Web bengali.cri.cn   
লিন জুনজিয়ের নতুন গান
  2013-09-13 14:56:50  cri


সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেনতো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলো শোনাই। আশা করি, আপনাদের ভালো লাগে। আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই সিঙ্গাপুরের একজন সুরকার ও গায়ককে। তাঁর নাম লিন জুনজিয়ে।

অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা। যদি আপনারা কোনো গান শুনতে চান, তা অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আপনাদের প্রিয় গান প্রচার করা হবে এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সি আর আইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার----পেন ড্রাইভ। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত আমাদের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন হবে আমাদের চালিকাশক্তি।

চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। লিন জুনজিয়ে সিং সিঙ্গাপুরের একজন প্রতিভাবান গায়ক। গায়ক হিসেবে বিখ্যাত হয়ে ওঠার আগে তিনি ছিলেন একজন সুরকার। চীনের সু রুওসুয়ান ও জাং হুইমেই-এর মতো বিখ্যাত গায়ক-গায়িকার জন্য তিনি অনেক গান লিখেছেন। তিনি খুবই সুদর্শন এবং তার কণ্ঠও সুমিষ্ট। তাই মেয়েরা তাকে খুব পছন্দ করে। সবাই তাঁকে 'লেডি কিলার' বলে ডাকে। বিষয়টি বেশ মজার, তাই না? আচ্ছা, অনুষ্ঠানের প্রথমে আমরা লিন জুনজিয়ের দুটি গান শুনবো। গান দুটির নাম: 'হাসের চোখ' এবং 'দক্ষিণ অঞ্চল'। আসুন, লিন জুনজিয়ের গান।

আগেই বলেছি, লিন জুনজিয় অনেক গান লিখেছেন। গান লিখে তিনি অনেক পুরস্কারও পেয়েছেন। তার গানে আছে ভালবাসা, ইতিহাস ও পৌরাণিক কাহিনীসহ বিভিন্ন বিষয়ের বর্ণনা। এখন আমরা তাঁর দুটি কাহিনীনির্ভর গান শুনবো। গানের নাম হলো 'ছাও ছাও' এবং 'লেজওয়ালা সুন্দরী'।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি লতা। আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন, তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান, তাহলে আমাকে ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn। আবার বলি, ben@cri.com.cn। ই-মেইলের মাধ্যমে আমাকে আপনার নিজের লেখা গান দিতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো। আজকের সংগীতানুষ্ঠানের শেষ দিকে আপনারা লিন জুনজিয়ের আরও দুটি গান শুনবেন। গান দুটোর নাম 'এক হাজারের পরে' এবং 'আমি তাকে মিস্ করছি'।

আচ্ছা বন্ধুরা, আজকের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। আমার বিশ্বাস আপনারা আরো গান শুনতে চান। কিন্তু আজ আর নয়। আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর ও নতুন গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাই চিয়ান।(লতা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক