0925china
|
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য সহাজায়ন ফোরাম-২০১৩ সম্প্রতি পেইচিংয়ে অনুষ্ঠিত হয়। এবারের ফোরামের প্রতিপাদ্য ছিল 'সরকার ও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদারকরণ এবং আরো কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক একটি বৈশ্বিক সাপ্লাই চেইন প্রতিষ্ঠা'। ত্রিশটিরও বেশি দেশ ও অঞ্চলের সরকারি বাণিজ্য বিভাগের কর্মকর্তা, বণিক সমিতির প্রতিনিধি, শিল্পপ্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক ও বিশ্ববিদ্যালয়ের গবেষক এবারের ফোরামে অংশ নেন। নতুন পরিস্থিতিতে আন্তর্জাতিকভাবে বাণিজ্যিক পণ্য পরিবহণ এবং অর্থ ও নতুন প্রযুক্তি বিশ্বের সাপ্লাই চেইনের ওপর কী প্রভাব ফেলে সেটিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং প্রস্তাব উত্থাপন করেন অংশগ্রহণকারীরা।
বাণিজ্য সহজায়ন বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা রাউন্ড আলোচনার একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। কোনো কোনো বিশ্লেষণ অনুযায়ী, একটি দেশ আমদানিকারক হোক বা রপ্তানিকারক হোক - বাণিজ্য সহজায়ন ব্যবস্থা থেকে উপকৃত হয়। বৈশ্বিক বাণিজ্যিক উত্পাদন ব্যয় এক শতাংশ হ্রাস পেলে বিশ্বের আয় ৪০ বিলিয়ন ডলার বৃদ্ধি পাবে এবং উপকৃত দেশগুলোর মধ্যে ৬৫ শতাংশই হবে উন্নয়নশীল দেশ।
'কীভাবে একটি কার্যকর বিশ্ব সাপ্লাই চেইন প্রতিষ্ঠা করা যায়' – সেটা ছিল এবারের ফোরামের কেন্দ্রবিন্দু। ফোরামের আগে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য ও বিনিয়োগ বিভাগের প্রধান ডক্টর রাভি রাত্নায়াকে বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক উত্পাদন ব্যয় কমানোর উদ্দেশ্যে এবারের ফোরামে কার্যকর বিশ্ব সাপ্লাই নিয়ে আলোচনা করা হবে। তিনি বলেন:
(রে ১)
"বিশ্ব সাপ্লাই চেইন সূচকে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের অবস্থান প্রথম সারিতে। তবে আমরা দেখতে পাই যে, এ অঞ্চলের কোনো কোনো দেশে বিশেষ করে ইন্দোনেশিয়ার মতো দেশগুলোতে উত্পাদন ব্যয় কম নয়। কোনো কোনো অঞ্চলে পণ্য স্থানান্তরের ব্যয় খুব বেশি কিংবা অবকাঠামো ও আধুনিক প্রযুক্তির অভাবের কারণে সাপ্লাই চেইনের কার্যকারিতা মন্থর।"
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির মূলই হলো সাপ্লাই চেইনের কার্যকারিতা। সাপ্লাই চেইনের কার্যকারিতা বৃদ্ধি করার জন্য চীনে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান প্রতিনিধি হামিদ শরিফ তিনটি উপায় উত্থাপন করেন। তিনি বলেন:
(রে ২)
"প্রথমত, পণ্য পরিবহণের সুযোগ বাড়াতে হবে; দ্বিতীয়ত, অর্থ ছাড়া পণ্য গ্রহণে সমস্যা হাজির হবে বলে অর্থ খুব গুরুত্বপূর্ণ। শেষত, আমাদের উচিত্ পরস্পরের মধ্যে তথ্য ভাগাভাগি।"
হামিদ শরিফ বলেন, সাধারণত আঞ্চলিক বা দেশের অভ্যন্তরীণ বাণিজ্য সহজ হয়। এ বিষয়ে আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ধারাবাহিক ব্যবস্থার মধ্য দিয়ে একটি অভিন্ন উদ্দেশ্য নির্ধারণ করা উচিত্। চীন সহজায়ন বাস্তাবায়নের জন্য প্রচেষ্টা চালাচ্ছে এবং বিশ্ব সাপ্লাই চেইন সূচকে চীনের অবস্থান পঞ্চম। এ কারণে এখানে এবারের ফোরাম আয়োজন করা হয়।
চীনের উপ-বাণিজ্যমন্ত্রী চিয়াং চেং ওয়ে ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য সহজায়ন জোরদারে চীন-গৃহীত ধারাবাহিক নীতি ব্যাখ্যা করেন। তিনি বলেন:
(রে ৩)
"দীর্ঘমেয়াদি বাণিজ্য সহজায়নে চীন সরকার একটানা প্রচেষ্টা চালাচ্ছে। গত জুলাইয়ে 'আমদানি ও রপ্তানির স্থিতিশীল প্রবৃদ্ধি বিষয়ে কয়েকটি পরামর্শ' শীর্ষক একটি দলিল প্রকাশিত হয়। এ দলিলে দ্রুত আবেদন ও পরীক্ষাসহ আমদানি-রপ্তানি প্রক্রিয়ার সময় কমানোর কথা বলা হয়েছে। তাছাড়া, বাণিজ্য সহজায়নের জন্য গত আগস্ট মাসে 'কাস্টমস চেকিং, পরীক্ষা ও কোয়ারেন্টাইন এবং আন্তঃসীমান্ত মূল্য পরিশোধসহ বিভিন্ন ক্ষেত্রে চীন সরকার ধারাবাহিক নীতি প্রণয়ন করে।
চিয়াং চেং ওয়ে বলেন, চীনা শিল্পপ্রতিষ্ঠান বৈশ্বিক সাপ্লাই চেইনের ব্যবস্থাপনা শুরু করলে ভাল ধারা দেখতে পাবে।
মাঝারি ও ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানের জন্য আন্তর্জাতিক বাণিজ্যে বিশ্ব সাপ্লাই চেইন যোগানো একটি ওয়েবসাইট 'সরঞ্জাম যুগ'–এর সি ই ও স্যু ইয়াং ফেং ফোরামে তাদের প্ল্যাটফর্মের পরিচয় তুলে ধরেন। তিনি বলেন:
(রে ৪)
"প্রথমে আপনার পণ্যের বৈশিষ্ট্য আমাদেরকে জানাতে হবে এবং আমরা আপনার পণ্যের মান ও দাম অনুযায়ী আপনাকে তিন-চার জন উপযুক্ত বিদেশি ক্রেতার সঙ্গে পরিচয় করিয়ে দেব। ক্রেতার সঙ্গে আলোচনার পর বাণিজ্য সহজায়ন, তহবিল গঠনসহ বিভিন্ন বিষয়ে আমরা ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেই। বাণিজ্য সহজায়নের জন্য ক্রেতা ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি প্ল্যাটফর্ম নির্মাণ করি আমরা।"
চীনের রাষ্ট্রীয় পরিষদ গত জুলাই মাসে 'বৈদেশিক বাণিজ্য সম্পর্কিত ৬টি নীতি' প্রকাশ করে, যাতে স্পষ্টভাবে বলা হয় যে, বৈদেশিক বাণিজ্যিক সেবা-বিষয়ক মাঝারি ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে তহবিল গঠন ও কর রেয়াতসহ বিভিন্ন সহায়তা দেবে চীন সরকার। আমরা বিশ্বাস করি, এ 'সরঞ্জাম যুগে' এ রকমের কোম্পানিগুলোর ভবিষ্যত উজ্জ্বল হবে।
প্রিয় বন্ধুরা, আপনারা শুনলেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বাণিজ্য সহাজায়ন ফোরাম-২০১৩ সম্পর্কিত একটি প্রতিবেদন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
প্রিয় শ্রোতা, নতুন করে সাজানো 'পূবের জানালা' অনুষ্ঠানটি বিগত ১০ মাস ধরে প্রচারিত হচ্ছে। এ অনুষ্ঠানে আপনারা কী কী বিষয় শুনতে চান, আমাকে জানাবেন আশা করি।
এখন রয়েছে একটি চিঠি। বাংলাদেশের ঢাকার শ্রোতা মো. মঞ্জুরুল আলম রিপন লিখেছেন, "পুবের জানালা অনুষ্ঠানে লি ওয়ান লু শিশির আপুর উপস্থাপনায় কুয়াং চৌয়ে বসবাসকারী ফিলিস্তিনি নাগরিক আলি ও তার মেয়েবন্ধু মারিয়ার ভালবাসার গল্প সম্পর্কে দারুণ প্রতিবেদন শুনলাম।
"আজকের প্রতিবেদন থেকে আলি ও মারিয়ার ভালবাসা যে প্রকৃতই ভাললাগা থেকে তৈরি হয়েছে, সেটা একদম পরিস্কার বোঝা যাচ্ছে। ওয়েবসাইটে তাদের ছবি দেখলাম। সুন্দর মানিয়েছে এ জুটিকে। এ ধরনের ভালবাসাকে আমরাও স্বাগত জানাই। এটা কেবল দু'দেশের মাঝে সম্পর্ক স্থাপন করে না, প্রকৃত ভালবাসার উজ্জল দৃষ্টান্তও এটি। আমি আলী আর মারিয়ার সুখী সমৃদ্ধ জীবন কামনা করি।
"পুবের জানালা অনুষ্ঠানে আমি সব সময় এ ধরনের প্রতিবেদন আশা করি, যা আমাদের বিনোদন আর আত্মার খোরাক যোগাবে। চীনের কোনো কোনো নাগরিকের মাধ্যমে চিত্র তুলে ধরা হবে।"
প্রিয় মো. মঞ্জুরুল আলম রিপন, ইমেল পাঠানো ও পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আশা করি, আরও বেশি শ্রোতা রিপন সাহেবের মতো আমাকে চিঠি বা ইমেল লিখবেন। যাদের প্রস্তাবের ভিত্তিকে অনুষ্ঠান তৈরি হবে তাদের জন্য আমাদের পক্ষ থেকে থাকবে ছোট উপহারের ব্যবস্থা। আমাদের ইমেলের ঠিকানা: ben@cri.com.cn বা liwanlu@cri.com.cn