Web bengali.cri.cn   
কাতার বিশ্বকাপের সময়সূচী নতুন করে সমন্বয় করা হবে:ফিফা প্রধান
  2013-09-03 14:33:57  cri
আগস্ট ৩০: আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের প্রধান সেপ ব্ল্যাটার সম্প্রতি বলেছেন, গ্রীষ্মকালের তীব্র গরম আবহাওয়া বিবেচনায় রেখে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবলের সময়সূচী নতুন করে সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের কার্যকর কমিটি ।

তিনি বলেন, ৩ ও ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের কার্যকর কমিটি জুরিখে একটি সম্মেলনের আয়োজন করবে। এ সম্মেলনের মাধ্যমে ২০২২ বিশ্বকাপ ফুটবলের পরিবর্তিত নতুন সময়সূচী অনুমদন করা হবে। কেননা গ্রীষ্মকালের উচ্চ তাপমাত্রার আবহাওয়াতে বিশ্বকাপ আয়োজন করা উচিত হবে না।

বিশ্বকাপ সাধারণত গ্রীষ্মকালে অনুষ্ঠিত হয় এবং এটাই রীতি। তবে গ্রীষ্মকালে কাতারের তাপমাত্রা থাকবে প্রায় ৫০ ডিগ্রি সেন্টিগ্রেড। এই উচ্চ তাপমাত্রার কারণে ২০২২ সালের কাতার বিশ্বকাপ কোন সময় অনুষ্ঠিত হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে গৃহীত হয়নি।

তবে অনেকের মতামত হচ্ছে কাতার বিশ্বকাপ শীতকালে আয়োজন করা হোক। (ওয়াং হাইমান/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক