Web bengali.cri.cn   
জার্মানিতে অনুষ্ঠিত হলো দ্বিতীয় 'চীন ও জার্মানি চ্যারিটি যুব ফুটবল'উপলক্ষ্যে সংবাদ সম্মেলন
  2013-09-06 18:25:14  cri

আগস্ট ৭: 'দ্বিতীয় চীন ও জার্মানি চ্যারিটি যুব ফুটবল প্রতিযোগিতা' ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চীনের চিয়াং সু প্রদেশের চেন চিয়াং শহরে অনুষ্ঠিত হবে। জার্মানির ম্যানহেইম ও হেইডেলবার্গের ৩০ সদস্যের একটি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চীনে আসবে। এ উপলক্ষ্যে জার্মানির প্রতিনিধি দল ৫ আগস্ট হেইডেলবার্গে এক সংবদ সম্মেলনের আয়োজন করে।

ফ্রাণ্কফুটে চীনের কনসুলেট জেনারেলের তথ্য বিভাগের মহাপরিচালক লি ইয়ে, চীনের জাতীয় ফুটবল দলের সাবেক প্রধান কোচ্ এবং এবারের চ্যারিটি ফুটবল প্রতিযোগিতার অন্যতম উদ্যোগতা ক্লাউচ শ্লাপনার, ফেলিক্স কুর্জ ও ম্যানহেইমের সাবেক মেয়র নোরবারট ইগার এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে লি ইয়ে বলেন, 'দ্বিতীয় চীন ও জার্মানি চ্যারিটি যুব ফুটবল' হচ্ছে এ বছরে চীন ও জার্মানির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক বিনিময় কর্মসূচীর অন্যতম। ২০১২ সালে ম্যানহেইমে প্রথম চীন ও জার্মানির চ্যারিটি যুব ফুটবলের আয়োজনে কনসুলেট জেনারেল ও চীনা সরকারের ব্যাপক সহায়তা লাভ করে। এবারের চিং সু প্রদেশের চেন চিয়াং শহরে অনুষ্ঠেয় প্রতিযোগিতায়ও কনসুলেট জেনারেল প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবে।

ক্লাউচ শ্লাপনার মনে করেন, এবারের চীন সফর যুব খেলোয়াড়দের জীবনের এক মূলবান অভিজ্ঞতা। এ সুযোগে তারা চীন ও চীনা সংস্কৃতির অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। (ওয়াং হাইমান/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক