Web bengali.cri.cn   
ওবামার সঙ্গে সি চিন পিংয়ের বৈঠক
  2013-09-06 20:27:50  cri
সেপ্টেম্বর ৬: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শুক্রবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠককালে সি চিন পিং বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হলো চীন ও যুক্তরাষ্ট্রের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট অঞ্চল। এখানে দু'দেশের মতভেদের তুলনায় অভিন্ন স্বার্থ বেশি। বর্তমানে এ অঞ্চলে উন্নয়নের ভাল সুযোগ যেমন রয়েছে, তেমনি রয়েছে সমুদ্র-স্বার্থ ও দ্বীপ নিয়ে ভেদাভেদ। এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য যুক্তরাষ্ট্রও ইতিবাচক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠককালে বারাক ওবামা বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সঙ্গে সার্বিক অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় যুক্তরাষ্ট্র। বিভিন্ন সমস্যা পরামর্শের মাধ্যমে সমাধান করার জন্য যুক্তরাষ্ট্র চেষ্টা চালাতে রাজি আছে বলে তিনি উল্লেখ করেন।

কোরীয় উপদ্বীপের বিষয় নিয়ে প্রেসিডেন্ট সি বলেন, উপদ্বীপের পরমাণুমুক্তকরণের ব্যাপারে চীন অবিচল থাকবে। তিনি বলেন, ছ'পক্ষীয় বৈঠক আবার তাড়াতাড়ি শুরু হবে বলে চীন আশাবাদী। ওবামা চীনের চেষ্টার উচ্ছসিত প্রশংসা করেন।

সিরিয়া বিষয় নিয়ে প্রেসিডেন্ট সি বলেন, আন্তর্জাতিক আইন এবং রাসায়নিক অস্ত্র নিষেধাজ্ঞা - এ দুটো নীতি একসঙ্গে রক্ষা করা উচিত। সামরিক অভিযানের মাধ্যমে সমস্যাটির সম্পূর্ণ সমাধান সম্ভব নয়, কেবল রাজনৈতিক উপায়ে তা সমাধান করা সম্ভব।

এ বিষয়ে ওবামা যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করেন এবং চীনের সঙ্গে যোগাযোগ রাখবেন বলেও জানান। (স্বর্ণা/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক