
হংকংয়ে অনুষ্ঠিত হল প্রবাসী নেপালিদের শরীরগঠন প্রতিযোগিতা

2013-10-16 17:30:48 cri
সেপ্টেম্বর ২৫: হংকংয়ে বসবাসরত প্রবাসী নেপালি নাগরিক ও শিক্ষার্থীদের শরীরগঠন প্রতিযোগিতা গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় হংকংয়ে অনুষ্ঠিত হয়। এটি এ ধরনের ১১তম প্রতিযোগিতা।
প্রতিযোগিতার উদ্যোক্তা ছিল হংকংয়ে নেপালি শরীরগঠন সমিতি। প্রতিযোগিতার মূল লক্ষ্য হচ্ছে, তরুণদেরকে শরীরচর্চায় উত্সাহ দেওয়া। (ওয়াং হাইমান/আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন

মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
