাকে স্বাগত জানাই। দিদারুল, এখন তাঁদেরকে লাইনে এনে আসেন।

....

আচ্ছা, বন্ধুরা আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আগামী সপ্তাহের মুক্তার অনুষ্ঠানে আপনাদেরকে বাকি শ্রোতাদের আলোচনা শোনাবো। আশা করি, আপনারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন।

এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেলের মাধ্যমে। আমাদের সঙ্গে যোগাযোগের ডাক ঠিকানা হচ্ছে: বাংলা বিভাগ, সি আর আই-১১ চীন আন্তর্জাতিক বেতার। PO.BOX NO: 4216, BEIJING, POST CODE NO: 100040, CHINA. আপনারা ঠিকানা ইংরেজিতে লিখলে ভাল। আমাদের ই-মেল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেল আমার নিজস্ব ইমেল ঠিকানায় পাঠালে ভালো হয়। ওয়েবসাইটের মাধ্যমে আপনি আমাদের অনুষ্ঠান, চীন ও চীন আন্তর্জাতিক বেতার সম্বন্ধে আরো বিস্তারিত তথ্য জানতে পারেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে bengali.cri.cn। আপনার মতামত আপনি সরাসরি ওয়েবপেইজে লিখতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক