Web bengali.cri.cn   
গুগলের হট এয়ার বেলুন প্রকল্প
  2013-10-24 19:18:50  cri


হট এয়ার বেলুনের মাধ্যমে সারা বিশ্বে মোবাইল যোগাযোগের নেটওয়ার্কের শক্তি ও পরিধি বৃদ্ধি করছে গুগল

নেটওয়ার্ক সবার বিশেষ করে নগরবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছিন্ন এক টি অংশ। কিন্তু বর্তমানে সারা বিশ্বে তিন ভাগের দুভাগ অঞ্চল বন ও পাহাড়সহ বিভিন্ন জটিল ভুখন্ডের কারণে দ্রুত ও স্থিতিশীল নেটওয়ার্ক ব্যবহার করা সম্ভব হয়না। এই প্রেক্ষাপটে গুগল হট এয়ায় বেলুন পরিকল্পনা প্রণয়ন করেছে। এই প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটি সারা বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে বড় ধরনে দ্রুত ও কার্যকর মোবাইল নেটওয়ার্ক গড়ে তুলতে যাচ্ছে।

সম্প্রতি গুগল নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে ৩০টি আধা স্বচ্ছ হট এয়ার বেলুন উত্তোলন করেছে। এই বেলুন উড়ার সঙ্গে সঙ্গে নেটওয়ার্কের সংকেত আরও অধিক দ্রুত ও কার্যকর হয়ে ওঠে। এভাবে নেটওয়ার্কের পরিধি বৃদ্ধি লক্ষ্যে পরীক্ষা চালায় গুগল।

বেলুনগুলো সৌরবিদ্যুত চালিত। বেলুর নিচে একটি সৌরশক্তি সংগ্রহের বোর্ড রয়েছে। একটি বেলুন পুরোটা দিন ধরে উড়তে চাইলে কমপক্ষে চার ঘন্টার বিদ্যুত্ চার্জ করা প্রয়োজন হয়। বেলুনটি আকাশে উড়ে গিয়ে ভূখন্ডে স্থাপিত নেটওয়ার্ক কেন্দ্রে সংকেত পাঠায়। এই সংকেতগুলো উল্লম্ফন করতে পারে এবং বেলুন থেকে বেলুনে প্রেরণ করা যায়। প্রতি বেলুনের আকার ১২৫ বর্গমিটার, যা দুটি নিউইয়র্ক সিটির মত বড় শহরে সংকেত প্রদান করতে সক্ষম।

গুগল জানায়, হট এয়ার বেলুন পরিকল্পনার পরবর্তী নিরীক্ষার মাধ্যমে ৩০০টিও বেশি বেলুনের মাধ্যমে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, চিনি, উরুগুয়ে, প্যারাগুয়ে, আর্জেটিনা পর্যন্ত ৪০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বরাবর একটি বৃত্ত তৈরী করবে।

জানা গেছে, ১৮ মাস ধরে গুগল এই পরিকল্পনা করেছে। মনুষ্যবিহীন গাড়ি ও গুগল গ্লাস-গুগল এক্স উদ্ভাবক ল্যাব এ পরিকল্পনাটি উত্থাপন করেছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক