Web bengali.cri.cn   
"পিয়েনজুয়ের চিকিত্সা-কৌশল"
  2013-11-05 14:14:05  cri
পিয়েনজুয়েন চীনের বিখ্যাত চিকিত্সক। তার দুই ভাইও চিকিত্সক ছিলেন। কিন্তু তিন ভাইয়ের মধ্যে পিয়েনজুয়েন বেশি খ্যাতি অর্জন করেছিলেন। তার চিকিত্সা-কৌশল অত্যন্ত ভাল ছিল। দেশের মানুষ তাকে একনামে চিনতো। একদিন তত্কালীন রাজা পিয়েনজুয়েকে রাজদরবারে ডেকে পাঠালেন। রাজা পিয়েনজুয়েনকে জিজ্ঞেস করলেন: "তোমরা তিন ভাই আছ। তিনজনই চিকিত্সক। তো, কার চিকিত্সা-কৌশল সবচেয়ে ভাল?" পিয়েনজুয়েন সঙ্গে সঙ্গে উত্তর দিলেন: "আমার বড় ভাইয়ের যোগ্যতা সবচেয়ে বেশি, তারপর আমার মেজ ভাই। তিন জনের মধ্যে আমার যোগ্যতা সবচেয়ে কম।" রাজা আবার জিজ্ঞেস করলেন: "তাহলে সাধারণ মানুষ তোমার প্রশংসা সবচে বেশি করে কেন?" পিয়েনজুয়েন উত্তর দিলেন: "আমার বড় ভাই সাধারণত মানুষ অসুস্থ হওয়ার আগেই তাকে রোগ-প্রতিরোধক টিকা দেন। ফলে লোকজন বুঝতে পারে না যে, তিনি তাদের কতো উপকার করছেন। তাই বড় ভাইয়ের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়তে পারেনি। আজ মেজ ভাই রোগের লক্ষণ দেখে চিকিত্সা করেন। লোকেরা মনে করে, তিনি কেবল সামান্য রোগ দূর করতে পারেন। অন্যদিকে, আমি গুরুতর অসুস্থ রোগীদের চিকিত্সা করি। তারা সুস্থ হয়ে মনে করে যে, আমি তাদের জীবন বাঁচিয়েছি। তাই তারা মনে করে যে, আমার যোগ্যতা সবচেয়ে বেশি।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক