Web bengali.cri.cn   
দুটো গল্প
  2013-09-17 18:54:59  cri
গল্প ১: একদিন ঈশ্বর তিন জন মানুষ সৃষ্টি করলেন। তিনি প্রথম মানুষকে জিজ্ঞেস করলেন: 'তুমি কিভাবে দুনিয়ায় তোমার জীবন কাটাবে?' প্রথম মানুষ একটু চিন্তা করে উত্তর দিল: 'আমি যতদূর সম্ভব সৃষ্টিশীল কাজ করে যাবো।' ঈশ্বর দ্বিতীয় মানুষকে জিজ্ঞেস করলেন: 'তুমি কিভাবে তোমার জীবন কাটাবে?' দ্বিতীয় মানুষ একটু চিন্তা করে উত্তর দিল: 'আমি যতদূর সম্ভব জীবন উপভোগ করবো।' তারপর ঈশ্বর তৃতীয় মানুষকে জিজ্ঞেস করলেন: 'বল দেখি, তুমি দুনিয়ায় কিভাবে তোমার জীবন কাটাবে?' তৃতীয় মানুষ একটু চিন্তা করে উত্তর দিল: 'আমি সৃষ্টিশীল কাজ করার পাশাপাশি জীবনকে উপভোগও করবো।' ঈশ্বর প্রথম ও দ্বিতীয় মানুষকে ৫০ নম্বর দিলেন। কিন্তু তিনি তৃতীয় মানুষকে দিলেন একশ নম্বর।

গল্প ২: প্রাচীনকালের কথা। এক বৃদ্ধ ঘোড়ায় চড়ে বাজারে গেছেন জিনিসপত্র কিনতে। তিনি যখন দোকানির সঙ্গে দরদাম করছিলেন, তখন ঘোড়াটি এক ফাঁকে চলে গেল। বৃদ্ধ খেয়ালই করলেন না। বিষয়টি খেয়াল করার পর তিনি ঘোড়াটির খোঁজে অনেকক্ষণ ঘোরাঘুরি করলেন, কিন্তু পেলেন না। তিনি বিষন্ন মনে বাসায় ফিরে গেলেন। পরের দিন এক আশ্চর্য ঘটনা ঘটল; তার হারানো ঘোড়া ফিরে আসল। সঙ্গে নিয়ে এলো আরেকটি ঘোড়া। বুড়োতো মহাখুশী। একটি স্থলে দুটি ঘোড়া পাওয়া গেল। তিনি ভাবলেন, তার ভাগ্য খুব ভালো। কিন্তু পরের দিন তার ছেলে ঘোড়ার পিঠ থেকে মাটিতে পড়ে পা ভাঙলো। বৃদ্ধ ভাবলেন, তার কপাল মন্দ। যদি নতুন ঘোড়াটি না-আসতো, তবে ছেলে তাতে চড়তো না; তাহলে ছেলের পা-ও ভাঙতো না। মজার ব্যাপার হচ্ছে, তখন যুদ্ধের জন্য সেনাবাহিনী সৈন্য সংগ্রহ করছিল এবং পা ভাঙার কারণে বৃদ্ধের ছেলে যুদ্ধে যাওয়া থেকে রেহাই পেয়ে গেল।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক