Web bengali.cri.cn   
 চিও ছাই কোতে তিব্বত আদিবাসীদের সুখী জীবন
  2013-10-23 20:00:01  cri

 


চার শতাধিক মানুষ সু চেং গ্রামে বসবাস করে এবং ৫৮ বছরের কে কে চুওর বাসা সু চেং গ্রামে। চিও ছাই কোর পর্যটন উন্নয়ন কার্যক্রম থেকে কে কে চুওর পরিবার উপকৃত হয়েছে। তারা দুই-তলা একটি বাড়ি নির্মাণ করেছে। যখন সংবাদদাতা তার কাছে পৌঁছায়, তখন দেখতে পান যে কে কে চুও নিজের দোকানে কাজ করছেন। কে কে চুও তিব্বত কারুশিল্পজাত পণ্যের একটি দোকান খুলেছেন এবং তা জনপ্রিয়তাও পেয়েছে। কে কে চুও জানান, প্রথমে তার পরিবার হোটেলের ব্যবসা করে এবং বেশকিছু অর্থ রোজগার করে। পরে চিও ছাই কোর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য তারা হোটেল ব্যবসা বন্ধ করে দেয়। প্রতিবছর সরকার চিও ছাই কো দর্শনীয় স্থানের টিকিট আয়ের একটি অংশ ভাতা হিসেবে আদিবাসীদের দিয়ে থাকে। গত বছর চিও ছাই কো দর্শনীয় স্থানে আসা পর্যটকের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে যায় এবং প্রত্যেক আদিবাসী ২০ হাজার ইউয়ান করে ভাতা পায়। বর্তমানে কে কে চুও ও তার পরিবার সুখী জীবনযাপন করছে। তিনি বলেন

"আমরা সবাই পর্যটনব্যবসা করি। আগে আমরা হোটেল ব্যবসা করতাম এবং পরে পরিবেশ সংরক্ষণের জন্য হোটেল বন্ধ করেছি। বর্তমান আমাদের পুরনো বাড়ি ভাড়া দেওয়া হয়ে গেছে।"

চিও ছাই কো দর্শনীয় স্থান ব্যবস্থাপনা ব্যুরোর উপ-প্রধান ওয়াং ছিয়াং বলেন, চিও ছাই কোর আদিবাসীদের জীবনরীতি অনেক পরিবর্তন হয়েছে এবং তাদের আয় বছর বছর বাড়ছে। ১৯৮৪ সাল থেকে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য চিও ছাই কোতে আবাদি জমির পরিবর্তে বনাঞ্চল গড়ে তোলা হয় এবং ২০০২ সালে চিও ছাই কোতে সব গবাদি পশু বাইরে স্থানান্তরিত করা হয়। তা ছাড়া, আদিবাসীদের স্বার্থ রক্ষা এবং তাদের আয় বাড়ানোর জন্য সরকার নানা নীতি প্রণয়ন করে; যেমন: আদিবাসীদের প্রশিক্ষণ দেওয়া, চাকরি বিষয়ে তাদের অগ্রাধিকার দেওয়া এবং নিয়মিত ভাতা দেওয়া। চিও ছাই কো দর্শনীয় স্থানে রেস্তোরাঁ, স্মারকবস্তুর দোকান এবং ছবি তোলার ব্যবসা---সবই আদিবাসীরা ব্যবস্থাপনা করে।

চিও ছাই কোর বাইরে নতুন তিব্বত জাতি গ্রাম নির্মিত হয়েছে। ওয়াং ছিয়াং বলেন, ১৯৯২ সালে চিও ছাই কো ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজে পরিণত হয়েছে এবং পুরাতন তিব্বত জাতি গ্রামের স্বাতন্ত্র্য ও অখন্ডতা বজায় রাখার জন্য চিও ছাই কোতে নতুন অট্টালিকা নির্মাণের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার। তিনি বলেন

"চিও ছাই কো দর্শনীয় স্থান সংরক্ষণ প্রথম স্থানে রেখে পর্যটন উন্নয়ন করা হয়। আদিবাসীদের আদি জীবনরীতি বজায় রাখতে আমরা উত্সাহ দিই। অবশ্য, পর্যটন উন্নয়নের সাথে আদিবাসীরা বাইরের সঙ্গে আরও বেশি যোগযোগ করে এবং তাদের জীবনও এ প্রক্রিয়ায় পরিবর্তন হয়। সাংস্কৃতিক শিল্পের উন্নয়ন এবং ঐতিহ্যের উত্তরাধিকারের ওপর আমরা গুরুত্ব দিই এবং সমর্থন করি।"

বর্তমানে চিও ছাই কোতে ৯০ শতাংশ আদিবাসী পর্যটনসম্পর্কিত কাজ করে। তারা স্যানিটেশন শ্রমিক, গাইড, পর্বতারোহণ শ্রমিক হিসেবে কাজ করছে। চিও ছাই কো সংরক্ষণ বিষয়ে তারা মূল বাহিনী হিসেবে কাজ করে। চাকরি থেকে তারা প্রতি বছর ১৬ হাজারেরও বেশি ইউয়ান বেতন হিসেবে পেতে পারে।

চিও ছাই কো দর্শনীয় স্থান মার্কেটিং কাজ করেন ইয়াং ফু ইং একজন তিব্বতী মেয়ে। ১০ বছর আগে তিনি গাইড হিসেবে প্রশিক্ষণ নেওয়ার জন্য চিও ছাই কোতে আসেন এবং এখানে তার স্বামীর সঙ্গে পরিচিত হন। তার স্বামী চিও ছাই কোর আদিবাসী। পর্যটন সবসময় তার পরিবারের আলোচ্য বিষয়। ইয়াং ফু ইং বলেন, পর্যটন উন্নয়ন হলেও চিও ছাই কোর দৃশ্য আগের মতো সুন্দর। এখানে পানি ও আবহাওয়া মিষ্টি এবং প্রাকৃতিক পরিবেশ কিছুই পরিবর্তন হয়নি। তাদের জীবনের মানও অনেক উন্নতি হয়েছে। তিনি বলেন

"একজন স্থানীয় অধিবাসী হিসেবে আমি মনে করি আমাদের জীবন অনেক পরিবর্তন হয়েছে। আমাদের শিশুদের জীবন আমাদের ছোটবেলার চেয়ে ভালো। ছোটবেলায় স্কুল থেকে বাসা পর্যন্ত যেতে সারা দিন লেগে যেত এবং দুপুরে পথে খেতে হতো। বর্তমানে লেখাপড়ার জন্য আমরা নিজেদের শিশুদের জেলার রাজধানী, এমনকি ছেংতু ও পেইচিংয়ে পাঠাচ্ছি এবং ভবিষ্যতে বিদেশেও পাঠাতে পারব। "

চিও ছাই কোতে অবকাঠামোগত পরিবর্তন ঘটেছে। তবে তিব্বতী অধিবাসীরা তাদের ঐতিহ্য বজায় রেখেছেন। তারা মনে করেন এ পৃথিবীতে সবকিছুর জীবন আছে এবং তারা প্রকৃতিকে সম্মান করেন ও রক্ষা করেন। তারা বিশ্বাস করেন চিও ছাই কোর পাহাড় ও পানি পবিত্র এবং তারা নিজের জন্মস্থানকে অনেক ভালবাসেন।

চিও ছাই কোতে আধুনিক জীবনরীতি প্রাচীন ঐতিহ্যকে পরিবর্তন করেনি। প্রাকৃতিক পরিবেশ পর্যটন উন্নয়নের মূল এবং জাতীয় সংস্কৃতিও প্রাকৃতিক পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ।

তিব্বত জাতির সাংস্কৃতিক বৈশিষ্ট্য চিও ছাই কো পর্যটনের জন্য একটি অনুঘটক হিসেবে কাজ করছে। এই ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ রক্ষা করা মানে তিব্বত জাতির ঐতিহ্যকে সংরক্ষণ করা।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক