Web bengali.cri.cn   
জাতিসংঘের আন্তর্জাতিক 'ক্রীড়া দিবস' নির্ধারণ
  2013-08-27 19:07:13  cri
সারা বিশ্বের 'ক্রীড়ার উন্নয়ন ও শান্তির লক্ষ্যে জাতিসংঘ শুক্রবার আন্তর্জাতিক 'ক্রিড়া দিবস' নির্ধারণ ও উদযাপনের ঘোষণা দিয়েছে। এ উপলক্ষ্যে সার্বিয়ার তারকা টেনিস খেলোয়াড় জো কোভিচ বক্তব্য রাখেন।

এদিন জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩জন সদস্যের সর্বসম্মতিক্রমে প্রতি বছর ৬ এপ্রিলকে আন্তর্জাতিক ক্রীড়া দিবস হিসেবে উদযাপনের ঘোষণা করা হয়। এ সময়ে দেয়া এক ভাষণে জো কোভিচ বলেন, ক্রীড়া মনের সন্দেহ ও ঘৃণা নির্মূল করতে পারে। ক্রিড়া অনেক ক্ষেত্রেই ভাগ্যহত, বঞ্চিত তরুণ-তরুণীকে সাহায্য করতে পারে। ক্রিড়া সব সময় সুষ্ঠু ও ন্যায় প্রতিদ্বন্দ্বিতা এবং দলগত সহযোগিতার শিক্ষা প্রদান করে, যা জীবনে সাফল্য অর্জনে দৃঢ় মনোবল যোগায়।

জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান বলেন, ক্রিড়া ধর্ম, জাতি ও লিংগের বৈষম্য দূর করে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক