Web bengali.cri.cn   
মুক্তার কথা-০৯ নভেম্বর
  2013-11-21 17:03:37  cri


মু: সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে সম্প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা।

আ: আর সঙ্গে আছি আমি আলিমুল হক। সরাসরি চলে যাচ্ছি শ্রোতাদের চিঠিপত্র নিয়ে আলোচনায়।

বাংলাদেশের কুষ্টিয়া জেলার ফ্রেন্ডশিপ বেতার শ্রোতা সংঘের সভাপতি এ এম মজনু বিশ্বাস তার চিঠিতে লিখেছেন, ...

মু: বন্ধু বিশ্বাস, আপনার দুর্ঘটনার কথা শুনে আমাদের অনেক খারাপ লাগছে। আশা করি, আপনি এখন ভাল আছেন। আপনি এত কষ্ট করে আমাদেরকে চিঠি লিখেছেন। এ জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি ভবিষ্যতেও নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন।

আ: পাবনা জেলার সি আর আই ড্রাগন ক্লাবের শেখ আব্দুল মান্নান বারী তার চিঠিতে লিখেছেন: প্রথমে আন্তরিক ছালাম ও শুভেচ্ছা নিবেন। সাহিত্য বিষয়ক অনুষ্ঠানে মহান ব্যক্তিদের জীবনী, বিশ্বসংবাদ ইত্যাদি আমার কাছে ভাল লাগে। আমি জানতে চাই, এ বছর বাংলাদেশে শ্রোতা সম্মেলন করার পরিকল্পনা আছে কি না।

মু: বন্ধু বারী, এ বছর বাংলাদেশে কোনো শ্রোতাসম্মেলন করার পরিকল্পনা আমাদের নেই। এ জন্য আমরা দুঃখিত। কিন্তু আশা করি, শ্রোতা সম্মেলন না-হলেও আপনাদের সঙ্গে আমাদের নিবিড় সম্পর্ক অব্যাহত থাকবে। আপনাকে ধন্যবাদ।

আ: ঢাকার রামপুরা থেকে মুরাদনগর লিসেনার্স ক্লাবের প্রেসিডেন্ট সৈয়দ আসিফুল ইসলাম লিখেছেন: বিনীত নিবেদন এই যে, আমি সিআরআই বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। আমি প্রতিদিন বাংলা অনুষ্ঠান খুব মনোযোগ দিয়ে শুনি। আশা করি সিআরআই-এর বাংলা অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর সব না-জানা খবর জানবো এবং প্রতিনিয়তই কিছু না কিছু শিখব। আপনাদের প্রতিদিনের এক ঘণ্টার অনুষ্ঠান আমরা অনেকেই শুনি। তারপরেও চাই, অনুষ্ঠানটি আপনাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করার সুযোগ থাকুক। কিন্তু আপনাদের ওয়েবসাইট থেকে অনুষ্ঠান ডাউনলোড করার কোনো সহজ সুযোগ নেই। আমি অন্য একটি ওয়েব রেডিওর কথা উদাহরণ হিসেবে বলতে চাচ্ছি যাদের ৪৫ মিনিটের অনুষ্ঠানটি মাত্র ১০-১৫ সেকেন্ডে ডাউনলোড করা সম্ভব হচ্ছে। আমি সিআরআই বাংলা বিভাগের কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি, কিছু একটা করুন। পুরো অনুষ্ঠান দ্রুত ডাউনলোড করার সুযোগ সৃষ্টি করুন।

মু: আচ্ছা, অনেক শ্রোতাই ওয়েবসাইট থেকে আমাদের অনুষ্ঠানগুলো ও চীনা গানের ওডিও ফাইলগুলো ডাউনলোড করতে চান। আমরা আমাদের ওয়েবসাইট নতুন করে সাজানোর কাজ করছি। শিগগিরই আপনারা একটি নতুন ওয়েবসাইট দেখতে পাবেন এবং সেখানে অনুষ্ঠান সহজে ডাউনলোড করার সুযোগ থাকবে আশা করি। বন্ধু ইসলাম, আপনাকে ধন্যবাদ জানাই।

আ: ঢাকার উত্তরণ সিআরআই লিসেনার্স ক্লাবের মহাপরিচালক মোঃ মঞ্জুরুল আলম রিপন আর ইমেলে লিখেছেন: গত ২৪ অক্টোবর সন্ধ্যায় দিদারুল ইকবালের বাসায় সিআরআই সাউথ এশিয়া রেডিও ক্লাবের উপ-পরিচালক তাসলিমা আক্তার লিমাকে উত্তরণ সিআরআই লিসেনার্স ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। এদিকে, তাসলিমা আক্তার লিমা চীন ভ্রমণ করে এসেছেন। আশা করি তার ভ্রমণ আনন্দদায়ক ও ফলপ্রসু হয়েছে। বিশ্বাস করি সিআরআইয়ের মাধ্যমে চীনের সাথে আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। তার চীনের উদ্দেশ্যে যাত্রার আগের দিন আমি দিদারুল ইকবার ও তাসলিমা আক্তার লিমা বাসায় আমি গিয়েছিলাম। তাদের আপ্যায়ন আমাকে মুগ্ধ করেছে। লিমা ভাবী নিজে রান্না করে আমাকে খাইয়েছেন। লিমা ভাবিকে মুক্তার কথা অনুষ্ঠানের মাধ্যমে আরো একবার ধন্যবাদ জানাই।

মু: আচ্ছা, বন্ধু রিপনকে ইমেল লেখার জন্য ধন্যবাদ জানাই। তিনি ঠিক বলেছেন, লিমার এবারের চীন ভ্রমণ ফলপ্রসূ হয়েছে। সংশ্লিষ্ট আলোচনাসভায় তার ভাষণ সিআরআই'র নেতা, কর্মকর্তা ও অন্যান্য দেশের শ্রোতা প্রতিনিধিদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়। সিআরআই'র একজন কর্মকর্তা তার প্রশংসাও করেছেন। আশা করি লিমা ও তার ক্লাব আমাদের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করবেন। লিমা এই অনুষ্ঠানের মাধ্যমে আরেকবার ধন্যবাদ জানাই। বন্ধু রিপন দিদারুল ইকবালের বাসায় আনন্দঘন পরিবেশে তোলা কয়েকটি সুন্দর ছবি পাঠিয়েছেন। আমি মুক্তার কথা ওয়েবপেইজে ছবিগুলো আপলোড করে দেব। আশা করি অন্য ছবিগুলো অন্য শ্রোতাদেরও ভালো লাগবে। আর, আমাদের শ্রোতাদের মধ্যে এবং ক্লাবগুলোর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক দেখে আমাদের অনেক ভালো লাগে। আশা করি, এই সুসম্পর্ক ভবিষ্যতে আরো জোরদার হবে।

আ: মাদারীপুর জেলার বাংলাদেশ ইন্টারন্যাশনাল লিসেনার্স ইউনিটের প্রেসিডেন্ট মোঃ রাসেল শিকদার লিখেছেন: আমি প্রতি সপ্তাহের মুক্তার কথা অনুষ্ঠানটি মন দিয়ে শুনি। কারণ, এই অনুষ্ঠানের মাধ্যমে চীন আন্তরজার্তিক বেতারকে ঘিরে দেশ বিদেশের বহু শ্রোতার আবেগ-অনুভুতি সম্পর্কে জানতে পারি। প্রতি সপ্তাহের মতো গত ২রা নভেম্বর মনোযোগ দিয়ে মুক্তার কথা অনুষ্ঠানটি শুনেছিলাম। ঐ দিন সিআরআই সাউথ এশিয়া ক্লাবের তাসলিমা আক্তার লিমার চীন ভ্রমণের উপর একটি সাক্ষাতকার প্রচার করা হয়। যা আমার কাছে খুবই ভালো লেগেছে। লিমা ভাবীর নাম বাংলা বিভাগের ইতিহাসে লেখা থাকবে। কারণ, তিনি প্রথম নারী হিসাবে বাংলা বিভাগ থেকে চীন ভ্রমণ করেছেন। সামনাসামনি লিমাকে দেখার সুযোগ হয়েছিলো। তার সাক্ষাতকার শুনে বুঝতে পারছিলাম তিনি চীনে গিয়ে কতটা খুশী হয়েছে। এই সাক্ষাতকার থেকে আমি চীন সম্পর্কে অনেক তথ্য পেয়েছি। গ্রেট ওয়ালে উঠে যখন মুক্তা আপু এবং লিমা ভাবী কথা বলছিলেন, তখন বেশ বুঝতে পারছিলাম যে গ্রেট ওয়ালে উঠতে অনেক পরিশ্রম করতে হয়। আমি চোখ বন্ধ করে এই সুন্দর দৃশ্য কল্পনা করতে পারি। মুক্তা আপুর কাছে অনুরোধ থাকবে, আপনাদের গ্রেট ওয়াল ভ্রমণের ছবি মুক্তার কথা ওয়েবপেইজে আপলোড করবেন। আর লিমা ভাবীকে তার সুন্দর গানের জন্য এই অনুষ্ঠানের মাধ্যমে জানাই আমার আন্তরিক ধন্যবাদ।

মু: আচ্ছা, বন্ধু শিকদার, আপনি ভাল প্রস্তাব করেছেন। আমি ভ্রমণের সময় লিমার লেখা ও ছবি আমাদের ওয়েবসাইটে দিয়েছি। আপনারা এখন মুক্তার কথা ওয়েবপেইজে তা দেখতে পারেন। আপনাকে ইমেল করার জন্য ধন্যবাদ জানাই।

আ: পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ডা এস এম এ হান্নান তার ইমেলে লিখেছেন: আমরা বিভিন্ন বেতার, ওয়েবসাইট, ফেসবুক, টিভি, পত্রপত্রিকার নিয়মিত পাঠক/শ্রোতা। আমরা মনে করি, শিক্ষার সকল শাখায় সম্যক জ্ঞান লাভের মাধ্যমেই কেবল একজন ব্যক্তি সাফল্য অর্জন করতে পারে। কিন্তু বাংলাদেশের নাজুক শিক্ষাব্যবস্থার কারণে জাতি আজ যথাযথ শিক্ষা থেকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত হচ্ছে। ফলে পড়াশুনা শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশের শুরুতে তাদের হতে হচ্ছে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন। দেশের এ পিছিয়ে-পড়া-জনগোষ্ঠীকে দেশ ও বিশ্বের সাথে তাল মিলিয়ে চলায় আপনাদের প্রচারমাধ্যম এক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।

মু: বন্ধু হান্নান, সুন্দর বলেছেন। জীবনের সকল ক্ষেত্রে জ্ঞান অর্জন করাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। আমরা যদি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে প্রিয় শ্রোতাদের খানিকটা উপকারও করতে পারি, তাহলে নিজেদের পরিশ্রমকে স্বার্থক মনে করবো। বন্ধু হান্নানকে ধন্যবাদ।

আ: বন্ধুরা, এখন গানের সময়। আমরা আপনাদেরকে একটি সুন্দর বাংলা গান শোনাবো। আশা করি, সব শ্রোতা গানটি পছন্দ করবেন।

গান

আ: জামালপুর জেলার"সি,আর,আই শ্রোতা ক্লাব"-এর মো: আব্দুর রহমান ইমেলে লিখেছেন: চীন আমার স্বপ্নের দেশ। চীন ভালবাসি অনেক বেশি যা কখনোই প্রকাশ করা যাবে না। নিজের অজান্তেই চীনকে ভালবেসে ফেলেছি। ছোটবেলায় অনেক গল্প শুনতাম চীন সম্পর্কে। আর চীন সম্পর্কে আলোচনা করতে গেলে আধুনিক চীনের প্রতিষ্ঠাতা মাও সে তুং সম্পর্কে আলোচনা চলে আসে। মাও সে তুং যেন আলাদিনের চেরাগ পেয়েছিলেন। তিনি যেভাবে চীনের আমূল পরিবর্তন করে আধুনিক চীনের প্রতিষ্ঠা

করেছেন তা ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। তারই অকৃত্রিম প্রচেষ্টায় বর্তমান গণচীন আজ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে। আজ চীন বিশ্বের অর্থনৈতিক ক্ষমতাধর দেশগুলোর অন্যতম। চীনের স্থাপত্যগুলি বিশ্ব পর্যটকদের আকৃষ্ট করে প্রতিবছর আয় করছে লক্ষ লক্ষ ইউয়ান। চীনের স্থাপত্য সম্পর্কে আমার ঞ্জান ততোটা সমৃদ্ধ নয়। চীনের নিষিদ্ধ নগরী ও চীনের প্রাচীর ও অন্যান্য কিছু স্থাপত্য সম্পর্কে কিছু ধারণা লাভ করেছি বিভিন্ন বই থেকে। দ্বাদশ শ্রেণীর ইংরেজী পাঠ্য বইয়ে The great wall শীর্ষক নিবন্ধ থেকে চীনের প্রাচীর সম্পর্কে কিছুটা জানতে পারি। চীনের পোশাক শিল্প ও প্রযুক্তি যে বিশ্ববাজার ছেয়ে ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। চীন সম্পর্কে যেটুকু জানতে পেরেছি তার অধিকাংশই জানতে পেরেছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের কল্যাণে। বাংলা বিভাগের তথ্যনির্ভর সংবাদ, রুচিশীল প্রতিবেদন ও বিভিন্ন আয়োজন আমাকে চীন সম্পর্কে অনেককিছু জানিয়েছে। সেজন্য বাংলাবিভাগকে জানাই অশেষ ধন্যবাদ।

মু: বন্ধু আব্দুর রহমান, আপনাকে চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। আমরা প্রতিবার অনুষ্ঠানে বলি যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। তাই যখনই আপনারা আমাদের অনুষ্ঠান সম্পর্কে ভালো কিছু বলেন তখন আমাদের ভালো লাগে। আপনাদের সমর্থন নিয়ে আমরা আরো ভালো অনুষ্ঠান নির্মাণের প্রচেষ্টা অব্যাহত রাখবো, কথা দিচ্ছি। আপনাকে আবারো ধন্যবাদ।

আ: সিরাজগঞ্জ জেলার এস এম আনোয়ার কবীর তার চিঠিতে লিখেছেন: আমি সিআরআই এর একজন নিয়মিত শ্রোতা। দৃষ্টির সীমানায়-এর প্রতিটি পর্বই খুব উপভোগ করেছি। আমাদেরকে মজার মজার অনুষ্ঠান উপহার দেয়ার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন সেই সঙ্গে আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। গত ২৮ অক্টোবর প্রচারিত সবচেয়ে আবেদনময়ী ৮ নারী সিইও সম্পর্কে প্রতিবেদনটি ছিল চমৎকার। আবেদনময়ী নারী বলতে আমি এতদিন বুঝতাম হটগার্ল কিংবা যৌন আবেদনময়ীকে। কিন্তু আপনাদের প্রতিবেদন আমার ভুল ভেঙে দিয়েছে। এ প্রতিবেদন থেকে জানলাম চেহারার পাশাপাশি সাফল্য, ক্ষমতা, উচ্চাকাঙ্ক্ষা, ক্যারিশমা, ফ্যাশন সচেতনতা, কাজে, চিন্তায়, প্রতিষ্ঠান পরিচালনায় পারদর্শী যারা তারাই আবেদনময়ী। এই প্রতিবেদন থেকে জানলাম সেরা আট আবেদনময়ী সম্পর্কে। এঁদের বেশীরভাগই বয়সে তরুন। আলোচ্য প্রতিবেদন আমাদের দেশের নারী শ্রোতাদের, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন তাদের অনেক উৎসাহিত করবে বলে আমার বিশ্বাস। তারাও চেষ্টা করবে বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও হওয়ার জন্য। আশা করছি তারাও বলবে-আমিও পারি। ধন্যবাদ সুন্দর প্রতিবেদনটির জন্য।

মু: আচ্ছা, কবীর, আমাদেরকে উত্সাহ দেয়া এবং প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আমরা আপনাদের জন্য আরো সুন্দর ও সমৃদ্ধ অনুষ্ঠান তৈরী করার চেষ্টা অব্যাহত রাখবো।

আ: বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে আপনাদেরকে আরেকটি সুন্দর বাংলা গান শোনাবো। আশা করি, সব শ্রোতা গানটি পছন্দ করবেন।

গান

আ: প্রিয় শ্রোতাবন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আর হ্যা, আমাদের চিঠি লিখতে ভুলবেন না।

মু: হ্যাঁ, আপনারা আমাদের ইমেলেও প্রশ্ন বা মতামত পাঠাতে পারেন। আমাদের ইমেল ঠিকানা হলো ben@cri.com.cn। আবারো বলছি ben@cri.com.cn। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক