অক্টোবার ১৯: বাংলাদেশের পররাস্ট্রমন্ত্রী ড. দীপুমনি শনিবার চীন আন্তর্জাতিক বেতারের মহাপরিচালক ওয়া কান নিয়েন এর সাথে সাক্ষাত করেন। সাক্ষাতের শুরুতে দু'নেতা পরস্পরের মধ্যে আন্তরিক ও হৃদ্রতাপূর্ণ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় মহাপরিচালক ওয়া কান নিয়েন বলেন সি আর আই বাংলা বিভাগের মূল উদ্দেশ্য দু'দেশের জনগণের মধ্যে মৈত্রী ও বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করা। একটি দায়িত্বশীল মিডিয়া হিসেবে সি আর আই সব সময় দু'দেশের আর্থ সামাজিক উন্নয়ন, সহযোগিতা আর সম্পর্ককে বিশেষ ইতিবাচক মূল্যায়ন করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সি আর আই বর্তমানের মতো আগামীতেও দু'দেশের মধ্যে পারস্পরিক অভীন্ন স্বার্থকে গুরুত্বপ্রদানে বিশেষ অবদান রাখবে। মহাপরিচালক আশা প্রকাশ করেন, বাংলাদেশে সি আর আই এর একটি স্টুডিও কার্যালয় চালু করা গেলে আরও বেশি সমাজ ও সংস্কৃতির সংবাদ প্রচারের মাধ্যমে দু'দেশের জনগণের মৈত্রীর সম্পর্ককে জোরদার করা সম্ভব হবে।
জবাবে পররাস্ট্রমন্ত্রী দীপুমনি বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত কুটনৈতিক সম্পর্কের বয়স ৩৮ বছর হলেও উভয় দেশের সভ্যতা ও ভাষার সম্পর্ক হাজার বছরের ইতিহাসে প্রথিত। ফাহিনের লেখা থেকে আমরা প্রাচীন বাংলার ইতিহাস জানতে পারি তেমনি অতীশদীপংকরের চীন ভ্রমন দু'দেশের মধ্যে হাজার বছরের সম্পর্কের সাক্ষ্য বহন করে।
চীন যেভাবে সারা বিশ্বের সাথে সম্পর্ক বজায় রেখেছে আমরা তার প্রসংশা করেন তিনি। চীনের অর্থনৈতিক পুনরুত্থান এবং তার সাফল্যে আমরা আনন্দিত।
দু'দেশ এবং জনগণের মধ্যে মৈত্রীর সম্পর্ক আর সংস্কৃতি বিনিময়ের মাধ্যম হিসেবে সি আর আই-এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে দীপুমনি বলেন, আমি আশাকরি অচিরেই ঢাকায় সি আর আই এর একটি স্টুডিও কার্যালয় চালু করা সম্ভব হবে। (লিপন)