Web bengali.cri.cn   
চীনের যুদ্ধমান রাজ্য আমলের বিখ্যাত জলসেচ বিশেষজ্ঞ ছেন গুও সম্পর্কে।
  2013-10-29 19:11:32  cri
ছেন গুও ছিলেন চীনের যুদ্ধমান রাজ্য আমলের একজন জলসেচ বিশেষজ্ঞ। তিনি ছিং রাজবংশ আমলে তিন শো কিলোমিটার লম্বা একটি পানি পোলা নির্মানের কাজ পরিচালনা করতেন। এই পানি পোলার পানি ৪০ হাজার হেক্টর আবাদি জামি জলসেচন করে। যার ফলে ছিং রাজবংশ আমলে কৃষি দ্রুতভাবে উন্নয়ন হল। পরে এই পানি পোলা ' ছেনগুও পানি পোলা' বলে আধ্যয়িত হয়। সুতরাং চীনের ইতিহাসে তিনি একজন উল্লেখ্যযোগ্য জলসেচ বিশেষজ্ঞ।

চীনের ইতিহাসে যুদ্ধমান রাজ্যের শেষ দিকে অনেক রাজ্যের মধ্যে ছিং রাজ্য সবচেয়ে শক্তিশালী রাজ্য ছিল। কিন্তু ছিং রাজ্যে জলসেচ উন্নত নয়। কোন কোন জায়গায় বছরের একবার বন্যা দেখা দিত , আর কোনো জায়গায় খরাও দেখা দিত। ছিং রাজবংশের তত্কালীণ রাজা এই ব্যাপারে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি তার পাশের উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে একজন জলসেচ বিশেষজ্ঞকে খোঁজার নির্দেশ দিলেন। পরে তারা শুনতে পেলে ছেন গুও নামে একজন লোক জলসেচ নির্মান কাজ করতে পটু। রাজা তাকে রাজদরবারে ডেকে পাঠালেন। রাজা তার মনের কথা ছেন গুওকে বললেন। ছেন গুও বললেন: ' মহারাজ, অনেক দিন ধরে আমি কথা চিন্তা করছি। কারণ ছিং রাজ্যের কোন কোন জায়গায় পানির অভাব। একটি বড় পানির পোলা নির্মান না করা চলবে না'। রাজা তাকে জিজ্ঞেস করলেন: ' তুমি কোথায় এই পানির পোলা নির্মান করবে?' ছেন গুও বলল: ছিং রাজ্যের মধ্য অঞ্চলের হুয়ে নদীর উত্তর দিকের মালভূমিতে আমি একটি বড় পানির পোলা নির্মানের পরিকল্পনা করবো।" রাজা বললেন, ' বল তো তুমি কেন সে জায়গা বাছাই নিয়েছ। কারণ কি ?'। ছেন গুও বলল: ' এর কারণ এই যে, সেখানে মাটি লবণাক্ত। চাষ করলে ভাল ফসল হবে না। পশ্চিম দিকের চিন নদীর পানি পূর্ব দিকে আনা হলে পানির অভাবের সমস্যার সমাধান করা হবে। তা ছাড়া পানি এই লবণাক্ত মাটি দিয়ে প্রবহিত হলে আস্তে আস্তে এই লবণাক্ত জমি অবাদি জমিতে পরিণত হতে পারে। আমার বিশ্বাস আগামী কয়েক বছরের মধ্যে এখানে ছিং রাজবংশের বড় খাদ্য ভান্ডারে পরিণত হবে'। তার কথা শুনে রাজা বললেন: ' তোমার কথা শুনতে যুক্তিযুক্ত । তোমার ধারণায় আমি আজি। কিন্তু তুমি কিভাবে এই পানি পোলা নির্মান করবে'। ছেন গুও উত্তর দিলেন: ' প্রথমে আপনার কাছ থেকে আমি যথেষ্ট সময় চাই। আমাকে কিছুটা প্রস্তুতিমূলক কাজ নিতে হবে। তারপর নির্মান কাজ হতে পারে। এই কাজ শেষ হওয়ার পর মহারাজ এই প্রকল্পের গুনমান চেক করবেন'। ' যদি তুমি এই পানির পোলা নির্মান করতে পার তাহলে আমি অবশ্যই তোমাকের সময় দিবো'। বললেন রাজা। তারপর জলসেচের জন্য প্রস্তুতিমূলক কাজ শুরু হল। এক বছর পর পানির পোলা নির্মানের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হল। হাজার হাজার শ্রমিক এই প্রকল্পে নিয়োজিত হল। পাঁচ বছর পর পানির পোলার নির্মান কাজ শেষ হল। রাজা নিজেই এই পানির পোলা পরিদর্শন করতে এলেন। এর বছর পর এই পানির পোলার দু'পাশের হাজার হাজার হেক্টর জমিতে ভাল ফসল হল। এক দিন রাজা তার পাশের উচ্চ পদস্থ কর্মকর্তাদেরকে বললেন: ' ছেন গুও ছিং রাজ্যের জন্য বড় অবদান রেখেছেন। তার এই অবদান আমাদের বংশলতার মনে চারকাল বজায় রাখার জন্য আমি এই পানির পোলা ' ছেন গুও পানির পোলা' দেবো। তোমাদের মতামত কি?' উচ্চ পদস্থ কর্মকর্তারা এক সঙ্গে উত্তর দিলেন: ' আমরা মহারাজের প্রস্তাবে এক শো ভাগ সম্মত হই'। রাজার নির্দেশে তখন থেকে এই পানির পোলা ' ছেন গুও পানির পোলা' বলে আধ্যায়িত হল। হাজার হাজার বছর ধরে ' জলসেচ বিশেষজ্ঞ' হিসেবে ছেন গুও-এর নাম চীনা জনসাধারণের মধ্যে প্রচলিত হয়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক