Web bengali.cri.cn   
গ্রীষ্মকালীন ডিফিলিম্পিক্‌সে যোগ দিতে প্রস্তুত চীনের ক্রীড়া প্রতিনিধিদল
  2013-09-06 19:16:53  cri

 

জুলাই ২৫: বাইশতম গ্রীষ্মকালীন ডিফিলিম্পিক্‌স অর্থাত্ বধির অলিম্পিকে যোগ দিতে চীনে ক্রীড়া প্রতিনিধিদল রওয়ানা হওয়ার আগে সম্প্রতি পেইচিংয়ে এক সম্মেলনের আয়োজন করে।

ডিফিলিম্পিক্‌স ২৬ জুলাই থেকে ৪ আগেস্ট পর্যন্ত সোফিয়ায় অনুষ্ঠিত হবে। ছিয়ানব্বই সদস্য নিয়ে গঠিত চীনা দল ট্র্যাক অ্যান্ড ফিল্ড, সাঁতার, টেবিল-টেনিস, ব্যাডমিন্টন, টেনিস, বাস্কেট-বল – এই ৬টি ইভেন্টে অংশ নেবে। এ দলের প্রধান হচ্ছেন চীনের প্রতিবন্ধী ফেডারেশনের উপ-মহাপরিচালক এবং চীনের বধির ক্রীড়া সমিতির কার্যনির্বাহী চেয়ারম্যান চিয়া ইয়ুং।

বিশ্বে তিনটি বৃহত্তম বহুমুখী প্রতিবন্ধী প্রতিযোগিতার একটি হিসেবে ডিফিলিম্পিক্‌স ১৯২৪ সাল থেকে এ পর্যন্ত মোট ২১বার আয়োজিত হয়েছে।

আসন্ন ২২তম গ্রীষ্মকালীন ডিফিলিম্পিক্‌সে ৯৬টি দেশ ও অঞ্চলের ৫ হাজার খেলোয়াড় ১৯টি বড় ইভেন্টে অংশগ্রহণ করবেন।

চীনের বধির ক্রীড়া সমিতি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়, যেটি আন্তর্জাতিক বধির ক্রীড়া ফেডারেশনের আনুষ্ঠানিক সদস্য। চীনা খেলোয়াড়রা ১৬তম, ১৮তম, ১৯তম, ২০তম ও ২১তম এক ডিফিলিম্পিক্‌সে অংশ নিয়েছিলেন।

একুশতম ডিফিলিম্পিক্‌সে চীনা দল ১৩টি স্বর্ণপদক অর্জন করে চতুর্থ স্থান অধিকার করেছিল। (ওয়াং হাইমান/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক