Web bengali.cri.cn   
দার্শনিক গল্প
  2013-10-29 19:14:05  cri
১ : একটি বাহক কাবুতর প্রতিদিন খুব পরিশ্রম করে উড্ডয়নের কোশল চর্চা করে। সে চিঠি পাঠিয়ে দেওয়ার পথে অনেক বার বাঘপাখির ধরা থেকে রেহাই পেল। একটি উড্ডয়ন প্রতিযোগিতায় এই কাবুতর চ্যাপীয়ন হলেন। ক্লাব তাকে স্বর্ণ পদক বিতরণ করল। এর পর সে মাঝেমাঝে এই স্বর্ণ পদক তার ডানাতে ঝুলিয়ে দিল। তার পরিশ্রম আগের চাইতে অনেক কমে গেছে। নি:সন্দেহে তার উড্ডয়নের কৌশলে আর কোন উন্নতি নেই। এক দিন যখন সে চিঠি বহন করে অন্য একটি জায়গায় উড্ডয়ন করছিল তখন একটি বাঘপাখি পিছনে এসে এই বাহক কাবুতরকে ধরে খেয়ে ফেলল।

গল্প ২: এক দিন একটি প্রজাপতি কেবল খেলাধুলার করার জন্য মন দিল। সুতরাং সে অজান্তে একটি মাকড়সার জালে পড়ে গেল। একটি মৌমাছিও কেবল মধু সংগ্রহের জন্য মন দিল। সেও অজান্তে মাকড়সার জালে পড়ে গেল। তারা মাকড়সার জাল থেকে রেহাই পাওয়ার জন্য প্রাণপন চেষ্টা কলল। কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ হল। প্রজাপতি নালিশ করতে শুরু করল: ' এটা তাবাসের দোষ, নইলে আমি কোন দিন দিকহারা হবো না'। মৌমছিও নালিশ করতে শুরু করল: ' সুর্য আলোর দোষ , নইলে আমি অবশ্যই এই মাকড়সার জাল দেখতে পারতাম'। তাদের নালিশ শুনে মাকড়সা বলল: ' এখানে আমার যথেষ্ট খাবার আছে। কিন্তু সবই নিজেই আমাকে খাওয়া পৌছে দিয়েছে'।

গল্প ২: একটি কাক মাঝেমাঝে পুরাতন বাসা থেকে নতুন বাসায় উঠতে যায়। একদিন একটি অতিথি পাখি কাককে জিজ্ঞেস করল: ' তুমি কোন মাঝেমাঝে তোমার পুরাতন বাসা ছেড়ে আবার একটি নতুন বাসায় উঠে যাও'। কাক উত্তর দিল: " কারন সে মনে করে একটি বাসায় বেশী দিন থাকলে দুগর্ন্ধ বেশী বের হয়ে যাবে। আমি এই দুগর্ন্ধ সইতে পারি না" । অতিথি পাখি বলল: " এই দুগর্ন্ধ তো তোমার গায় থেকে বের হয়েছে। তোমার বাসার সঙ্গে কোন সম্পর্ক নেই"।

গল্প ৩: এক দিন একটি আজগর ও একটি ছোট বিষাক্ত সাপ একটি বড় কাছিম ঘিরে তাকে খেয়ে ফেলতে চায়। আজগর এই কাছিমকে জোরে ধরল। কাছিম তার মাথা তার খলের ভিতরে লুকিয়ে গেল। আজগর কিছুতেই তাকে খেতে পারে না। আজগর খুব ক্লান্ত হয়ে পড়ল। সে পাশে বিশ্রাম নিতে গেলে। এই সুযোগ পেয়ে কাছিম সাবধানে তার মাথা খল থেকে বের হল। ঠিক এই মুহুর্তে ছোট বিষাক্ত সাপ কাছিমের আথায় কামড় দিল। কাছিম কিছু ক্ষণ মারা গেল। আজগর এই দৃশ্য দেখে ছোট বিষাক্ত সাপকে জিজ্ঞেস করল: " আমি তাকে খেয়ে ফলার জন্য অনেক চেষ্টা করেছি , কিন্ত ব্যর্থ হয়েছে। তুমি কেন এত সহজেই তাকে মেরে ফেলে?" ছোট বিষাক্ত সাপ উত্তর দিল: " এর কারণ খুব সহজ। আমি ভালভাবে কাছিমের চরিত্র জানি"।

গল্প ৩: এক দিন তিনজন রাজমিস্ত্রি একটি দেওয়াল নির্মান করল। একজন যাত্রী তাদেরকে জিজ্ঞেস কলল: " তোমরা কি করছ'?। প্রথম রাজমিস্ত্রি গম্ভীর গন্ঠে উত্তর দিল: " তুমি দেখতে পার না আমরা কি করছি?"। দ্বিতীয় রাজমিস্ত্রি মাথা তুলে হাসি মুখে উত্তর দিল: " আমরা একটি বড় ভবন নির্মান করছি"। তৃতীয় রাজমিস্ত্রি কাজ করার পাশেপাশি গান গাইছে। সে উত্তর দিল: " আমরা একটি নতুন শহর নির্মান করছি"। দশ বছর পর প্রথম রাজমিস্ত্রি আরেকটি জায়গায় দেওয়াল নির্মান করছে। দ্বিতীয় রাজমিস্ত্রি অফিসে বসে নীল নকশা আঁকছে। তৃতীয় রাজমিস্ত্রি তাদের দু'জনের মলিকে পরিণত হয়েছেন।

গল্প ৩: এক দিন দু'জন লোক একটি বনে একটি বাঘের মুখে পড়ল। প্রথম লোক তাড়াতাড়ি একটি হালকা জুটা পরিবর্তন করল। দ্বিতীয় লোক বলল: " হালকা জুটা পরিবর্তন করা কি লাভ। পরলেও বাঘ তোমাকে ঘরতে পারে"। প্রথম লোক বলল: " তোমার সামনে তাড়লে যথেষ্ট'।

গল্প ৪: একদিন চারজন ভাই একটি ছোট নৌকায় চরে সাগরের ওপারে নিজ নিজ পবিত্র আশা-আকাঙ্ক্ষা খুঁজতে গেল। যাওয়ার পথে সাগরে বড় ঢেউ সৃষ্টি হল। সবচেয়ে বড় ভাই ভয় পেলে চিত্কার করে বলল: " তাড়াতাড়ি ফিরে যাও"। মেজ ভাই ভয়ে মাখের রং মাটির মত হয়ে গেল। সে বলল: " তাড়াতাড়ি যাওয়ার দিক পরিবর্তন কর"। সেজ ভাই কিছু কথা না বলে নৌকায় সে তার গা গুটিয়ে নিল। কেবল সবচেয়ে ছোট ভাই দৃঢ়ভাবে হাল নিয়ন্ত্রণ করে অব্যহতভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। ঠিক সে সময় একটি বিরাট ঢেউ এই ছোট নৌকা ভেঙ্গে দিল। চারজন ভাই সাগরে ডুবে গেল। যখন সুর্য উঠল তখন একটি বিস্ময়কর দৃশ্য দেখা দিল: সবচেয়ে বড় ভাই একটি চিংড়ি মাছে পরিণত হয়ে গেল। সে সব সময় পিছনের দিয়ে সাঁততে পছন্দ করে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক