Web bengali.cri.cn   
তাজিকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সি চিন পিংয়ের সাক্ষাত্
  2013-09-13 10:27:16  cri
সেপ্টেম্বর ১৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বৃহস্পতিবার বিশকেকে তাজিকিস্তানের প্রেসিডেন্ট এমোমালি রাখমানোভের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

সাক্ষাত্কালে সি চিন পিং বলেন, প্রেসিডেন্ট রাখমানোভ চলতি বছরের মে মাসে চীন সফর করেছেন। আমরা একসঙ্গে চীন-তাজিকিস্তানের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কের কথা ঘোষণা করেছি। আমাদের উচিত্ সুপ্রতিবেশী হওয়া, যাতে করে সম্মিলিতভাবে সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা সুরক্ষা এবং আঞ্চলিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের ভালো বন্ধু হওয়া উচিত্, যাতে করে পারস্পরিক আস্থা বৃদ্ধি করে পরস্পরের মৌলিক ও গুরুত্বপূর্ণ ইস্যুতে একে অপরকে সমর্থন করা যায়। আমাদের উচিত্ ভালো অংশীদার হওয়া, যাতে করে ব্যাপকভাবে পারস্পরিক সহযোগিতার উন্নয়ন এবং দু'দেশের জনগণের জন্য কল্যাণ সৃষ্টি করা যায়।

সি চিন পিং আশা প্রকাশ করে আরো বলেন, দু'দেশ চীন-মধ্য এশিয়ার প্রাকৃতিক গ্যাসের পাইপের ডি লাইনের নির্মাণ কাজকে এগিয়ে নিয়ে যাবে, খনিজ সম্পদের উন্নয়ন, কৃষি, পরিবহনসহ অবকাঠামোসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার সম্প্রসারণ করবে।

জবাবে রাখমানোভ বলেন, তাজিকিস্তান চীনের সঙ্গে সম্পর্কোন্নয়নের ব্যপারে আশাবাদী। দু'দেশ যত দ্রুত সম্ভব আর্থ-বাণিজ্যিক সহযোগিতার দীর্ঘ মেয়াদী চুক্তিতে স্বাক্ষর করবে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমান বৃদ্ধি করবে। শাংহাই সহযোগিতা সংস্থা হলো তাজিকিস্তান ও চীনের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার একটি কার্যকর প্লাটফর্ম। তাজিকিস্তান সবসময় চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

লিলি/লিপন

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক