Web bengali.cri.cn   
চীনা প্রেসিডেন্টের জি-২০ সম্মেলনে যোগদানের সাফল্য তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী
  2013-09-07 18:15:10  cri
সেপ্টেম্বর ৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের জি-টোয়েন্টি শীর্ষসম্মেলনে যোগদানের সাফল্য ব্যাখ্যা করেছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

প্রেসিডেন্ট সি ৫ ও ৬ সেপ্টেম্বর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত অষ্টম জি-টোয়েন্টি শীর্ষসম্মেলনে যোগ দেন।

সম্মেলনের পর পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীনের নতুন সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্ট সিচিনপিং এ সম্মেলনে গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

তিনি বৈশ্বিক অর্থনীতির সংস্কার এবং উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তোলা ও রক্ষা করার জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান।

ওয়াং ই বলেন, প্রেসিডেন্ট সিচিনপিং সম্মেলনে চীনের অর্থনৈতিক উন্নয়নের ভবিষ্যত ব্যাখা করেন। এছাড়া তিনি বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে চীনের অবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।

প্রেসিডেন্টের বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনে অংশগ্রহণকারী নেতারা আরো সঠিক ও বিষয়ভিত্তিকভাবে চীনের অর্থনীতির বর্তমান অবস্থা ও ভবিষ্যত সম্পর্কে জানতে পেরেছেন। (প্রকাশ/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক