Web bengali.cri.cn   
জাং সুয়ানের গিটার ও গান 
  2013-09-06 16:26:41  cri

 



সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেনতো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সঙ্গে আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আপনাদের আমার প্রিয় গানগুলি শোনাই। আশা করি, আপনাদের ভালো লাগে।

অনুষ্ঠান শুরু করার আগে একটি কথা। যদি আপনারা কোনো নির্দিষ্ট গান শুনতে চান, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। অনুষ্ঠানে আপনাদের প্রিয় গান প্রচার করা হবে এবং কয়েকজন ভাগ্যবান শ্রোতাকে সিআরআইয়ের তরফ থেকে দেয়া হবে সুন্দর পুরস্কার 'পেন ড্রাইভ'। যদি আপনারা আমাদের ভাগ্যবান শ্রোতা হতে চান, তাহলে নিয়মিত আমাদের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান শুনুন। আপনাদের সমর্থন হবে আমাদের চালিকাশক্তি।

এখন শুরু করছি আজকের 'সুরের ধারায়'। আজকের সুরের ধারায় আমি আপনাদের সাথে চীনের তাইওয়ানের একজন বিখ্যাত গায়িকার পরিচয় করিয়ে দিতে চাই। তাঁর নাম জাং সুয়ান। অনুষ্ঠানের প্রথমে আমরা তাঁর দুটি গান শুনবো। গানের নাম হলো 'বন্দর' এবং 'বিক্রয়'। পরে আপনাদের শোনাবো জাং সুয়ানের আরও গল্প।

জাং সুয়ান চীনের নতুন প্রজন্মের গায়িকা। ১৯৮১ সালে চীনের তাইওয়ানে তিনি জন্মগ্রহণ করেন। বাবা বিখ্যাত রাজনীতিবিদ। উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর জাং সুয়ান সংগীতে তার মনপ্রাণ ঢেলে দেন। তিনি পিয়ানো বাজাতে পছন্দ করেন, গিটার বাজাতে পছন্দ করেন। তবে, গান গাইতে তিনি সবচে বেশি পছন্দ করেন। এ ছাড়া, তিনি নিজেও গান লিখতে পারেন। তাঁর গানে নতুন উপাদান খুঁজে পাওয়া যায়। এখন আমরা জাং সুয়ানের আরও দুটি গান শুনবো। গানদুটির নাম হলো 'শহর' এবং 'সুন্দর আগুন'।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'সুরের ধারায়'। আর আপনাদের সঙ্গে আছি আমি লতা। আপনাদের মধ্যে কেউ কেউ নিজেরাই গান লিখতে পারেন, তাই না? যদি আপনি নিজের লেখা গান আমাদের অনুষ্ঠানে প্রচার করতে চান, তাহলে আমাকে ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা হলো ben@cri.com.cn। আবার বলি, ben@cri.com.cn। ই-মেইলের মাধ্যমে আমাকে আপনার নিজের লেখা গান দিতে পারেন। আমরা আপনাকে একটি সংগীতের মঞ্চ দেবো। আজকের সংগীতানুষ্ঠানের শেষ দিকে আপনারা জাং সুয়ানের আরও দুটি গান শুনবেন। গান দুটোর শিরোনাম হলো 'চিত্তাকর্ষক মেয়ে' এবং 'দক্ষিণ অঞ্চলের শিশু'।

আচ্ছা বন্ধুরা, আজকের 'সুরের ধারায়' সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। আমার বিশ্বাস আপনারা আরো গান শুনতে চান। কিন্তু আজ আর নয়। আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর ও নতুন গান। এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাই চিয়ান।(লতা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক