পূর্ব এশিয়া গেমসে জাপানী প্রতিনিধি দলের প্রধান হিরাওকা এরিকোসুকে সি আর আই' সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে জাপানী দলের অবস্থা ব্যাখ্যা করেন। তিনি বলেন, এবারের খেলোয়াড়দের মধ্যে রয়েছেন লন্ডন অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী খেলোয়ার। বিভিন্ন ইভেন্টে বিশ্ব মানের শ্রেষ্ঠ খেলোয়ারও আছেন এই দলে। তবে জাপানী দল জুডো, সাঁতার ও ট্র্যাক অ্যান্ড ফিল্ড প্রতিযোগিতায় অধিক বেশি প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম।
এবারের প্রতিযোগিতায় জাপানী দল কতগুলো স্বর্ণ পদক পেতে পারে এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে দলপ্রধান বলেন, ' প্রতিযোগিতায় এতগুলো স্বর্ণ পদক অর্জন করতে হবে এই কথা আমরা কখনো বলি না। আশাকরি, গতবারের হংকংয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার চেয়ে বেশি স্বর্ণ পদক জয় করতে পারবো'।
এটি টোকিও অলিম্পিক গেমস্ এর আয়োজক হবার পর দলটির প্রথমবারের মত কোনো আন্তর্জাতিক বহুমুখী প্রতিযোগিতায় অংশ নেয়া। এই দলের প্রধান বলেন ' এবারের প্রতিযোগিতায় আমরা অনেক তরুন ক্রিড়াবিদ পাঠিয়েছি। যাদের মধ্যে সর্বোচ্চ কনিষ্ঠ খেলোয়াড়ের বয়স ১৩ বছর এবং দলের সদস্যদের গড় বয়স প্রায় ২০ বছরের মধ্যে। চীন তরুণ ক্রিড়াবিদ তৈরীর প্রতি বিশেষ গুরুত্বপ্রদান করে থাকে, এ থেকে শেখার অনেক কিছু রয়েছে।