Web bengali.cri.cn   
রেশমপথ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় কাজাখস্তানকে অনুরোধ চীনা প্রেসিডেন্টের
  2013-09-07 19:52:19  cri
সেপ্টেম্বর ৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শনিবার কাজাখস্তানে 'জনগণের মৈত্রী বৃদ্ধি, একসাথে সুন্দর ভবিষ্যত্ প্রতিষ্ঠা' শীর্ষক এক বক্তৃতায় চীন-কাজাখস্তান সম্পর্কের প্রশংসা করেন। তিনি চীনের মধ্য এশিয়া সম্পর্কিত বন্ধুত্বপূর্ণ সহযোগিতা-নীতি তুলে ধরেন বিস্তারিতভাবে।

প্রেসিডেন্ট সি নতুন সহযোগিতা-পদ্ধতিতে একসাথে রেশমপথ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুরোধ জানান কাজাখস্তানকে।

চীন মধ্য এশিয়ার দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না – একথা উল্লেখ করে তিনি বলেন, সার্বভৌমত্ব, ভৌগলিক অখণ্ডতা, নিরাপত্তা ও স্থিতিশীলতা-সম্পর্কিত সমস্যায় তাঁর দেশ মধ্য এশিয়ার দেশগুলোকে সমর্থন দেয়।

প্রেসিডেন্ট সি জানান, চীন মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে বিচ্ছিন্নতাবাদী ও ধর্মীয় চরমপন্থী কার্যকলাপ, সহিংসতা, মাদকদ্রব্য পাচার এবং আন্তর্দেশীয় অপরাধ দমন করতে ইচ্ছুক। মধ্য এশীয় দেশগুলোর সঙ্গে চীন বাস্তবিক সহযোগিতা জোরদার করতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

চীনা প্রেসিডেন্ট বলেন, "ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের অর্থনৈতিক যোগাযোগ আরো জোরদার করার জন্য আমাদের উচিত নতুন সহযোগিতার পদ্ধতি খোঁজা। রেশমপথ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার মাধ্যমে সহযোগিতার ক্ষেত্রে বাড়ানো যায়।"

কাজাখ প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ তাঁর বক্তৃতায় বলেন, কাজাখস্তান ও চীন হলো বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ, ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদার।

তিনি বলেন, দু'দেশের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে। তিনি বরাবর কাজাখস্তানকে সমর্থন ও সহায়তা করার জন্য চীনকে ধন্যবাদ জানান।

সি চিন পিংয়ের প্রস্তাবে তিনি সম্পূর্ণ একমত হন। তিনি বলেন, কাজাখস্তান চীনের সঙ্গে অর্থনীতি, পরিবহণ ও সংস্কৃতি ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে চায়। (ছাই/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক