Web bengali.cri.cn   
কাজাখস্তানের সংসদের নিম্ন-পরিষদের স্পিকারের সঙ্গে চীনা প্রেসিডেন্টের বৈঠক
  2013-09-08 16:47:21  cri
সেপ্টেম্বর ৯: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শনিবার আসতানায় কাজাখস্তানের সংসদের নিম্ন-পরিষদের স্পিকার নুরলান নিগমাটুলিনের সঙ্গে বৈঠক করেন। এসময় তারা দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

বৈঠকে চীনের প্রেসিডেন্ট বলেন, "চীন ও কাজাখস্তানের মধ্যে সহযোগিতার সুযোগ অনেক। এবারের সফরকালে দু'দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সহযোগিতার দলিলপত্র স্বাক্ষরিত হয়েছে। আশা করি অদূর ভবিষ্যতে এর সুফল পাওয়া যাবে।"

দুদেশের মধ্যে আদান-প্রদান আরো বাড়ানোর ওপর জোর দিয়ে সি চিন পিং বলেন, "দু'দেশের আইন প্রণয়নকারী সংস্থাগুলোর মধ্যেও পারস্পরিক সহযোগিতা চালানো একান্ত প্রয়োজন।" তিনি বলেন, আন্তর্জাতিক মঞ্চে দু'দেশের উচিত পরস্পরকে সমর্থন করে যাওয়া এবং এ-ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করা।

জবাবে স্পিকার নুরলান নিগমাটুলিন বলেন যে, চীনের প্রেসিডেন্টের এবারের সফর দু'দেশের মধ্যে সুপ্রতিবেশীসুলভ মৈত্রী ও কৌশলগত সহযোগিতার সম্পর্ক আরো জোরদার করবে। আন্তর্জাতিক বিষয়ে কাজাখস্তান চীনের সাথে সহযোগিতা জোরদার করতে প্রস্তুত বলেও তিনি জানান। (চিয়াং/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক