Web bengali.cri.cn   
কিরগিজস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সি চিন পিংয়ের সাক্ষাত্
  2013-09-12 12:31:11  cri
সেপ্টেম্বর ১২: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বুধবার বিশকেকে কিরগিজস্তানের প্রধানমন্ত্রী চান্তরো সাতিবালদিয়েভের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

সাক্ষাত্কালে সি চিন পিং বলেন, তিনি এবং কিরগিজস্তানের প্রেসিডেন্ট কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক স্থাপনের যে ঘোষণা করেছেন, সেটা ভবিষ্যত সম্পর্ক উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং দু'দেশ ও দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। চীন কিরগিজস্তানের মধ্যে সম্ভাবনাময় ক্ষেত্রগুলো বিবেচনায় এনে সহযোগিতার আকার বৃদ্ধি করতে ইচ্ছুক। দু'দেশের সংশ্লিষ্ট বিভাগের মধ্যে যোগাযোগ জোরদার করে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্র বিস্তার করা উচিত্। কিরগিজস্তানে বিনিয়োগের সুপরিবেশ নিশ্চিত করে চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে আরো বেশি বিনিয়োগের সুযোগ প্রদান করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জবাবে সাতিবালদিয়েভ বলেন, কিরগিজস্তানের সরকার দু'দেশের নেতৃবৃন্দের সম্পাদিত গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করবে এবং সক্রিয়ভাবে দু'দেশের সহযোগিতা সম্প্রসারণ করবে। কিরগিজস্তান সেদেশে বিনিয়োগের জন্য চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে স্বাগত জানায়। কিরগিজস্তান চীনের সঙ্গে সম্মিলিতভাবে চীন-মধ্য এশিয়ার প্রাকৃতিক গ্যাস পাইপসহ বড় প্রকল্প বাস্তবায়ন করবে এবং অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাবে।

লিলি/লিপন

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক