Web bengali.cri.cn   
মুক্তা কথা-১৪ ডিসেম্বর
  2013-12-20 16:02:19  cri


মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আ: আর সঙ্গে আছি আমি আলিমুল হক।

মু: প্রিয় বন্ধুরা, আমাদের ছয় ঘন্টার এফএম এ মাসের শেষ দিকে ঢাকা ও চট্টগ্রামে পরীক্ষামূলক চালু হবে। আগের রাতের দিন ঘন্টা সময় পরিবর্তন হবে না, কিন্তু দিনের সময় তিন ঘন্টা বেশি হবে। বাংলাদেশ সময় ৯টা থেকে ১২টা পর্যন্ত। আমাদের অনুষ্ঠান কাঠামোও কিছু পরিবর্তন হবে। এখন পরীক্ষামূলক অনুষ্ঠান সূচী তৈরী করা হয়েছে। কিন্তু এ অনুষ্ঠান সূচী অবশ্যই সবশেষে নির্ধারিত সূচী না। আপনাদের মতামত বা প্রস্তাব অনুযায়ী অনুষ্ঠানের কাঠামো সমন্বয় করা হবে। সেজন্য আজকের অনুষ্ঠানে আমরা এ সম্পর্কিত কয়েকজন পুরোন শ্রোতার সাক্ষাত্ করেছি। আমরা প্রথমে শুনবো তাঁরা কি কি বলবেন।

প্রথম অতিথি হলেন বাংলাদেশের সোর্স অফ নলেজ ক্লাবের সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম মাস্টার। ....

স্যার, আপনি প্রথমে নিজকে পরিচয় দেন।

আপনি কত বছরের মত আমাদের অনুষ্ঠান শুনে থাকেন?

আগের অনুষ্ঠান সূচী কেমন লাগে আপনার?

আমাদের নতুন এফএম চালু হওয়ার খবরে শুনে আপনার কেমন লাগে?

আমাদের নতুন অনুষ্ঠানের জন্য কিছু প্রস্তাব বা মতামত দেন।

আমাদের নতুন অনুষ্ঠানে আপনার কোনো প্রত্যাশ্যা রয়েছে?

আচ্ছা, এখন আমরা একটু বিশ্রাম নিবো। আপনাদেরকে একটি সুন্দর বাংলা গান শোনাতে চাই। আশা করি, সব শ্রোতা গানটি পছন্দ করবেন।

আচ্ছা, চারজন শ্রোতা আমাদেরকে অনেক গঠনমূলক মতামত দিয়েছেন। তাঁদেরকে আরেক বার ধন্যবাদ জানাই। অবশ্যই অন্যান্য শ্রোতাও আমাদেরকে চিঠিতে, ইমেলে বা ফোনে আপনাদের মতামত দিতে পারেন। আমরা বিশ্বাস করি, আপনাদের সহায়তায় আমরা আরো সুন্দর ও সমৃদ্ধ অনুষ্ঠান আপনাদেরকে দিতে পারবো। আমাদের ইমেল ঠিকানা হল ben@cri.com.cn।

আচ্ছা, আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনাদেরকে আরেকটি সুন্দর বাংলা গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

তাহলে আজকের অনুষ্ঠান এখানে শেষ হল আপনাদেরকে শোনার জন্য ধন্যবাদ জানাই। ততক্ষ সবাই ভাল খাকেন, আনন্দে থাকেন, চায় চিয়ান।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক