Web bengali.cri.cn   
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুত হচ্ছে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল
  2013-09-05 11:06:08  cri
সেপ্টেম্বর ৫: বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর বরাত দিয়ে জানা গেছে যে, বাংলাদেশের জাতীয় মহিলা ক্রিকেট দলের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরকে বেশ গুরুত্বের সাথেই দেখছে সংশ্লিষ্ট খেলোয়ার ও কর্মকর্তারা। গত ২৫ আগস্ট থেকে নিয়মিত ভাবে চলছে মেয়েদের অনুশীলন ক্যাম্প। এতো দিন কোচবিহীন অনুশীলন করলেও গতকাল যোগ দিয়েছেন লঙ্কান কোচ ওশাদি ভেরাসিং। দক্ষিণ আফ্রিকা সফরে তার শিষ্যরা ভালো কিছু করবে এমনটাই প্রত্যাশা করছেন তিনি।

আগামী ৯ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবে মেয়েরা। প্রস্তুতি ক্যাম্প চলবে ৭ আগস্ট পর্যন্ত। এই সফরে তিনটি করে একদিনের ম্যাচ ও টি-টোয়েন্টি খেলবেন সালমারা।

কোচ ওশাদি ভেরাসিং বলেন,'দলের অবস্থা এখন ভালো। সবাই ভালো করার চেষ্টা করছে। দক্ষিণ আফ্রিকা সফরের জন্য আমরা দ্রুত দল ঘোষণা করব। আশা করি মেয়েরা ভালো কিছু করতে পারবে।'

অধিনায়ক সালমা নিজেদের ফিটনেস নিয়ে বললেন,'দলের মধ্যে সবাই ফিট আছে। আমাদের অনুশীলন ভালো চলছে। কোচ আসাতে আমাদের প্রস্তুতিটা আরও ভালো হচ্ছে।'

তিনি আরও বলেন,'ওদের উইকেট ও কন্ডিশন আমাদের থেকে অনেক ভিন্ন। ওরা বাউন্সি উইকেটে খেলে অভ্যস্ত। আমাদের জন্য কিছুটা সমস্যা হলেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ভালো করার।'

ক্যাম্পের খেলোয়াড়দের দুদলে ভাগ করে প্রস্তুতি ম্যাচ খেলানো হবে। এরপরই দল ঘোষণা জানালেন ভেরাসিং,'৩২ জনকে আমরা দুটি দলে ভাগ করে প্র্যাকটিসের ব্যবস্থা করেছি। এখান থেকে বাছাই করব। সকল দিক দিয়ে তাদেরকে ফিট করার চেষ্টা চলছে।' (লিপন)

মন্তব্য
লিঙ্ক