Web bengali.cri.cn   
ভ্রমণকারী লিযি
  2013-08-30 17:15:47  cri

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করি আপনারা সুস্থ আছেন ও আনন্দে

দিন কাটাচ্ছেন। শুরু করছি আজকের সংগীতানুষ্ঠান 'সুরের ধারায়'। আপনাদের সংগে আছি আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আমি আপনাদের আমার প্রিয় গানগুলো শুনাই। কি ভালো লাগে তো? আশা করি, আপনারা আমাদের প্রচারিত গানগুলো পছন্দ করেন। আজকের সুরের ধারায় সংগীতানুষ্ঠানে আমি আপনাদের সাথে চীনের একজন ভ্রমণকারীকে পরিচয় করিয়ে দিতে চাই। তাঁর নাম লিযি। অথবা আমার তাঁকে বলি মিস্টার ভ্যান গঘ।




একটি গান মিস্টার ভ্যান গঘ নিয়ে লিযি চীনের বহু শহরে পৌঁছেছেন, একটি কাঠের গিটার তাঁর সংগে মদের দোকানের টেবিলের উপরে ঘুমায়। লিযি চীনের একজন অসাধারণ গায়ক। তার লম্বা চুল হলো নবীন যুগের প্রতীক। তাঁর কাজ নেই, তাঁর টাকা নেই। তাঁর একমাত্র বন্ধু হলো তাঁর কাঠের গিটার। বিশ্ববিদ্যালয় ছাড়ার পরে তিনি তাঁর গিটার নিয়ে চীনের অনেক শহরে ভ্রমণ করেন। প্রতি শহরের মদের দোকানে তাঁর প্রদর্শনের ছায়া রয়েছে। একটি নতুন জায়গায় পৌঁছে তিনি নতুন গান লেখেন। তাঁর নীচু সুরে এই বিশ্বের প্রতি অসন্তোষ ও শাস্তি প্রকাশিত হয়। ' মিস্টার ভ্যান গঘ' তাঁর একটি বিখ্যাত গান। সবাই জানেন, ভ্যান গঘ ছিলেন নেদারল্যান্ডসের একজন মহান চিত্রশিল্পী। তাঁর শিল্পকর্ম এই বিশ্বের উপরে সুদূরপ্রসারী প্রভাব ফেলে। তবে ভান গঘের সারা জীবন দুঃখে ও রোগে ভারাক্রান্ত। তাঁর জন্য গায়ক লিযি এই গান' মিস্টার ভ্যান গঘ' লিখেছেন। এ গানে লিযি ভান গঘের শোচনীয় ভাগ্যের জন্য কাঁদেন এবং বিশ্বের অন্যায়, অবিচার ও দুঃখের প্রতি নিন্দা জানান। এর পাশাপাশি তিনি বিশ্বের মহান শিল্পীদের স্যালুট করেন। তাই আজকের সংগীতানুষ্ঠানে আমি আপনাদের নিয়ে এই দুঃখী ভ্রমণকারীর হৃদয়ে প্রবেশ করতে চাই। প্রথমে আপনারা মিস্টার ভ্যান গঘ গানটি'শুনুন। এর পরে আপনারা শুবেন তাঁর আরেকটি বিখ্যাত গান: পেনসিল । এ দুটি গানে আপনারা তাঁর নিঃসঙ্গতাকে বুঝতে পারবেন।

লিযির গান শুনে আপনাদের এখন কি মনে হচ্ছে? তাঁর কন্ঠ নীচু, তাঁর গানের সুরও সুস্থির। তাই তাঁর গানে আপনারা কিছু শান্তি ও সান্ত্বনা পাবেন। আচ্ছা, এখন লিযির একটি দ্রুত ছন্দের গান শোনাবো। গানের নাম হলো 'আনন্দ'। তার পরে 'লুও গ্রামের শীতকাল' নামক আরেকটি গান রয়েছে। মন দিয়ে শুনুন।

আপনারা পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে শুনছেন 'সুরের ধারায়'। আপনাদের সংগে আছি আমি লতা। যদি আরও সুন্দর সুন্দর গান শুনতে চান, তাহলে প্রতি সপ্তাহে আমাদের সংগীতানুষ্ঠান শুনুন। যদি আপনাদের কাছে অনুষ্ঠান বিষয়ে কোনো পরামর্শ থাকে, তাহলে ফোন অথবা চিঠির মাধ্যমে আমাদের জানাতে পারেন। আপনাদের সমর্থন হলো আমাদের চালিকা শক্তি। আজকের সুরের ধারায় সংগীতানুষ্ঠানের থিম হলো চীনের ভ্রমণকারী লিযি। এ পর্যন্ত আমরা তাঁর কয়েকটি গান শুনলাম। তাই আজকের সংগীতানুষ্ঠানের শেষ দিকে আমরা তাঁর আরও দু'টি নতুন গান শুনবো। গানের নাম হলো চালের দোকান এবং আকাশের নগর।

সুপ্রিয় শ্রোতা, আজকের সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। কি আরো গান শুনতে চান? তাহলে আজ নয়, আগামী সপ্তাহের 'সুরের ধারায়' অনুষ্ঠানে আবার আপনাদের শোনাবো সুন্দর সুন্দর নতুন গান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। যাই চিয়ান।(লতা/শান্তা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক