চীনের অর্থনীতির অগ্রগতি বিশ্বজুড়ে অর্থনীতির জন্য একটি বড় অবদান: পাসকল লেমী
2013-09-04 16:55:44 cri
সেপ্টেম্বর ৪: মঙ্গলবার সি আর আইয়ের সংবাদদাতার একটি সাক্ষাত্কারে বিশ্ব বাণিজ্য সংস্থার সাবেক মহা পরিচালক পাসকল লেমী বলেছেন, চীনের অর্থনীতির গতিশীল উন্নতি বিশ্ব অর্থনীতির জন্য একটি বড় অবদান। বিশ্বের বিভিন্ন দেশ চীনের অর্থনীতির এই অগ্রগতি এবং চীনের সমৃদ্ধি ও সাফল্য উপভোগ করেছে। জি ২০ শীর্ষ সম্মেলন শুরু হওয়ার প্রাক্কালে তিনি এই সাক্ষাত্কার দিলেন।
পাসকল লেমী বলেন, বতর্মানে চীনের জি ডি পি ৭০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে, যা বিশ্বের অর্থনীতির প্রায় ১০ শতাংশের সমান। সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, যেখানে বাণিজ্য আছে সেখানে সমস্যা আছে। চীন ও ইইউ বতর্মান বিশ্বের দুটো বৃহত বাণিজ্যিক অংশীদার। কিন্তু তিনি আশাবাদী যে, দু'পক্ষের মধ্যে বাণিজ্যিক সমস্যা রাজনৈতিক সংঘাতে পরিণত হবে না।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক