যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে গত বৃহস্পতিবার রাতে গোলাগুলিতে ১৩ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে একটি তিন বছরের শিশুও রয়েছে।
বিশ সেপ্টেম্বর বাজারে এসেছে আইফোনের দুটো নতুন মডেল—৫এস ও ৫সি। কী থাকছে নতুন এই আইফোনে, আসছে কী কী পরিবর্তন? এসব নিয়েই আইফোন-ভক্তদের ব্যাকুল প্রতীক্ষার মধ্যেই অ্যাপল ছাড়ল আইফোন ও আইডপ্যাডের নতুন অপারেটিং সিস্টেম আইওএস-৭।
প্লেস্টেশন ভিটা গেম কনসোলের নতুন সংস্করণ বাজারে আনার কথা জানিয়েছে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি। 'টোকিও গেম শো' উপলক্ষে প্লেস্টেশন ভিটার নতুন সংস্করণ আনছে সনি।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন বৃহত্ রাষ্ট্রের সম্পর্ক বিষয়ে ওয়াং ইর ভাষ্য
বিশ সেপ্টেম্বর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুক্তরাষ্ট্রের ওয়ার্সিডেনে এক বক্তৃতায় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন বৃহত্ রাষ্ট্রের সম্পর্ক বিশদভাবে ব্যাখ্যা করেন। এখন শুনুন যুক্তরাষ্ট্রে সি আর আইয়ের সংবাদদাতা দ্যুই সিয়াও হং এবং চিয়াং স্যুই পাঠানো এ সম্পর্কে একটি প্রতিবেদন।
বক্তৃতায় ওয়াং ই বলেন, চলতি বছর হলো চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ও তাত্পর্যসম্পন্ন বছর। তিনি বলেন, চীন-যুক্তরাষ্ট্র নতুন বৃহত্ রাষ্ট্রের সম্পর্কের তিনটি বিশেষত্ব নিখুঁতভাবে ব্যাখ্যা করেছিলেন চীনের প্রেসিডেন্ট সি চিং পিং। বিশেষত্বগুলো হলো সংঘাত্ নয়, বৈরিতা নয়, কেবল পারস্পরিক সহযোগিতা।
ওয়াং ই বলেন, চীন-যুক্তরাষ্ট্র নতুন বৃহত্ রাষ্ট্রের সম্পর্ক প্রতিষ্ঠার প্রধান দিক হলো এর ফলে কূটনৈতিক আস্থা বাড়তে থাকবে। এছাড়া, দু'দেশের বাস্তবিক সহযোগিতা বৃদ্ধি এবং আরো বেশি কল্যাণের প্রেক্ষাপটে তাদের সম্পর্ক এগিয়ে যাবে।
পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন যে, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল-বিষয়ক সহযোগিতা জোরদার করা। উত্তর কোরিয়ার পরমাণু সমস্যা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ-আলোচনা বজায় রাখতে চীন ইচ্ছুক বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বিশ্বাস করেন, চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার আরো ব্যাপক সম্ভাবনা রয়েছে। দু'পক্ষের উচিত নিজের প্রাধান্যকে কাজে লাগিয়ে একে অপরের পরিপূরক হওয়া।