Web bengali.cri.cn   
'সুখ'
  2013-09-10 20:04:47  cri
একজন দয়ালু লোক মারা যাওয়ার পর স্বর্গে গেলেন। ঈশ্বর তাকে দেবদূতের মর্যাদা দিলেন। দেবদূত হিসেবে তিনি মাঝে-মাঝে দুনিয়ায় আসেন এবং মানুষকে সাহায্য করেন। একবার তিনি দুনিয়ায় সুখের আমেজ অনুভব করতে চাইলেন। যেই চাওয়া, সেই কাজ। তিনি সুখের আমেজের সন্ধানে বের হলেন। একসময় তার দেখা হল একজন কৃষকের সঙ্গে। কৃষক উদ্বিগ্ন ছিল। দেবদূত তার কারণ জিঙ্গাসা করলেন। কৃষক বলল: 'আমার মহিষ মারা গেছে। বুঝতে পারছি না, কীভাবে এখন জমি চাষ করবো।' দেবদূত কৃষককে একটি মহিষ দিলেন। মহিষ পেয়ে কৃষকের আনন্দ আর ধরে না। দেবদূত সুখের আমেজ অনুভব করলেন।

আরেকদিনের কথা। দেবদূতের সঙ্গে পথে এক যুবকের দেখা। যুবক ছিল বিষন্ন। সে দেবদূতকে বলল: 'জুয়া খেলে আমি আমার সব টাকা হারিয়েছি। এখন ঘরে ফিরে যাওয়ার টাকাও আমার কাছে নেই।' দেবদূত যুবককে টাকা দিলেন এবং যুবকের আনন্দে-উদ্ভাসিত মুখ দেখে সুখের আমেজ অনুভব করলেন।

সুখের আমেজ অনুভব করার জন্য দেবদূত তার ভ্রমণ অব্যাহত রাখলেন। একদিন তার দেখা হল একজন কবির সঙ্গে। কবি দেখতে প্রিয়দর্শন। তার স্ত্রীও দেখতে সুন্দর। কিন্তু তাদের মনে কোনো সুখ ছিল না। দেবদূতকে কবি বললেন: 'আমার সবকিছু আছে। তবে, শুধু সুখ নেই। আমি সুখ চাই।' দেবদূত কবির সুন্দর চেহারা নষ্ট করে দিলেন, তার স্ত্রীর জীবন কেড়ে নিলেন, নষ্ট করে দিলেন তার কবিত্বও। তারপর অদৃশ্য হয়ে গেলেন। একমাস পর দেবদূত ফিরে এসে কবিকে তার সুন্দর চেহারা, স্ত্রী ও কবিত্ব ফিরিয়ে দিলেন। কবি সবকিছু ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল। দেবদূত তাকে জিঙ্গেস করলেন: 'তুমি কি এখন সুখ অনুভব করছো?' কবি বললেন: 'হ্যা, আমি এখন সুখ অনুভব করতে পারছি।'

(চিয়াং/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক