Web bengali.cri.cn   
দার্শনিক গল্প: ' নবমের শক্তি'
  2013-10-15 16:14:03  cri
সুপ্রিয় শ্রোতা, এখন শুনুন আজকের দার্শনিক গল্প। আজকে আপনাদের শোনাব একাধিক গল্প।

গল্প ১: চীনের প্রাচীনকালের দার্শনিক লাওজি একদিন তার কয়েকজন শিষ্যকে তার রোগশয্যার পাশে ডেকে পাঠালেন। শিষ্যরা তার সামনে হাজির হওয়ার পর তিনি আঙ্গুল দিয়ে তার মুখের ভিতরে ইশারা করে জিজ্ঞেস করলেন: 'তোমরা কী দেখেছ?' 'কিছু না।' শিষ্যরা একসঙ্গে উত্তর দিলেন। লাওজি তাদেরকে বললেন: 'আমার শক্ত দাঁত আর নেই, কিন্তু নরম জিহ্বা এখনও আছে। জীবনে বহুবার দাঁত আমার জিহ্বাকে কামড়ে দিয়েছে। অথচ দেখ, আজ জিহ্বা আছে, কিন্তু দাঁত নেই। জিহ্বা আজ আমার সঙ্গী!'

গল্প ২: একদিন এক সন্যাসী গুরু তার শিষ্যের সঙ্গে বাইরে বেড়াতে গেলেন। তারা দু'জন একটি ছোট নদীর সামনে এসে পৌঁছলেন। তখন একটি মেয়ে নদীর তীরে দাঁড়িয়ে ছিল। নদীর পানি বেশী না-হলেও মেয়েটি নদী অতিক্রম করার সাহস পাচ্ছিল না। সন্যাসী মেয়েকেটি বললেন: 'আমি তোমাকে সাহায্য করতে পারি।' গুরু মেয়েটিকে নদী পার হতে সাহায্য করলেন। ছোট নদী পার হওয়ার পর, গুরু ও শিষ্য আবার সামনের দিকে চলতেন লাগলেন। সে সময় শিষ্য গুরুকে বলল: 'গুরু, আমরা সন্যাসী। আমরা তপস্যা করি। আমাদের সবসময় স্ত্রীজাতি থেকে দূরে থাকা উচিত।' গুরু উত্তর দিলেন: 'একটু আগে যা ঘটেছে, সেটা আমি ভুলে গেছি; তুমিও ভুলে যাও।'

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক