সেপ্টেম্বর ২৫: আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) ২০২২ সালের কাতার বিশ্বকাপ শীতকালে আয়োজনের যে ইচ্ছা প্রকাশ করেছে, সম্প্রতি ইউরোপীয় ফুটবল ফেডারেশন তাকে সমর্থন জানিয়েছে। ইউরোপীয় ফুটবল ফেডারেশনের ৫৪টি সদস্যরাষ্ট্র গত ১৯ সেপ্টেম্বর ক্রোয়েশিয়ায় এক বিশেষ সম্মেলনে এ-ব্যাপারে সিদ্ধান্ত নেয়।
ক্রোয়েশিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্মেলনের পর ফিফার ভাইস-প্রেসিডেন্ট জিম বয়েজ এক সাক্ষাত্কারে বলেছেন, ২০২২ সালের কাতার বিশ্বকাপ শীতকালে আয়োজন করার ব্যাপারে ইউরোপীয় ফুটবল ফেডারেশন সম্মত হয়েছে। তবে বিশ্বকাপের আসর ২০২২ সালের জানুয়ারিতে বসবে, নাকি নভেম্বর-ডিসেম্বরে বসবে, তা নিয়ে বিতর্ক রয়েই গেছে।
২০২২ সালের কাতার বিশ্বকাপ আয়োজনের সময় পরিবর্তন করে শীতকালে করার পরিকল্পনার পেছনে যুক্তিসঙ্গত কারণ আছে। গ্রীষ্মকালে কাতারের তাপমাত্রা থাকবে প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস। এত উচ্চ তাপমাত্রায় ফুটবল খেলা অনেক কষ্টের কাজ। এতে ফুটবলাররা তাদের স্বাভাবিক ক্রীড়ানৈপুণ্যও দেখাতে পারবেন না। তবে, বিশ্বকাপ শীতকালে হলে নিশ্চিতভাবে ইউরোপের বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ফুটবল প্রতিযোগিতার ওপর তার ব্যাপক প্রভাব পড়বে। এ-অবস্থায় শেষ পর্যন্ত ২০২২ সালের ঠিক কোন সময় বিশ্বকাপ প্রতিযোগিতা শুরু হবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। (ওয়াং হাইমান/আলিম)