Web bengali.cri.cn   
মাছ ধরার কৌশল
  2013-09-04 09:32:30  cri
গল্প ১: একদিন একজন বুড়ো লোক নদীতে মাছ ধরছিলেন। তিনি অল্পসময়ে অনেক মাছ ধরে ফেললেন। ঠিক সেসময় একটি সুন্দর যুবক সেখানে এলো। তাকে দেখে বুড়োর ভালো লাগল। তিনি মাছগুলো যুবকটিকে উপহার হিসেবে দিতে চাইলেন। কিন্তু যুবক মাছ নিতে অস্বীকার করলো। বুড়ো অবাক হয়ে জিজ্ঞেস করলেন, "তুমি আমার উপহার নিতে চাইছ না কেন?" যুবক উত্তর দিল: 'আমি মাছ চাই না। কারণ, দু'এক দিনের মধ্যেই মাছগুলো শেষ হয়ে যাবে। আপনি যদি আমাকে উপহার দিতেই চান, তবে আপনার ছিপ উপহার দিন। তাহলে আমি, সারাজীবন মাছ ধরে খেতে পারবো।" বুড়ো তাকে জিজ্ঞেস করলেন, "তুমি কি মাছ ধরার কৌশল জানো?" যুবক উত্তর দিল, "না, জানি না।" বুড়ো তখন হেসে বললেন, "তাহলে, এই ছিপ তোমার কোনো কাজে আসবে না।"

গল্প ২: দু'জন বুড়ো মহিলা পাশাপাশি বাড়িতে বাস করেন। প্রথম মহিলা অনেকদিন ধরেই লক্ষ্য করে আসছেন যে, দ্বিতীয় মহিলা যখন কাপড় ধুয়ে বাইরে শুকাতে দেন, তাতে যথেষ্ট ময়লা থাকে। প্রতিদিনই প্রথম মহিলা ভাবেন, তার প্রতিবেশী অলস; সে ভালো করে তার নিজের কাপড় ধোয় না। একদিন প্রথম মহিলার বাসায় বেড়াতে এলেন তার মেয়ে। তিনি মায়ের ঘর পরিষ্কার করতে লেগে গেলেন। ঘরের মেঝে থেকে শুরু করে জানালার কাচ পর্যন্ত, সবকিছু অল্প সময়ে ঝকঝকে পরিষ্কার হয়ে গেল। প্রথম মহিলা প্রতিদিনের মতো সেদিনও জানালার পাশে চা খেতে বসলেন। মেয়ের হাতে বানানো চা তিনি আরাম করে খাচ্ছেন। হঠাত তার দৃষ্টি বাইরে গেল। কী আশ্চর্য! দ্বিতীয় মহিলার ধোয়া কাপড় আজ কেমন ঝলমল করছে!! তিনি অবাক হলেন। কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারলেন যে, এতোদিন তার নিজের জানালার কাচ অপরিষ্কার ছিল বলে তার কাছে প্রতিবেশী মহিলার ধোয়া কাপড় অপরিষ্কার মনে হতো। সমস্যা ছিল তার, প্রতিবেশীর নয়।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক