1130muktarkotha
|
আ: বাংলাদেশের শেরপুর জেলার অলক কুমার দে চিঠিতে লিখেছেন, ....
মু: বন্ধু কুমার, আপনাকে প্রস্তাব করার জন্য ধন্যবাদ জানাই। আসলে আমাদের চলতি প্রসঙ্গ নামের এক অনুষ্ঠানে চীনা বা বিদেশী খবর নিয়ে আলোচনা করা হয়। কিন্তু আমরা জানি, এক অনুষ্ঠান যথেষ্ট না। আমরা ভবিষ্যতে আরো সমৃদ্ধ তথ্য অনুষ্ঠান তৈরী করার চেষ্টা করবো। ধন্যবাদ।
আ: মৌলভী বাজার জেলার আব্দুল আউয়াল লিটন চিঠিতে লিখেছেন, ....
মু: আচ্ছা, বন্ধু লিটন আপনাকে আমাদেরকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি আরো বেশি গঠনমূলক মতামত আমাদেরকে পাঠাবেন।
আ: নাওগাঁ জেলার চায়না রেডিও ইন্টারন্যাশনাল লিসনার্স ক্লাবের ফরহাদ হোসেনের পাঠানো একটি আমরা অনেক দেড়িতে পেয়েছি। কিন্তু আমরা পড়তে চাই। তিনি চিঠিত লিখেছেন, ....
মু: আচ্ছা, বন্ধু হোসেন, আপনার চিঠি অনেক দেড়িতে পেয়েছি। আমরা এখন সব সময় শ্রোতাদের চিঠি দেড়িতে পাই। কিন্তু কারণ কি আমরাও জানি না। সেজন্য আশা করি, আপনারা সুযোগ পেলে আমাদেরকে ইমেল পাঠান। হোসেনকে আমাদেরকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই।
আ: বাগারহাট জেলার সিআরআই লিসনার্স ক্লাবের তুষার রায় রনি চিঠিতে লিখেছেন, ....
মু: আচ্ছা, বন্ধু তুষার, আপনাকে দীর্ঘকালে নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনা এবং আমাদেরকে মতামত দেয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই। আপনি বলেছেন, আমাদের অনুষ্ঠান হল আপনার পথ প্রদর্শক। আসলে শ্রোতাদের উত্সাহে আমরা সুন্দর অনুষ্ঠান তৈরী করতে পারি।
আ: মাদারীপুর জেলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল লিসেনার্স ইউনিটের প্রেসিডেন্ট মোঃ রাসেল শিকদার ইমেলে লিখেছেন, মুক্তা আপু আমরা যারা CRI তে লিখে থাকি তারা অধিকাংশই ষ্টুডেন্ট। আমরা টিফিনের টাকা বাঁচিয়ে CRI তে চিঠি বা ইমেইল করে থাকি। কিন্তু অত্যন্ত দুংখের বিষয় CRI যখন কোন প্রতিযোগীতার আয়োজন করে তখন এমন সব শ্রোতারা পুরুস্কার পায় যাদের নাম CRI থেকে আগে কখনো শোনা যায় না। আগে নিয়মিত শ্রোতাদের বিশেষ পুরুস্কার পাঠানো হতো এখন তাও পাঠাচ্ছেন না। এটা আমাদের নিয়মিত শ্রোতাদের জন্য খুবই কষ্টের। গত ১৬ ই নভেম্বার মুক্তার কথা অনুষ্ঠানে আমার চিঠি পড়া হলো এবং আমার অনুরোধের গান ও বাজানো হলে কিন্তু মুক্তা আপু আমাকে একবারো শিকদার বন্ধু বললো না। আমি আগেই বলেছি মুক্তা আপুর মুখে শিকদার বন্ধু শুনতে অনেক ভালোলাগে।(বুঝতে পাই নি) আজ আমার চীন সম্পর্কে তিনটি প্রশ্ন আছে আশা করি উত্তর দিবেন।
১। চীন কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে?
২। চীনের সবচেয়ে দীর্ঘ সেতুর নাম কি?
৩। চীনে এক সন্তান নীতি কবে চালু হয়?
মু: আচ্ছা, আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। এখন আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। এক চীন কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে না। বিশ্বের দ্বিতীয় যুদ্ধের সময় জাপান চীনকে আগ্রসন করেছিলো। কিন্তু চীনা জনগণ এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সহায়তায় জাপানী আগ্রসনকারীকে পরিজয় করেছে। এর পর চীনের আট বছরের গৃহযুদ্ধ ছিল। সবশেষ চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনা মজুর শ্রেণী বিজয়ী করে নয়া চীন প্রতিষ্ঠা করেছেন। দুই, শানতুং প্রদেশের ছিংদাও শহরে অবস্থিত চিয়াওচৌওয়ান সমুদ্র সেতু হল এখন চীনের সবচেয়ে লম্বা সেতু। সেতুটি মোট ৪১.৫৮ কিলোমিটার লম্বা এবং চার বছর দিয়ে নির্মিত হয়। ২০১১ সালের ৩০ জুনে সেতুটি চালু হয়েছে। তিন গত শতাব্দীর ৭০তম দশক থেকে চীনে সার্বিকভাবে পরিবার-পরিকল্পনা কার্যকর হয়। ১৯৮২ সালে পরিবার-পরিকল্পনা চীনের মৌলিক জাতীয় নীতিতে পরিণত হয়েছে। ২০০১ সালে "চীন গণ প্রজাতন্ত্র লোকসংখ্যা ও পরিবার-পরিকল্পনা আইন" প্রকাশিত হয়। এটু আগে আয়োজিত চীনা কমিউনিস্ট পার্টির ১৮তম কমিশনের তৃতীয় পুর্ণাঙ্গ অধিবেশনে পরিবার-পরিকল্পনার নতুন নিয়ম গৃহীত হয়েছে যে, যে দম্পতির মধ্যে একজন হল পরিবারের একা সন্তান, তাহলে তাঁদের দুইটি সন্তান পাওয়ার অধিকার হবে। আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই।
আ: বন্ধুরা, এখন গানের সময়। আমরা আপনাদেরকে একটি সুন্দর বাংলা গান শোনাবো। আশা করি, সব শ্রোতা গানটি পছন্দ করবেন।
গান
আ: কুষ্টিয়া জেলার রংধনু রেডিও লিসেঃ ক্লাবের মোছাঃ শিউলী খাতুন ইমেলে লিখেছেন, প্রথমে আমার ছালাম নিবেন। আশা করি সবাই মিলে ভাল আছেন। আমি ও ভাল আছি। অনেক দিন অপেক্ষার পর আপনাদের পাঠানো পুরুস্কারটি আজ হাতে পেলাম। চমত্কার পুরুস্কারটি দেখে সবাই মুগ্ধ হয়েছে। সেই সাথে কয়েকজন শ্রোতাও বেড়েছে। আমি কি কুনো দিনি তালিকা ভুক্ত শ্রোতা হতে পারবোনা? দয়া করে তালিকা ভুক্ত করে নিবেন। সবার মঙ্গল কামনা করে বিদায় নিলাম খোদা হাফেজ।
মু: বন্ধু শিউলী, আপনাকে আমাদের শ্রোতা নাম তালিকায় অন্তর্ভুত করেছি। আশা করি, আপনি নিয়মিত আমাদেরকে চিঠি লিখবেন।
আ: ঝিনাইদহ সদর, ঝিনাইদহ জেলার ইউনেস্কো ক্লাব গন-পাঠাগারের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বিদ্যুত্ ইমেলে লিখেছেন, মুক্তা আপা আসসালামু আলাইকুম। শিতের শিশির শিক্ত শুভেচ্ছা জানাচ্ছি। ওয়েব সাইডে আপনার ছবি দেওয়া আছে সেখানে আপনার বয়স ১২ কি ১৩ বছর বলে মনে হচ্ছে। আমার অনেক দিনের প্রশ্ন চীনার কিভাবে বয়স লুকায়ে রাখে? আর কেনইবা তারা দেখতে এত সুন্দর হয়? একটু লক্ষ করেন আপনারা সিআরআই এ যতগুলো মেয়েছেলে আছে সবাই অতিব সুন্দর। আর তাই আরো জানতে ইচ্ছে হয় আপনারা খাদ্য তালিকায় কি কি রাখেন? কত ঘন্টা ঘুমান? কত বছরে বিবাহ হয়? আর চীনাদের মধ্যে কালো কোন জাতি আছে কি?
মু: বন্ধু বিদ্যুত্, আপনি আমাকে এত প্রশংসা করলে আমার লজ্জা পেয়েছি। চীনা মেয়েরা সাধারণত স্লিম, স্লিম হলে বয়স লুকায়ে রাখা যায়। চীনা খাবার হল বিশ্বের সবচেয়ে স্বাস্থ্য খাবার। কারণ তেল ও লবন কম, উপকরণের প্রাকৃতিক পুষ্টি বজায় রাখা হয়। এছাড়া, আমরা রাতে বেশি দেড়িতে খাই না। রাতে প্রায় সাতটার আগে পানিসহ সব খাওয়া শেষ। এর মাধ্যমে মটা হবে না। রাতে একারোটার আগে ঘুমে গিয়ে সুন্দর চেহাড়াও বজায় রাখা যায়। চীনের একটি কথা রয়েছে যে, পৃথীবিতে কোন পচা মেয়ে নেই, কিন্তু অলস মেয়ে আছে। তা মানে যদি মেয়ে সুন্দর চায়, তাহলে চর্চা ও চেহাড়ার চামড়া সুরক্ষা দরকার, কখনো কষ্ট লাগানো এবং ত্যাগ করা হবে না
আ: জামালপুর জেলার সি,আর,আই শ্রোতা ক্লাবের সভাপতি মো: আব্দুর রহমান চিঠিতে লিখেছেন, সুপ্রিয় মুক্তা আপু কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং শ্রোতাবন্ধু ও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি চীন আন্তর্জাতিক বেতার বাংলাবিভাগের একজন নিয়মিত শ্রোতা। আমি নিয়মিত বাংলা বিভাগের অনুষ্ঠান শুনে আসছি এবং মতামত দিয়ে আসছি। সি,আর,আই আমার মতামতের গুরুত্বও দিচ্ছে। আপু আমি সি,আর,আই বাংলা বিভাগ কর্তৃক আয়োজিত "আমার চীনা স্বাদ ভালো "শীর্ষক ঞ্জান যাচাই প্রতিযোগিতায় ৩য় পুরষ্কার এবং আমার ক্লাবের মো: আকরাম ২য় পুরষ্কার বিজয়ী। কিন্তু দু:খের বিষয় হলো এখনও আমরা পুরষ্কার হাতে পায়নি। মুক্তা আপু আশা করি এ বিষয়টি ভেবে দেখবেন। আর যদি পুরষ্কার না পাঠাইয়া থাকেন তাহলে কবে পাঠাবেন। এ বিষয়টি জানাবেন আশা করি।
মু: আচ্ছা, বন্ধু আব্দুর, আপনার দুখবর শুনে আমারও অনেক দুঃখ লাগে। আমি সব পুরস্কার পাঠিয়েছি। বিশ্বাস করি, আপনি যথাশিগগিরি পুরস্কার পেতে পারেন। আপনাকে অব্যাহতভাবে আমাদের মতামত দেয়ার উত্সাহ দেই।
আ: পাবনা জেলার রেডিও ফ্যান ক্লাবের সভাপতি রিনা পারভিন ইমেলে লিখেছেন, সুপ্রিয় মুক্তা আপু, আমার উষ্ণ ভালবাসা গ্রহন করুন। আশা করি ভাল আছেন। আজকের চিঠিতে প্রথমেই আমার চীনা গল্প প্রতিযোগিতায় বিজয়ী বন্ধুদের অভিনন্দন জানাচ্ছি। নিরপেক্ষ দৃষ্টি ভঙ্গিতে বিচার বিশ্লেষণ করে বিজয়ী নির্বাচন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ। আমি মনে করি CRI থেকে প্রচারিত বিশ্ব সংবাদ পুরোপুরি নিরপেক্ষ। কিন্তু বিশ্ব সংবাদ পর্যাপ্ত নয়। এব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পরিশেষে আজকের আসরে আমার চিঠির জবাব পেয়ে খুবই খুশী হয়েছি। আপনাদের সবার জীবন অনাবিল আনন্দে ভরে উঠুক এ প্রত্যাশায়।
মু:
আ: সদর, যশোর জেলার মোঃ মাহবুব আলম ইমেলে লিখেছেন, আশা করি ভালো আছেন? আমি ভালো আছি। সি আর আই এর বাংলা অনুষ্ঠানের মধ্য "মুক্তার কথা" অনুষ্ঠানটি আমার অন্যতম প্রিয়। আজকের অনুষ্ঠান শুনার সময় আমি ঘামতে ছিলাম, কারণ আজ যে 'আমার চীনা গল্প'প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করাহবে। গভীর মনোযোগ দিয়ে শুনছিলাম, কারণ আজ যে সেই ভাগ্যবান শ্রোতার নাম ঘোষনা করা হবে যে কিনা চীন সফরের সুযোগ পাবে। কিন্তু না এবারও আমার ভাগ্য সুপ্রসন্ন হল না। তবে হা ১০ জন ভাগ্যবান শ্রোতার মধ্যে আমি আছি। আমার প্রতীক্ষার প্রহর আরও বেড়ে গেল। আমি বিশ্বাস করি এভাবে কোন একদিন হয়ত বিধাতা হয়তো আমার স্বপ্ন পোরন করবেন।
আজ আর নয়, আপনাদের সকলের মঙ্গল কামনায়
মু: আচ্ছা, বন্ধু আলম, আমি আশা করি, আপনিসহ সব শ্রোতা নিজের স্বপ্ন পোরন করবেন ভবিষ্যতে। কিন্তু আসলে আমাদের বিশেষ শ্রোতা হিসেবে চীনে এসে সহজ না। আপনার উচিত আমাদের অনুষ্ঠান প্রচার ও প্রসারের জন্য বেশি অবদান রাখা এবং বাংলাদেশে আমাদের বিভাগ যেমন কুনফসিয়াস ক্লাস রুমকে সহায়তা করা। এছাড়া, অবশ্যই নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনা, আমাদেরকে মতামত দেয়া এবং প্রতিবার প্রতিযোগিতা বা কুইজে অংশ নেয়া উচিত। আশা করি, আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে। আপনার চিঠির জন্য ধন্যবাদ জানাই।
আ: ভারতের দার্জিলিং জেলার বিপ্লব সিংহ ইমেলে লিখেছেন, আপনারা কেমন আছেন? আমি অষ্টম শ্রেণী থেকে আপনাদের অনুষ্ঠান শুনে আসছি। আজ আমি একাদশ শ্রেণীতে পড়ি। মাঝপথে আমি অনেক চেষ্টা করেছি আপনাদের সঙ্গে যোগাযোগ করার। জানি না আমার কোন চিঠি আপনারা পেয়েছেন কিনা। আপনাদের চিঠি লিখে আমি খুব খুশি। অনুষ্ঠান থেকে আমি নানা তথ্য পাচ্ছি। আমার অনুরোধ আমাকে যেন শ্রোতা হিসাবে গ্রহণ করা হয়। আজ এতটাই লিখলাম। পরে আবার লিখবো।
ধন্যবাদ।
মু: আচ্ছা, বন্ধু সিংহ, আপনি অনুষ্ঠানে নিজের চিঠি শুনে অবশ্যই আপনাদের খুশি লাগে। আমি আপনার নাম শ্রোতাদের তালিকায় অন্তর্ভুক্ত করেছি। আশা করি, আপনি নিয়মিত আমাদের মতামত দেবেন।
আ: কুমিল্লা জেলার আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের সভাপতি সোহাগ বেপারী ইমেলে লিখেছেন, গত পহেলা নভেম্বর রোজ শুক্রুবার আমাদের আন্তর্জাতিক বাঁধন বেতার শ্রোতা সংঘের উদ্যোগে ঈদুল আযহা উপলক্ষে ঈদ একটি পুর্নমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব এয়াকুব আলী মজুমদার, আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসাবে বিশিষ্ট সমাজ সেবক সাইফুল ইসলাম ও ওয়ার্ড মেম্বার আবদুর রাজ্জাক, বিভিন্ন গ্রামের সম্মানিত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এই অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন এবং আমাদের রেডিও শুনার জন্য আরও উত্সাহ প্রদান করেন। বিশেষ করে সি আর আই শুনার জন্য ও চিঠি লিখে অংশ গ্রহন করার জন্য। আমি এই অনুষ্ঠানের দুই কপি ছবি আপনাদের কাছে ই-মেইল করে পাঠালাম। পরিশেষে আমার অনুরোধ আমার শ্রোতা সংঘের জন্য অনুষ্ঠান সূচী ও কিছু উপহার সামগ্রী পাঠাবেন।
মু: আচ্ছা, বন্ধু বেপারী, আপনাকে বিশেষ অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। আপনার পাঠানো প্রতিবেদন এবং ছবিগুলো আমি মুক্তার কথা ওয়েবপেইজে দিবো। আশা করি, শ্রোতারা দেখতে পারেন।
আ: সুপ্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানের শেষ প্রান্তে আপনাকে আরেকটি সুন্দর বাংলা গান শোনাতে চাই। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।
গান
আ: প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।
মু: হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও প্রশ্ন বা মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলছি ben@cri.com.cn। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)