Web bengali.cri.cn   
বাংলাদেশের ব্যাপারে নাক গলাবে না যুক্তরাষ্ট্র
  2013-11-06 10:57:31  cri

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে কী করণীয় সে ব্যাপারে 'নাক গলাবে' না বলে যুক্তরাষ্ট্র।

ঢাকা সফররত মার্কিন কংগ্রেসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল-সম্পর্কিত পররাষ্ট্র বিষয়ক উপকমিটির চেয়ারম্যান স্টিভ শ্যাবোট মঙ্গলবার তাঁর দেশের এ অবস্থান তুলে ধরেন।

আইনমন্ত্রী শফিক আহমেদের সঙ্গে দেখা করার পর তিনি বলেন, "আমি এখানে এসেছি কেবল পর্যবেক্ষক হিসেবে। আমি এখানে যা দেখব, ফিরে গিয়ে তাই কংগ্রেসের সহকর্মীদের জানাব।"

শ্যাবোট বলেন, বাংলাদেশের জনগণ নিজেদের জন্য সবচেয়ে মঙ্গলকর যা ঠিক মনে করবেন, তাই হবে।

তিনি বলেন, "বাংলাদেশকে কী করতে হবে, তা বলা যুক্তরাষ্ট্রের কাজ নয়।"

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সময়ের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যে শ্যাবোট ঢাকা সফর করেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ চায় নির্বাচনকালীন সর্বদলীয় সরকার থাকবে, কিন্তু বিরোধী দল বিএনপি আগের তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। (এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক