উদ্বোধনী অনুষ্ঠানে চীনের অলিম্পিক গেমস কমিটির সভাপতি লিউ ফেং বলেন, ৫৪ বছরের মধ্যে চীনে ক্রীড়া প্রতিযোগিতার মান ধারাবাহিক ভাবে উন্নত হচ্ছে।
মিতব্যয়ীতার দৃষ্টান্ত স্বরূপ এবারের উদ্বোধনী অনুষ্ঠানে কোন আতশবাজির ব্যবহার করা হয়নি এবং সাংস্কৃতিক ও ক্রিড়াঙ্গনের বড় বড় তারকারদেরও দেখা যায়নি। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৫ হাজার ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষই হচ্ছে এবারের উদ্বোধনী অনুষ্ঠানের তারকা।
এবারের প্রতিযোগিতায় চীনের বিভিন্ন অঞ্চলের ৩৮টি প্রতিনিধি দলের ৯৭৭০জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করছে। তারা প্রতিযোগিতায় মোট ৩১টি স্পোর্টসের ৩৫০টি ইভেন্টে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, চীনের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ১৯৫৯ সালে প্রথম অনুষ্ঠিত হয়। ১৯৯৩ সাল থেকে প্রতি চার বছরে একবার আয়োজন করা হয় এই প্রতিযোগিতা।
এবারের প্রতিযোগিতা ১২ সেপ্টেম্বর শেষ হবে। (স্বর্ণা/লিপন)